কলকাতা: চায়ের সঙ্গে কিংবা দুধের সঙ্গে বহু বাড়িতেই বিস্কুট (Biscuit) খাওয়া হয় । বাচ্চা থেকে বড় সকলেই বিস্কুট খেতে কম বেশি পছন্দ করে থাকেন । আপনিও হয়তো আপনার বাচ্চাকে দুধের সঙ্গে বিস্কুট খেতে দিচ্ছেন । বাচ্চার খিদে পেলে হাতে বিস্কুট দিয়ে দিচ্ছেন ৷ কিন্তু জানেন কি বিস্কুট অনেকসময় বাচ্চার ক্ষতি করতে পারে ৷
বাবা-মায়েরা ছোট বাচ্চাদের কান্নাকাটি করলে বিস্কুট দিয়ে থাকেন । এমনকি শিশুরাও এগুলি খেতে ভালোবাসে । বিশেষজ্ঞরা জানান, শিশুদের বিস্কুট দেওয়া তাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে । কারণ সতর্ক করা হয় এগুলি বেশি খেলে অনেক স্বাস্থ্য সমস্যা হতে পারে । জেনে নিন, বিস্কুট খাওয়া শিশুর জন্য কতটা ক্ষতিকর হতে পারে ?
স্থূলতা ও সুগার: বিস্কুট সাধারণত ময়দা, ক্ষতিকারক চর্বি, উচ্চ সোডিয়াম, চিনি, কৃত্রিম মিষ্টি ব্যবহার করে তৈরি করা হয় । বিশেষজ্ঞরা জানান, এসব পদার্থ শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে । বলা হয় যেসব শিশু এগুলি খেয়ে থাকেন তাঁদের শরীরে ক্যালোরির পরিমাণ বেড়ে যাবে ৷ ফলে তাঁদের ওজন বাড়ার ঝুঁকি বেড়ে যায় । এরসঙ্গে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি থাকে ৷
জার্নাল অফ পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণায় জানা যায়, বিস্কুটে অস্বাস্থ্যকর চর্বি রয়েছে ৷ যা শিশুদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এবং স্থূলতা এবং টাইপ 2 ডায়াবেটিস হতে পারে । ইউনাইটেড কিংডমের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের পুষ্টি বিজ্ঞানের অধ্যাপক ডঃ এমা বয়ল্যান্ড এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন । এনআইএইচ গবেষকরাও একই জিনিস প্রকাশ করেছেন । এছাড়া অন্যান্য সমস্যাও হওয়ার আশঙ্কা রয়েছে ।