কলকাতা, 31 ডিসেম্বর: বছরের শুরুটা হয়েছিল গঙ্গাসাগর দিয়ে ৷ শেষে সন্দেশখালি ৷ এভাবে 12 মিনিট 23 সেকেন্ডের বছরনামা সোশাল মিডিয়ায় পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বর্ষবরণের আগে এই ভিডিয়ো শেয়ার করে বিদায়ী বছরের স্মৃতিচারণ করলেন তৃণমূল সুপ্রিমো ৷
মঙ্গলবার বছরের শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় যে ভিডিয়ো পোস্ট করেছেন, তা শুরু হয়েছে জানুয়ারির গঙ্গাসাগর মেলা দিয়ে ৷ চলতি বছরের প্রথম দিকে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে দেখতে সেখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ জানুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ কর্মসূচি এই ভিডিয়োতে জায়গা পেয়েছে, তা ছিল রাম মন্দিরের সূচনার দিনে তাঁর কলকাতায় সম্প্রীতি মিছিল করা ৷ ওইদিন সরযু তীরে যখন দেশের প্রধানমন্ত্রীকে গোটা পৃথিবী দেখেছিল রাম মন্দির উদ্বোধনে ৷ কলকাতার রাস্তায় সেদিন সম্প্রীতি মিছিল করতে হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো,
— Mamata Banerjee (@MamataOfficial) December 31, 2024
তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো।
As we bid farewell to 2024, my heart swells with gratitude for the unflinching support of our Ma, Mati, Manush, the very cornerstone of our strength. It is your trust and faith that fuels our resolve to… pic.twitter.com/P7p7NxNhDw
এরপর ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে তাঁর প্রাপ্য বকেয়া না দেওয়ায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রেড রোডে ধর্নায় বসেন ৷ একশো দিনের কাজ ও আবাস যোজনায় রাজ্যের মানুষকে বঞ্চিত করা নিয়ে সে সময় উত্তাল ছিল রাজ্য রাজনীতি ৷ এই রেড রোড থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারের কোষাগার থেকে এই টাকা দেবে তার সরকার ৷ সেই মতো কথা রেখেছিলেন তিনি ৷ ভিডিয়োতে তারই একটি খণ্ডচিত্র উঠে এসেছে ৷ এই ফেব্রুয়ারিতেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ তাও রয়েছে এই ভিডিয়োতে ৷
মার্চ শুরু হয়েছিল নারী দিবসের কর্মসূচি দিয়ে ৷ এবার গোটা দেশকে চমকে দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে 42 আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস ৷ লোকসভা নির্বাচনের শঙ্খনাদ এই জনগর্জন সভা থেকেই হয়ে গিয়েছিল ৷ আর তারপর এপ্রিল এবং মে মাস জুড়ে পাহাড় থেকে সমুদ্র- কোচবিহার থেকে কাকদ্বীপ চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচার ৷
জুন মাসে বিজেপিকে কোণঠাসা করে 22 থেকে এক ধাক্কায় 29-এ পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ৷ এই লোকসভা নির্বাচনের পর দেখা যায় উত্তর থেকে দক্ষিণ- এতদিন গড় বলে পরিচিত বিভিন্ন আসনেও খারাপ ফল করেছে বিজেপি ৷ আর শেষ হাসি হেসেছে ঘাসফুল ৷
জুলাই মাস তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণের মাস ৷ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টে উঠে এসেছে একুশে জুলাইয়ের খণ্ডচিত্র ৷ এরপর রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মোড় আসে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে ৷ আরজি কর হাসপাতালের স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে আন্দোলন আছড়ে পড়ে রাজপথে ৷
28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 15 দিনের মধ্যে ফাঁসির সংস্থান রেখে বিধানসভায় বিল এনে নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন করবে তাঁর সরকার ৷ সেই মতো অপরাজিতা বিল পাশ হয় রাজ্য বিধানসভায় ৷ আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ধর্নামঞ্চে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ৷ আলোচনায় বসার বার্তা দেন ৷ এরপর ভিডিয়োতে দেখানো হয়েছে ডিভিসির ছাড়া জলে রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির ঘটনা ৷
অক্টোবরে পুজোর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে প্যান্ডেলে প্যান্ডেলে পুজো উদ্বোধন করতে ৷ এর মধ্যে কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার খবরও জায়গা পেয়েছে ভিডিয়োতে ৷ এছাড়া তিনি রেড রোডের পুজো কার্নিভালেও অংশগ্রহণ নিয়েছেন, রয়েছে সেই ভিডিয়ো ৷ অক্টোবরেই বাংলা-ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় 'দানা' ৷ এই বিপর্যয়ের সময় নবান্নে এক রাত জেগে কাটিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তাও দেখানো হয়েছে 12 মিনিটের এই ভিডিয়োতে ৷ রয়েছে তাঁর বাড়ির কালীপুজোর ছবিও ৷
আরজি কর আন্দোলনের পর নভেম্বর মাসে 6 বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের 6 আসনে জয়ের কথা বলা হয়েছে ভিডিয়োর পরবর্তী অংশে ৷ ডিসেম্বরজুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণায় ধরা পড়েছে চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে বড়দিনের উৎসব- একের পর এক ছবি ৷ ডিসেম্বর মানেই উৎসবের মাস ৷ তার মাঝে উঠে এসেছে দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনের ছবিও ৷
ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়োতে বিশেষভাবে জায়গা পেয়েছে তিন বছর প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ থাকার পর তাঁর সরকার গরিব মানুষকে যে টাকা দিয়েছে সেই বিষয়টিও ৷ তাৎপর্যপূর্ণভাবে 2024 সাল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ শেষ হয়েছে সন্দেশখালি দিয়ে ৷ লোকসভা নির্বাচনের সময় কথা দিয়েছিলেন যাবেন, বছর শেষে সেই কথা রাখলেন তিনি ৷