ETV Bharat / state

আত্মরক্ষায় যেকোনও বাহিনীই গুলি করতে পারে, ইসলামপুর-কাণ্ডে মন্তব্য মোদির মন্ত্রীর - UNION MOS BANWARI LAL VERMA

জলপাইগুড়ির ভাটপাড়া বিওপির অন্তর্গত সীমান্ত পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান তিনি ৷

Union MoS Banwari Lal Verma
ভাটপাড়া বিওপির অন্তর্গত সীমান্তে পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2025, 8:03 PM IST

জলপাইগুড়ি, 18 জানুয়ারি: রাজ্যে এসে উত্তর দিনাজপুরের ইসলামপুরে গোয়ালপোখর থানার পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় কড়া মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা ৷ তিনি কার্যত পুলিশের গুলি চালানোর পক্ষে সওয়াল করে শক্তি বাড়ানোর কথা বললেন ৷

তাঁর কথায়, "এই রাজ্যে পুলিশের উপর গুলি চালানো হচ্ছে । পুলিশের লাগাতার হাত বাঁধা কোনও সরকারের উচিত না । এতে আইনের সঙ্গে খেলা করা হয় । পুলিশ কেন যেকোন ফোর্স নিজের আত্মরক্ষার জন্য গুলি করতেই পারে । উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে বিজেপির যে সরকার চলছে, তাতে পুলিশকে খোলা ছাড়া হয়েছে । সেখানে আইনের শাসন আছে । আমি চাই পশ্চিমবঙ্গেও আইনের শাসন লাগু হোক ।"

আত্মরক্ষায় যেকোনও বাহিনীই গুলি করতে পারে, ইসলামপুর-কাণ্ডে মন্তব্য মোদির মন্ত্রীর (ইটিভি ভারত)

শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কুকুরযান ডাকুয়া পাড়ায় সংবিধান গৌরব অভিযানে অংশ নিতে আসেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য, গনবণ্টন ব্যবস্থার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা । তার আগে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীকে নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে ভাটপাড়া বিওপির অন্তর্গত সীমান্তে পরিদর্শনে যান তিনি । সেখানে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাংলাদেশ সীমান্তে আমার কার্যক্রম ছিল । তাই আমি ভারত-বাংলাদেশ সীমান্তে এলাম পরিদর্শন করতে ।"

রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশ নিয়েও মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের মানসিকতা ঠিক নেই । বাংলাদেশের নাগরিক চলে আসছে । ভারত-বাংলাদেশ সীমান্তে আরও কড়া নিরাপত্তা দেওয়া উচিৎ । মাঝেমধ্যেই বাংলাদেশ সীমান্ত দিয়ে লোক ঢুকে যাচ্ছে । বাংলার সরকারকে ভারত-বাংলাদেশ ইস্যুতে কড়া হওয়া উচিৎ । আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাইব, তারা যেন সীমান্ত সুরক্ষিত রাখেন । বিজিবি মাঝেমধ্যেই বাধা দিচ্ছে কাঁটাতার লাগাতে । এটা হওয়া উচিত নয় বলে মনে করি ।"

Union MoS Banwari Lal Verma
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা (নিজস্ব ছবি)

তাঁর সংযোজন, "বিএসএফ সীমান্তে যতই থাকুক সেই রাজ্যের সরকারের মানসিকতা যদি ঠিক না থাকে, তাহলে বিএসএফ একা কিছুই করতে পারবে না । রাজ্যেরও নিরাপত্তা ব্যবস্থা দেখা উচিৎ । রাজ্যের গাফিলতি স্বীকার করা উচিৎ এবং বিএসএফকে সাহায্য করে অনুপ্রবেশ রোখা উচিৎ সরকারের । পুরো দেশের সুরক্ষার জন্য মোদি সরকার কাজ করছে ৷ কড়াভাবেই অনুপ্রবেশের মোকাবিলা করা হবে ।"

সংখ্যালঘু ও মহিলাদের উপর অত্যাচার নিয়ে প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৷ তিনি বলেন, "সংখ্যালঘু তুষ্ঠিকরণ হচ্ছে বাংলায় । মহিলাদের ঊপর অত্যাচার-অনাচার হচ্ছে । দেশের জনতা ও বাংলার জনতা দেখছে ৷ মহিলা মুখ্যমন্ত্রী হয়েই তিনি মহিলাদের দেখছেন না । মুখ্যমন্ত্রী তার এই মানসিকতা না বদলালে, এটা চলতে থাকলে, বাংলার মানুষ তাকে উৎখাত করবে ।"

এদিন কুকুরযান গ্রাম পঞ্চায়েতের সারিয়ামে একসভায় যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা । সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা । এদিন মন্ত্রী আরও বলেন, "বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে সম্মান দেওয়ার জন্যই জলপাইগুড়িতে এলাম । আমি গতকাল বারেলিতে ছিলাম । এরপর কর্ণাটকে যাব আগামিকাল ।"

জলপাইগুড়ি, 18 জানুয়ারি: রাজ্যে এসে উত্তর দিনাজপুরের ইসলামপুরে গোয়ালপোখর থানার পুলিশের উপর গুলি চালানোর ঘটনায় কড়া মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা ৷ তিনি কার্যত পুলিশের গুলি চালানোর পক্ষে সওয়াল করে শক্তি বাড়ানোর কথা বললেন ৷

তাঁর কথায়, "এই রাজ্যে পুলিশের উপর গুলি চালানো হচ্ছে । পুলিশের লাগাতার হাত বাঁধা কোনও সরকারের উচিত না । এতে আইনের সঙ্গে খেলা করা হয় । পুলিশ কেন যেকোন ফোর্স নিজের আত্মরক্ষার জন্য গুলি করতেই পারে । উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে বিজেপির যে সরকার চলছে, তাতে পুলিশকে খোলা ছাড়া হয়েছে । সেখানে আইনের শাসন আছে । আমি চাই পশ্চিমবঙ্গেও আইনের শাসন লাগু হোক ।"

আত্মরক্ষায় যেকোনও বাহিনীই গুলি করতে পারে, ইসলামপুর-কাণ্ডে মন্তব্য মোদির মন্ত্রীর (ইটিভি ভারত)

শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কুকুরযান ডাকুয়া পাড়ায় সংবিধান গৌরব অভিযানে অংশ নিতে আসেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য, গনবণ্টন ব্যবস্থার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা । তার আগে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীকে নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে ভাটপাড়া বিওপির অন্তর্গত সীমান্তে পরিদর্শনে যান তিনি । সেখানে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাংলাদেশ সীমান্তে আমার কার্যক্রম ছিল । তাই আমি ভারত-বাংলাদেশ সীমান্তে এলাম পরিদর্শন করতে ।"

রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশ নিয়েও মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের মানসিকতা ঠিক নেই । বাংলাদেশের নাগরিক চলে আসছে । ভারত-বাংলাদেশ সীমান্তে আরও কড়া নিরাপত্তা দেওয়া উচিৎ । মাঝেমধ্যেই বাংলাদেশ সীমান্ত দিয়ে লোক ঢুকে যাচ্ছে । বাংলার সরকারকে ভারত-বাংলাদেশ ইস্যুতে কড়া হওয়া উচিৎ । আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাইব, তারা যেন সীমান্ত সুরক্ষিত রাখেন । বিজিবি মাঝেমধ্যেই বাধা দিচ্ছে কাঁটাতার লাগাতে । এটা হওয়া উচিত নয় বলে মনে করি ।"

Union MoS Banwari Lal Verma
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা (নিজস্ব ছবি)

তাঁর সংযোজন, "বিএসএফ সীমান্তে যতই থাকুক সেই রাজ্যের সরকারের মানসিকতা যদি ঠিক না থাকে, তাহলে বিএসএফ একা কিছুই করতে পারবে না । রাজ্যেরও নিরাপত্তা ব্যবস্থা দেখা উচিৎ । রাজ্যের গাফিলতি স্বীকার করা উচিৎ এবং বিএসএফকে সাহায্য করে অনুপ্রবেশ রোখা উচিৎ সরকারের । পুরো দেশের সুরক্ষার জন্য মোদি সরকার কাজ করছে ৷ কড়াভাবেই অনুপ্রবেশের মোকাবিলা করা হবে ।"

সংখ্যালঘু ও মহিলাদের উপর অত্যাচার নিয়ে প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ৷ তিনি বলেন, "সংখ্যালঘু তুষ্ঠিকরণ হচ্ছে বাংলায় । মহিলাদের ঊপর অত্যাচার-অনাচার হচ্ছে । দেশের জনতা ও বাংলার জনতা দেখছে ৷ মহিলা মুখ্যমন্ত্রী হয়েই তিনি মহিলাদের দেখছেন না । মুখ্যমন্ত্রী তার এই মানসিকতা না বদলালে, এটা চলতে থাকলে, বাংলার মানুষ তাকে উৎখাত করবে ।"

এদিন কুকুরযান গ্রাম পঞ্চায়েতের সারিয়ামে একসভায় যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বনোয়ারী লাল ভার্মা । সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা । এদিন মন্ত্রী আরও বলেন, "বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে সম্মান দেওয়ার জন্যই জলপাইগুড়িতে এলাম । আমি গতকাল বারেলিতে ছিলাম । এরপর কর্ণাটকে যাব আগামিকাল ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.