ETV Bharat / bharat

সইফের হামলার ঘটনায় এক সন্দেহভাজন জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে আটক - KNIFE ATTACK ON SAIF ALI KHAN

সইফ আলি খানের উপর হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে ছত্তিশগড়ের দুর্গ স্টেশনে আটক করল আরপিএফ ৷ দুর্গে পৌঁছচ্ছে মুম্বই পুলিশ ৷

Actor Saif Ali Khan, suspect caught in CCTV Footage and detained suspect by RPF in Chhattisgarh
(বাঁদিক থেকে) অভিনেতা সইফ আলি খান, অভিনেতার বান্দ্রার বাড়ির সিসি ফুটেজে ধরা পড়া দুষ্কৃতীর ছবি, ছত্তিশগড়ে আরপিএফ-এর হাতে আটক সন্দেহভাজন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2025, 7:54 PM IST

দুর্গ (ছত্তিশগড়), 18 জানুয়ারি: অভিনেতা সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করল রেল পুলিশ (আরপিএফ) ৷ গত 16 জানুয়ারি, গভীর রাতে মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতার 12 তলা অ্যাপার্টমেন্টে এক দুষ্কৃতী ঢুকে পড়ে ৷ পরিবার ও বাড়ির অন্যদের বাঁচাতে সিনেমার হিরোর মতোই দুষ্কৃতীর সঙ্গে লড়াই করেন সইফ ৷ তাকে ছ'বার কুপিয়েছে দুষ্কৃতী ৷ এরপর রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তিনি এখন সেখানেই চিকিৎসাধীন এবং বিপন্মুক্ত ৷

এই ঘটনার সিসিটিভি ফুটেজে এক দুষ্কৃতীকে সইফের বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখা যায় ৷ সইফের সঙ্গে হাতাহাতির পর রাত 2.33 মিনিট নাগাদ সিঁড়ি দিয়ে নীচে নেমে আসে ওই দুষ্কৃতী এবং পালিয়ে যায় ৷ এরপর তার খোঁজ চালালেও পুলিশ দুষ্কৃতীকে পায়নি ৷

এদিন ওই সন্দেহভাজনকে ছত্তিশগুড়ের দুর্গ স্টেশনে আটক করে রেল পুলিশ ৷ সূত্রের খবর, ওই দুষ্কৃতীর নাম সন্দীপ ওরফে আকাশ ৷ শনিবার তাকে দুর্গ স্টেশন থেকে ধরা হয় ৷ মুম্বই পুলিশের দেওয়া ছবি এবং গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ মুম্বই-হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে তল্লাশি চালায় ৷ সন্দেহভাজন ওই ট্রেনের জেনারেল বগিতে যাচ্ছিলেন ৷ দুর্গে ট্রেনটি আসার পর বেলা 2টো নাগাদ তাকে হাতেনাতে ধরে রেল পুলিশ ৷

রেলওয়ে প্রটেকশন ফোর্স-এর ট্রাফিক ইনস্পেক্টর সঞ্জীব সিনহা বলেন, "আজ দুপুরে আমরা মুম্বই পুলিশের কাছ থেকে একটি ফোন পাই ৷ পাশাপাশি ওই সন্দেহভাজনের একটি ছবিও ৷ সে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যাচ্ছিল ৷ আমাদের বলা হয়েছিল ওই সন্দেহভাজনকে আটকাতে হবে ৷ আমরা ট্রেনে তল্লাশি চালাই এবং একটা বগিতে ওই ব্যক্তিকে দেখতে পাই ৷ জেরার মুখে ওই সন্দেহভাজন ব্যক্তি বলে যে তার নাম আকাশ কৈলাস কান্নোজিয়া ৷ তার বয়স 30 বছর ৷"

আরপিএফ সূত্রে খবর, মুম্বই পুলিশের দেওয়া কিছু নির্দিষ্ট তথ্য-যেমন সন্দেহভাজনের ছবি, ট্রেনের নম্বর এবং সে কোথায় থাকতে পারে, সেই সম্ভাব্য জায়গার তালিকার উপর ভিত্তি করে তল্লাশি চালায় আরপিএফ ৷ দুষ্কৃতী ওই ট্রেনেই আছে, এটা একপ্রকার এটা ধরে নিয়ে দুর্গ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মটি ঘিরে রেখেছিল পুলিশ ৷ এরপর ওই দুষ্কৃতীকে ধরতে সফল হয় পুলিশ ৷ এখন সন্দীপ ওরফে আকাশ আরপিএফ-এর হেফাজতে রয়েছে ৷ আজই রাত 9টা নাগাদ মুম্বই পুলিশের একটি দল দুর্গ-এ পৌঁছবে বলে মনে করা হচ্ছে ৷ এরপরই নিশ্চিত হওয়া যাবে, এই দুষ্কৃতীই সেদিন রাতে 'পরিণীতা'র শেখর রায়ের বাড়িতে চড়াও হয়েছিল কি না ৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেতা সইফ আলি খানের বাড়িতে চড়াও হওয়ার নেপথ্যে চুরির উদ্দেশ্য ছিল বলেই দাবি করেছে মুম্বই পুলিশ ৷ এই হামলার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনও সম্পর্কই নেই বলে জানিয়েছে পুলিশ ও মুম্বই প্রশাসন ৷

দুর্গ (ছত্তিশগড়), 18 জানুয়ারি: অভিনেতা সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করল রেল পুলিশ (আরপিএফ) ৷ গত 16 জানুয়ারি, গভীর রাতে মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতার 12 তলা অ্যাপার্টমেন্টে এক দুষ্কৃতী ঢুকে পড়ে ৷ পরিবার ও বাড়ির অন্যদের বাঁচাতে সিনেমার হিরোর মতোই দুষ্কৃতীর সঙ্গে লড়াই করেন সইফ ৷ তাকে ছ'বার কুপিয়েছে দুষ্কৃতী ৷ এরপর রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তিনি এখন সেখানেই চিকিৎসাধীন এবং বিপন্মুক্ত ৷

এই ঘটনার সিসিটিভি ফুটেজে এক দুষ্কৃতীকে সইফের বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখা যায় ৷ সইফের সঙ্গে হাতাহাতির পর রাত 2.33 মিনিট নাগাদ সিঁড়ি দিয়ে নীচে নেমে আসে ওই দুষ্কৃতী এবং পালিয়ে যায় ৷ এরপর তার খোঁজ চালালেও পুলিশ দুষ্কৃতীকে পায়নি ৷

এদিন ওই সন্দেহভাজনকে ছত্তিশগুড়ের দুর্গ স্টেশনে আটক করে রেল পুলিশ ৷ সূত্রের খবর, ওই দুষ্কৃতীর নাম সন্দীপ ওরফে আকাশ ৷ শনিবার তাকে দুর্গ স্টেশন থেকে ধরা হয় ৷ মুম্বই পুলিশের দেওয়া ছবি এবং গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ মুম্বই-হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে তল্লাশি চালায় ৷ সন্দেহভাজন ওই ট্রেনের জেনারেল বগিতে যাচ্ছিলেন ৷ দুর্গে ট্রেনটি আসার পর বেলা 2টো নাগাদ তাকে হাতেনাতে ধরে রেল পুলিশ ৷

রেলওয়ে প্রটেকশন ফোর্স-এর ট্রাফিক ইনস্পেক্টর সঞ্জীব সিনহা বলেন, "আজ দুপুরে আমরা মুম্বই পুলিশের কাছ থেকে একটি ফোন পাই ৷ পাশাপাশি ওই সন্দেহভাজনের একটি ছবিও ৷ সে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যাচ্ছিল ৷ আমাদের বলা হয়েছিল ওই সন্দেহভাজনকে আটকাতে হবে ৷ আমরা ট্রেনে তল্লাশি চালাই এবং একটা বগিতে ওই ব্যক্তিকে দেখতে পাই ৷ জেরার মুখে ওই সন্দেহভাজন ব্যক্তি বলে যে তার নাম আকাশ কৈলাস কান্নোজিয়া ৷ তার বয়স 30 বছর ৷"

আরপিএফ সূত্রে খবর, মুম্বই পুলিশের দেওয়া কিছু নির্দিষ্ট তথ্য-যেমন সন্দেহভাজনের ছবি, ট্রেনের নম্বর এবং সে কোথায় থাকতে পারে, সেই সম্ভাব্য জায়গার তালিকার উপর ভিত্তি করে তল্লাশি চালায় আরপিএফ ৷ দুষ্কৃতী ওই ট্রেনেই আছে, এটা একপ্রকার এটা ধরে নিয়ে দুর্গ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মটি ঘিরে রেখেছিল পুলিশ ৷ এরপর ওই দুষ্কৃতীকে ধরতে সফল হয় পুলিশ ৷ এখন সন্দীপ ওরফে আকাশ আরপিএফ-এর হেফাজতে রয়েছে ৷ আজই রাত 9টা নাগাদ মুম্বই পুলিশের একটি দল দুর্গ-এ পৌঁছবে বলে মনে করা হচ্ছে ৷ এরপরই নিশ্চিত হওয়া যাবে, এই দুষ্কৃতীই সেদিন রাতে 'পরিণীতা'র শেখর রায়ের বাড়িতে চড়াও হয়েছিল কি না ৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেতা সইফ আলি খানের বাড়িতে চড়াও হওয়ার নেপথ্যে চুরির উদ্দেশ্য ছিল বলেই দাবি করেছে মুম্বই পুলিশ ৷ এই হামলার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনও সম্পর্কই নেই বলে জানিয়েছে পুলিশ ও মুম্বই প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.