দুর্গ (ছত্তিশগড়), 18 জানুয়ারি: অভিনেতা সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করল রেল পুলিশ (আরপিএফ) ৷ গত 16 জানুয়ারি, গভীর রাতে মুম্বইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতার 12 তলা অ্যাপার্টমেন্টে এক দুষ্কৃতী ঢুকে পড়ে ৷ পরিবার ও বাড়ির অন্যদের বাঁচাতে সিনেমার হিরোর মতোই দুষ্কৃতীর সঙ্গে লড়াই করেন সইফ ৷ তাকে ছ'বার কুপিয়েছে দুষ্কৃতী ৷ এরপর রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম অভিনেতাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তিনি এখন সেখানেই চিকিৎসাধীন এবং বিপন্মুক্ত ৷
এই ঘটনার সিসিটিভি ফুটেজে এক দুষ্কৃতীকে সইফের বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখা যায় ৷ সইফের সঙ্গে হাতাহাতির পর রাত 2.33 মিনিট নাগাদ সিঁড়ি দিয়ে নীচে নেমে আসে ওই দুষ্কৃতী এবং পালিয়ে যায় ৷ এরপর তার খোঁজ চালালেও পুলিশ দুষ্কৃতীকে পায়নি ৷
এদিন ওই সন্দেহভাজনকে ছত্তিশগুড়ের দুর্গ স্টেশনে আটক করে রেল পুলিশ ৷ সূত্রের খবর, ওই দুষ্কৃতীর নাম সন্দীপ ওরফে আকাশ ৷ শনিবার তাকে দুর্গ স্টেশন থেকে ধরা হয় ৷ মুম্বই পুলিশের দেওয়া ছবি এবং গোপন সূত্রে খবর পেয়ে আরপিএফ মুম্বই-হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে তল্লাশি চালায় ৷ সন্দেহভাজন ওই ট্রেনের জেনারেল বগিতে যাচ্ছিলেন ৷ দুর্গে ট্রেনটি আসার পর বেলা 2টো নাগাদ তাকে হাতেনাতে ধরে রেল পুলিশ ৷
রেলওয়ে প্রটেকশন ফোর্স-এর ট্রাফিক ইনস্পেক্টর সঞ্জীব সিনহা বলেন, "আজ দুপুরে আমরা মুম্বই পুলিশের কাছ থেকে একটি ফোন পাই ৷ পাশাপাশি ওই সন্দেহভাজনের একটি ছবিও ৷ সে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যাচ্ছিল ৷ আমাদের বলা হয়েছিল ওই সন্দেহভাজনকে আটকাতে হবে ৷ আমরা ট্রেনে তল্লাশি চালাই এবং একটা বগিতে ওই ব্যক্তিকে দেখতে পাই ৷ জেরার মুখে ওই সন্দেহভাজন ব্যক্তি বলে যে তার নাম আকাশ কৈলাস কান্নোজিয়া ৷ তার বয়স 30 বছর ৷" |
আরপিএফ সূত্রে খবর, মুম্বই পুলিশের দেওয়া কিছু নির্দিষ্ট তথ্য-যেমন সন্দেহভাজনের ছবি, ট্রেনের নম্বর এবং সে কোথায় থাকতে পারে, সেই সম্ভাব্য জায়গার তালিকার উপর ভিত্তি করে তল্লাশি চালায় আরপিএফ ৷ দুষ্কৃতী ওই ট্রেনেই আছে, এটা একপ্রকার এটা ধরে নিয়ে দুর্গ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মটি ঘিরে রেখেছিল পুলিশ ৷ এরপর ওই দুষ্কৃতীকে ধরতে সফল হয় পুলিশ ৷ এখন সন্দীপ ওরফে আকাশ আরপিএফ-এর হেফাজতে রয়েছে ৷ আজই রাত 9টা নাগাদ মুম্বই পুলিশের একটি দল দুর্গ-এ পৌঁছবে বলে মনে করা হচ্ছে ৷ এরপরই নিশ্চিত হওয়া যাবে, এই দুষ্কৃতীই সেদিন রাতে 'পরিণীতা'র শেখর রায়ের বাড়িতে চড়াও হয়েছিল কি না ৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেতা সইফ আলি খানের বাড়িতে চড়াও হওয়ার নেপথ্যে চুরির উদ্দেশ্য ছিল বলেই দাবি করেছে মুম্বই পুলিশ ৷ এই হামলার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কোনও সম্পর্কই নেই বলে জানিয়েছে পুলিশ ও মুম্বই প্রশাসন ৷