চেন্নাই, 31 ডিসেম্বর: যৌন হেনস্তার ঘটনার এফআইআর কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে ৷ গত 23 ডিসেম্বর তামিলনাড়ুর চেন্নাইয়ে আন্না বিশ্ববিদ্যালয় চত্বরে এক ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনা ঘটে ৷ সেই ঘটনার এফআইআর ডাউনলোডের পাশাপাশি নির্যাতিতা ছাত্রীর পরিচয় প্রকাশ করেছে কয়েকটি সংবাদমাধ্যম । সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করেই করা হয়েছে এমনটা ৷ তামিলনাড়ু পুলিশ জানিয়েছে, এই ঘটনায় 14 জনের উপর নজর রাখা হচ্ছে ৷
সন্দেহভাজনদের তালিকায় কয়েকজন সাংবাদিকও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ৷ অন্যদিকে তথ্য়প্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা এই এফআইআর ডাউনলোডের ঘটনায় যান্ত্রিক গোলোযোগের দিকে দায় ঠেলেছে ৷ এইসবের মধ্যে পুলিশ দু'টি সংবাদমাধ্যমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ তারা তাদের চ্যানেলে ওই নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছে ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের 'ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস' (সিসিটিএনএস) ওয়েবসাইট থেকে আন্না বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনার এফআইআর ডাউনলোড করা হয়েছে ৷ এই ওয়েবসাইটটির তত্ত্ববধানের দায়িত্ব ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার-এর (এনআইসি) ৷ আর এই এনআইসি কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের অধীনে ৷
কারা ওটিপি পেয়েছে ?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফআইআর ডাউনলোডের আগে ওয়েবসাইটের তরফে ব্যবহারকারীর মোবাইল নম্বর চাওয়া হয় এবং তাতে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো হয় ৷ এই সংবেদনশীল এফআইআরটি ডাউনলোডের ক্ষেত্রেও তাই হয়েছে ৷ তাই পুলিশ সেই মোবাইল নম্বরের খোঁজ করছে, যেখানে সরকারি ওয়েবসাইট থেকে ওটিপি পাঠানো হয়েছিল ৷
সেই নম্বরগুলির মালিক কারা ? তারা এফআইআর ফাঁসের ঘটনায় জড়িত কি না এবং তারাই নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছে কি না ? এই প্রশ্নগুলির উত্তর পেতে তদন্ত করছে পুলিশ ৷ কারণ, সুপ্রিম কোর্ট সংবাদমাধ্যমে যৌন নির্যাতনের ঘটনা প্রকাশ সম্পর্কিত বেশ কয়েকটি নির্দেশ জারি করেছে ৷ সেই অনুযায়ী, যৌন নিগ্রহের ঘটনায় নির্যাতিতা মহিলা ও শিশুদের পরিচয়, তাঁর বাবা-মার পরিচয় প্রকাশ করা যাবে না ৷
তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, শীর্ষ আদালতের এই নির্দেশ অমান্য করে তামিলনাড়ুর ছ'টি সংবাদমাধ্য়ম সংবেদনশীল ঘটনার এফআইআর থেকে বিস্তারিত তথ্য, এমনকী নির্যাতিতার পরিচয়ও প্রকাশ করেছে ৷ চারটি চ্যানেলে এই ঘটনার সম্প্রচারের পর বিতর্ক তৈরি হয়। তারা কয়েক মিনিট পরেই সেই সম্প্রচার তুলে নেয় ৷ বাকি দু'টি চ্যানেল কয়েক ঘণ্টা ধরে নির্যাতিতার নাম-পরিচয়-সহ স্পর্শকাতর তথ্যগুলি সম্প্রচার করতে থাকে ৷
গত সপ্তাহে পুলিশ কমিশনার এ অরুণ সাংবাদিক বৈঠক করে জানান, যান্ত্রিক ত্রুটির জন্যই ব্যবহারকারীরা এফআইআর ডাউনলোড করতে পেরেছে ৷ নাম উল্লেখ না করে তিনি আরও জানান, তথ্য-প্রযুক্তি আইনে দু'টি টিভি চ্যানেলের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷
'ভিউ এফআইআর'
ইটিভি ভারত জানতে পেরেছে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি) রাজ্য সরকারকে জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) থেকে ভারতীয় ন্যায় সংহিতায় (বিএনএস) পরিবর্তনের কারণেও এই যান্ত্রিক ত্রুটি ঘটতে পারে ৷ সেই সুযোগে অনেকে এফআইআর ডাউনলোড করে ফেলেছে ৷
এনআইসি-র সিনিয়র ডিরেক্টর আর অরুল মোঝি বর্মন রাজ্য সরকারকে লিখিতভাবে জানিয়েছেন, স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো-র (এসসিআরবি) দেওয়া ইনপুটের ভিত্তিতেই এফআইআর দেখা 'ভিউ এফআইআর' সুবিধাটি পেয়েছে ব্যবহারকারীরা ৷ তিনি বলেন, "হয়তো কিছু যান্ত্রিক ত্রুটি এবং আইপিসি থেকে বিএনএস হওয়ার ফলে এই ঘটনা ঘটে থাকতে পারে ৷"
সিনিয়র ডিরেক্টর আরও জানিয়েছেন, এই বিষয়ে এনআইসি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ৷ সংবেদনশীল এফআইআর-এর ক্ষেত্রে ধারা ও উপ-ধারাগুলি ব্লক করে এই ধরনের এফআইআর যাতে আর দেখা না যায়, তার জন্য এসসিআরবি দলকে সব সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে ৷
এই এফআইআর ফাঁসের ঘটনায় তামিলনাড়ুর আইনমন্ত্রী এস রেগুপত্থি কেন্দ্রীয় সরকারের এনআইসি-র পদ্ধতির দিকেই অভিযোগ করেছেন ৷ গত 23 ডিসেম্বর তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পাঠরতা ছাত্রীর উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ তাঁর প্রেমিককেও নাকি মারধর করা হয়েছে ৷ এই ঘটনায় উত্তপ্ত দক্ষিণী রাজ্যটির রাজনীতি ৷ সোমবার জাতীয় মহিলা কমিশনের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম এই ঘটনায় পুলিশ কী পদক্ষেপ করেছে, তার তদন্ত শুরু করেছে ৷