কলকাতা, 23 ফেব্রুয়ারি: বাগদানের সময়, অথবা ফুলশয্যার রাতে স্বামী-স্ত্রীর একে অপরকে আংটি পরানোর চল রয়েছে ৷ মনের মানুষ আংটি পরিয়ে দেন বাঁ হাতের অনামিকায় ৷ লোকমতে, বুকের বাঁদিকে হৃদয়ের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে বাঁ হাতের অনামিকায় হৃদয়হরণের পরিয়ে দেওয়া আংটি ৷ এতেই নাকি আরও গভীর হয় ভালোবাসা ৷ এর বাস্তবতা নিয়ে মতভেদ রয়েছে ৷ তবে কোনও কল্পকথা নয়, চিকিৎসাবিজ্ঞানেও এ বার আসছে এমনই এক আংটি, যার সঙ্গে গভীর যোগ রয়েছে হৃদয়ের ৷ অত্যাধুনিক প্রযুক্তির সেই আংটি আঙুলে পরা থাকলেই মিলবে হৃদয়ের স্বাস্থ্যের হাল-হদিশ ৷
বিষয়টা ঠিক কী ?
এ বার হাতের আংটি দেবে শরীরের সুরক্ষা । তবে এই আংটি মনের মানুষের দেওয়া নয় ৷ কোনও জ্যোতিষীরও দেওয়া নয় । এই আংটি দেবেন স্বয়ং চিকিৎসক । আংটিটির নাম 'আবিদ'। এর ব্যবহার সুনিশ্চিত করে চিকিৎসাবিজ্ঞানে নয়া দিশা দেখানোর পথে কলকাতার অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম । হাসপাতালের কার্ডিয়োভাসকুলার বিভাগের চিকিৎসক শান্তনু দত্তর তত্ত্বাবধানে অত্যাধুনিক প্রযুক্তির আংটির মাধ্যমে হৃদযন্ত্রের চিকিৎসার ট্রায়াল চলছে এসএসকেএমে ৷
এক ভারতীয় বেসরকারি সংস্থা এই আংটি তৈরি করেছে । এই আংটি যাঁরা হাতে পরবেন, তাঁর হৃদস্পন্দন, রক্তচাপ, অক্সিজেনের মাত্রা গোলমাল পাকালেই সেই বার্তা পৌঁছে যাবে চিকিৎসকের কাছে । এই আংটির মাধ্যমে 24 ঘণ্টা টানা পর্যবেক্ষণ করা যাবে রোগীকে । আংটির গতিবিধি পর্যবেক্ষণ করবে ওই সংস্থার বেঙ্গালুরুতে থাকা একটি দলও । যদি আংটির মাধ্যমে রোগীর শরীরে কোনও বেগতিক বুঝতে পারে, তারা তাহলে তৎক্ষণাৎ সতর্ক করবে ব্যাকআপ টিমকে । এছাড়া চিকিৎসকের ফোনেও আসবে সর্তকবার্তা । ফলে হৃদযন্ত্রের সমস্যায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে ৷
শুধু চিকিৎসক নন, রোগীর আরও 10 জন আত্মীয়ের ফোনে আসবে সতর্কবার্তা । তবে এখন ট্রায়াল চলছে এসএসকেএম হাসপাতালে । 25 জন রোগীকে দেওয়া হয়েছে এই আংটি । তাঁদের উপর ট্রায়াল চলছে প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে । 'আবিদ' সম্পর্কে চিকিৎসক শান্তনু দত্ত জানান, এই আংটি পরে থাকলে অধিকাংশ ক্ষেত্রেই রোগী নিজে নিজের স্মার্টফোনের মাধ্যমে বুঝতে পারবেন তাঁর শারীরিক অবস্থার বিষয়ে । আর শারীরিক অবস্থার কোনও অবনতি হলেই অ্যালার্টের মাধ্যমে আমরাও জেনে যাব । এতে হৃদযন্ত্রের সমস্যার কারণে মৃত্যুর হার কমবে ।"
আরও পড়ুন:
- জন্মগত হার্টের ত্রুটি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি
- বাঁধাকপি থেকে ব্রকলি-হার্ট সুস্থ রাখতে পাতে থাকুক এই সমস্ত সবজি
- এই ভেষজে সহজেই শরীর থেকে দূর হবে খারাপ কোলেস্টেরল