হায়দরাবাদ: চিনাবাদাম খেলে যেমন পেট ভরা থাকে, তেমনি স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী ৷ টাইম-পাস করতে বা স্নাক্সে প্রায়শই আমরা চিনাবাদাম খেয়ে থাকি ৷ কিন্তু জানেন কি, এটি পুষ্টিগুণে ভরপুর ৷ এতে উপস্থিত ক্যালসিয়াম ও ভিটামিন শরীরের জন্য ভীষণভাবে কার্যকরী ৷ এটি শরীরের ভালো কোলেস্টেরল বাড়িয়ে খারাপ কোলেস্টেরল কমাতে করতে সাহায্য় করে ৷ এর নানাবিধ উপকারিতা জেনে নিন (Health Benefits Of Peanuts)৷
হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী: বিশেষজ্ঞদের মতে, চিনাবাদামে যে ফসফরাস থাকে তা আমাদের হাড় মজবুত করে ৷ ফলে আপনি রোজ একটু করে এই বাদাম খেতে পারেন ৷
কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখে: চিনাবাদামে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ৷ যা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে কাজ করে। সুতরাং প্রতিদিনের ডায়েটে চিনাবাদাম রাখতে পারেন ৷ এটি শেক করেও খেতে পারেন ৷
ডায়াবেটিস রোগীদের জন্য:চিনাবাদামে উপস্থিত ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ এবং কার্বোহাইড্রেট আমাদের শরীরের রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে । যা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণভাবে উপকারী।
ঠান্ডা সর্দির জন্যও উপকারী: চিনাবাদাম সর্দি-কাশি থেকে দারুণ উপশম দেয় । শীতকালে এটি রোজ খেলে শরীরকে ভেতর থেকে গরম রাখে এবং ঠান্ডা থেকেও রক্ষা করে ।