কলকাতা:প্রতিদিনের জীবনধারা ও কিছু অভ্যাস ত্বকের জন্য ক্ষতিকর ৷ ত্বকের সুরক্ষার পণ্য আজকাল বাজারে কম নেই ৷ টাকা খরচ করে এই পণ্য অনেকে ব্যবহার করেন ৷ বিশেষজ্ঞদের মতে, সারাক্ষণ মোবাইলে চোখ রেখে অজান্তেই চোখের ক্ষতি করে ফেলছেন ৷
এখনকার যুগে পড়াশোনা, অফিসের কাজে, বিনোদনে সর্বত্রই ডিজিটাল ডিভাইসের রমরমা । দীর্ঘক্ষণ ল্যাপটপ ও মোবাইলে চোখ রাখলে শুধুমাত্র চোখের ক্ষতি হয় না, ত্বকের জন্যও ভীষণভাবে ক্ষতিকর ৷ বন্ড বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিশেষজ্ঞ মাইকেল ফ্রিম্যান বলেন, "মোবাইল বা ল্যাপটপের নীল আলোয় অনেক রঙের রশ্মিও থাকে ৷ কিন্তু এর মধ্যে নীল রশ্মি সবচেয়ে শক্তিশালী । তাই এটি ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি ৷ এর প্রভাবে শুধু চোখ নয়, ত্বকেও নানাভাবে ক্ষতি করে ৷"
নীল আলো কীভাবে ত্বককে প্রভাবিত করে (How blue light affects the skin) ?
অনেক গবেষণায় জানা গিয়েছে, মোবাইলের নীল আলোর ক্ষতিকারক দিকের অনেক তথ্য উঠে এসেছে ৷ জেনে নিন, ত্বকের জন্য কীভাবে ক্ষতি করে ?
নীল আলো পিগমেন্টেশন বাড়াতে পারে: অনেক গবেষণায় দেখা গিয়েছে, নীল আলোর সংস্পর্শে মেলানিনের উৎপাদনকে উদ্দীপিত করতে পারে ৷ ত্বকের প্রাকৃতিক রঙ্গক যা ত্বককে তার রঙ দেয় । তাই অত্যধিক নীল আলো হাইপারপিগমেন্টেশনকে আরও খারাপ করতে পারে ৷ মেলানিনের অত্যধিক উৎপাদন ত্বকে কালো দাগ সৃষ্টি করে ৷
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ত্বকের কোলাজেনের ক্ষতি করতে পারে ৷ ত্বকের গঠনের জন্য যে প্রোটিনের দরকার হয় সেটি উৎপাদনে বাধা দেয় ৷ তবে ডিভাইসের স্ক্রিন এক সেন্টিমিটার দূরে রাখলেও এক ঘণ্টা ব্যবহার করা হলে এই সমস্যা হতে পারে ৷ জানা গিয়েছে, যদি আপনার ডিভাইসকে 10 সেন্টিমিটারের বেশি দূরে রাখেন, তাহলে এটি আপনার এক্সপোজার 100-গুণ কমিয়ে দেবে । ফলে ত্বকের ক্ষতির ঝুঁকি অনেক কম ৷