হায়দরাবাদ: অ্যালকোহল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পানীয়গুলির মধ্যে অন্যতম । অতিরিক্ত মদ্যপান সব সময়েই শরীরের জন্য খারাপ ৷ আর একবার যদি সেই অভ্যাস নেশায় পরিণত হয়, তাহলে পরিণাম হতে পারে ভয়ঙ্কর ! অনেক সময় পরিমিত মদ্যপানের অভ্যাস থাকলেও স্বাস্থ্য সমস্যা এড়াতে তা একেবারে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন অনেকে ৷ তবে বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে অ্যালকোহল ছেড়ে দিলেও শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে ৷
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে অত্যাধিক মদ্যপান করলে মস্তিষ্ক, হার্ট ও লিভারের মতো বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে । ড্রাগ নেওয়ার পরে, এটি পেটের মধ্য দিয়ে ক্ষুদ্রান্ত্রে যায় । সেখানে এটি ভেঙে অ্যালডিহাইড নামের রাসায়নিকের রূপ নেয় । সেখান থেকে অন্ত্রে রক্তের মাধ্যমে লিভারের মতো শরীরের অন্যান্য অংশে পৌঁছয় । আমরা যে খাবার খাই, লিভার তা থেকে পুষ্টি উপাদান আলাদা করে রক্তে মেশায়, যা পরে শরীরের অন্যান্য অংশে রক্ত সরবরাহ করে । কিন্তু অ্যালডিহাইড রাসায়নিক খুবই বিপজ্জনক ! এগুলি রক্তের মাধ্যমে লিভারে পৌঁছে লিভারের ক্ষতি করে ৷
আরও পড়ুন: এইজিনিসগুলি খাওয়ার পর সঙ্গে সঙ্গে ভুলেও ডিম খাবেন না