পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / health

হঠাৎ করে মদ্যপান করা ছেড়ে দিলেও বিপদ! হতে পারে একাধিক স্বাস্থ্য সমস্যা - SIDE EFFECTS OF Quit ALCOHOL

Alcohol Withdrawal Syndrome: আজকাল অনেকেই মদ্যপান করেন । তবে অনেকেই অ্যালকোহল সেবনের ফলে সৃষ্টি স্বাস্থ্য সমস্যার কারণে মদ্যপান বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন । কিন্তু আপনি কি জানেন, হঠাৎ মদ্যপান বন্ধ করার ফলে কী কী সমস্যা হয় ? জেনে নিন...

ALCOHOL EFFECTS NEWS
হঠাৎ করে অ্যালকোহল ছেড়ে দিলে শরীরে সমস্যা হতে পারে (প্রতীকী চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 5:25 PM IST

Updated : May 27, 2024, 10:13 PM IST

হায়দরাবাদ: অ্যালকোহল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত পানীয়গুলির মধ্যে অন্যতম । অতিরিক্ত মদ্যপান সব সময়েই শরীরের জন্য খারাপ ৷ আর একবার যদি সেই অভ্যাস নেশায় পরিণত হয়, তাহলে পরিণাম হতে পারে ভয়ঙ্কর ! অনেক সময় পরিমিত মদ্যপানের অভ্যাস থাকলেও স্বাস্থ্য সমস্যা এড়াতে তা একেবারে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন অনেকে ৷ তবে বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে অ্যালকোহল ছেড়ে দিলেও শরীরের উপর বিরূপ প্রভাব পড়ে ৷

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে অত্যাধিক মদ্যপান করলে মস্তিষ্ক, হার্ট ও লিভারের মতো বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে । ড্রাগ নেওয়ার পরে, এটি পেটের মধ্য দিয়ে ক্ষুদ্রান্ত্রে যায় । সেখানে এটি ভেঙে অ্যালডিহাইড নামের রাসায়নিকের রূপ নেয় । সেখান থেকে অন্ত্রে রক্তের মাধ্যমে লিভারের মতো শরীরের অন্যান্য অংশে পৌঁছয় । আমরা যে খাবার খাই, লিভার তা থেকে পুষ্টি উপাদান আলাদা করে রক্তে মেশায়, যা পরে শরীরের অন্যান্য অংশে রক্ত ​​সরবরাহ করে । কিন্তু অ্যালডিহাইড রাসায়নিক খুবই বিপজ্জনক ! এগুলি রক্তের মাধ্যমে লিভারে পৌঁছে লিভারের ক্ষতি করে ৷

আরও পড়ুন: এইজিনিসগুলি খাওয়ার পর সঙ্গে সঙ্গে ভুলেও ডিম খাবেন না

মদ্যপান করার ফলে অনেক মানসিক ও শারীরিক সমস্যা তৈরি হয় । হঠাৎ করে কিছু মানুষের মধ্যে গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে । একে 'অ্যালকোহল উইথড্রাল সিনড্রোম' বলা হয় । কিছু মানুষ হঠাৎ করে মদ্যপান করা ছেড়ে দেওয়ার ফলে স্নায়োবিক উত্তেজনা, ক্লান্তি ও মাথাব্যথার মতো উপসর্গগুলি অনুভব করে থাকেন । 2018 সালে 'অ্যাডিকশন' জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, অনেক মানুষ যারা মদ্যপান করা হঠাৎ বন্ধ করে দিয়েছেন, তাদের মাথাব্যথার সমস্যা দেখা দিয়েছে ।

যারা বহুদিন ধরে মদ্যপান করেন, তারা অনেকসময় অ্যালকোহল ইনডিউসড হ্যালুসিনেশনে বা মদ্যপানের অভ্যাসজনিত আকর্ষণের ফলে তৈরি হওয়া ভ্রমে ভোগেন ৷ তবে হঠাৎ করে অ্যালকোহল ছাড়তে চাইলে তার আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো ৷

আরও পড়ুন: রাতে বিছানায় শুয়ে ফোন ব্যবহার করছেন ? অপেক্ষা করছে বড় বিপদ

Last Updated : May 27, 2024, 10:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details