হায়দরাবাদ, 28 জুলাই: টেকনিশিয়ান স্টুডিয়োতে এখন বন্ধ লাইট ক্যামেরা অ্যাকশন ৷ রিলে নয় বরং রিয়েলে অ্যাকশন চলছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে ফেডারেশনের ৷ ইতিমধ্যেই ডিরেক্টর্স গিল্ড প্রতিবাদে সরব হয়েছে ৷ এবার পরিচালকের পাশে দাঁড়াল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম ৷ রবিবার এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক, কার্যকরী সভাপতি জিৎ ও সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের তরফে সমস্যার দ্রুত সমাধান যাতে হয়, সেই বিষয় উল্লেখ করা হয়েছে ৷
এদিন প্রেস বিবৃতিতে বলা হয়েছে, "আপনারা সকলেই অবগত আছেন যে সম্প্রতি শুটিং সংক্রান্ত কিছু অনভিপ্রেত সমস্যার সৃষ্টি হয়েছে এবং তার ফলস্বরূপ আমাদের কাজ ব্যাহত হওয়ার আশু সম্ভাবনা রয়েছে। আজকের পরিস্থিতিতে আমরা কোনওভাবেই শুটিং ব্যাহত হোক চাই না। আমরা সকল সংশ্লিষ্ট সংস্থা বা ব্যক্তির কাছে আবেদন রাখছি, অবিলম্বে আলোচনার মাধ্যমে আপনাদের সমস্ত মতানৈক্যের অবসান ঘটান এবং কর্মক্ষেত্রে সুস্থতা ফিরিয়ে আনুন ৷