হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: বিয়ে হওয়ার পরও ভক্তদের চর্চা চলে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে ৷ এই সেলেব দম্পতির একে-অপরের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ সম্প্রতি ক্যাটরিনাকে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে ৷ খবরটা সেটা নয় ৷ বিষয়টা হল, অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর অভিনেতা-স্বামী ভিকি কৌশলও । স্যাম বাহাদুর অভিনেতা স্ত্রীর প্রতি এত যত্ন নেন যে, তা জেথে মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের ৷ অনেকেই সেই কমেন্ট বক্সে বেস্ট হাসব্যান্ড, হাসব্যান্ড গোলসের মতো শব্দ ট্যাগ করেছেন ৷
ভিকি সম্প্রতি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে ছাড়তে এসেছিলেন তাঁর আদরের স্ত্রী ক্যাটরিনা কাইফকে ৷ সেই ছবি ও ভিডিয়ো ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তা প্রভাব ফেলে তাঁদের অনুরাগীদের উপর ৷ অনলাইনে প্রচারিত একটি ভিডিয়োতে অভিনেত্রীকে তাঁর বিলাসবহুল গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে । গাড়ির দরজা বন্ধ করার আগে তাঁকে ভিতরে তাঁর হাবির সঙ্গে কথা বলতে দেখা যায় । তারপর ভিকিকে বিদায় জানান ক্যাটসুন্দরী ।
টাইগার 3 অভিনেত্রীকে শীতের পোশাকে মোহময়ী দেখাচ্ছিল ৷ তিনি বেইজ ট্রাউজার্স এবং একটি বেসিক সাদা হাই-নেক জাম্পার পরে এসেছিলেন । সঙ্গে একটি ট্রেঞ্চ কোট পরেছিলেন তিনি ৷ এছাড়াও কালো সানগ্লাস ও পনিটেইল তাঁর লুককে আরও ভাইব্র্যান্ট করে তুলেছিল ৷ বিমানবন্দরে প্রবেশের আগে তিনি পাপারাৎজিদের আবদার মেনে পোজও দেন ।