বংশীহারি, 22 ডিসেম্বর: বেসরকারি বাস থেকে উদ্ধার 103টি কচ্ছপ ৷ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বন দফতর ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুশমণ্ডি বনদফতর এবং বংশীহারি থানার যৌথ উদ্যোগে ওই কচ্ছপগুলি উদ্ধার হয়েছে । উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ থেকে কচ্ছপগুলো নিয়ে আসছিল একজন পুরুষ সহ-দুই মহিলা পাচারকারী । ওই পাচারকারীরা ডালখোলা থেকে গঙ্গারামপুরের দিকে যাওয়ার সময় জোরদিঘি এলাকায় যৌথ অভিযান চালায় কুসমুণ্ডি বনদফতর এবং বংশীহারি থানার পুলিশ । রবিবার তিনজন পাচারকারীকে ধরে কুশমণ্ডি বনদফতর ৷ তাদের পাঠানো হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে ।
বনদফতর সূত্রে খবর, শিলিগুড়ি থেকে বালুরঘাটগামী একটি বাস থেকে কচ্ছপগুলি উদ্ধার হয় । উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ থেকে একজন পুরুষ-সহ দুজন মহিলা ডালখোলা থেকে গঙ্গারামপুরের উদ্দেশে আসছিল । বংশীহারি থানার জোরদিঘি এলাকায় বাসের ভেতরে থাকা লোকজন বুঝতে পেরে কচ্ছপ পাচারকারী-সহ চারটি ব্যাগ নামিয়ে দেয় ।
সেই সঙ্গে খবর দেয় এলাকার লোকজন ও বংশীহারি থানার পুলিশকে । প্রথমে পুলিশ কচ্ছপ-সহ পাচারকারী তিনজনকে নিয়ে যায় বংশীহারি থানায় । এরপরেই তাদের কাছ থেকে বাজেয়াপ্ত মোট চারটি ব্যাগ থেকে 103টি কচ্ছপ উদ্ধার করে কুশমণ্ডি বনদফতর-সহ বংশীহারি থানার পুলিশ । পরবর্তীতে বংশীহারি থানা থেকে কচ্ছপ-সহ পাচারকারীদের পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া হয় বনদফতরের হাতে ৷
এই বিষয়ে রায়গঞ্জ বনদফতরের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা বলেন, "কুশমণ্ডি বনদফতর এবং বংশীহারি থানার যৌথ উদ্যোগে জোরদিঘি এলাকায় 103টি কচ্ছপ উদ্ধার হয় । এই কচ্ছপগুলো উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ থেকে গঙ্গারামপুরে পাচারের উদ্দেশে নিয়ে আসছিল একজন পুরুষ-সহ দুজন মহিলা । কুশমণ্ডি বনদফতরের পক্ষ থেকে কচ্ছপ পাচারকারীদের রবিবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ।"