হায়দরাবাদ, 27 অগস্ট: নবান্নে ছাত্রদের অভিযানে কোথায় ছিলেন ছাত্ররা? সোশাল মিডিয়ায় এমনই প্রশ্ন তুললেন তারকারা ৷ অভিনেতা ঋদ্ধি সেন থেকে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর মতো অনেক তারকাই এই মিছিলে ছাত্রদের 'অনুপস্থিতি' নিয়ে প্রশ্ন তুললেন ৷
আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানকে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ৷ পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকা এই মিছিলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের ৷ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চলে লাঠি, ছোঁড়া হয় কাঁদানে গ্যাস ৷ সেই প্রতিবাদ মিছিলে এই বয়স্ক লোকের ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী সুদীপ্তা ৷ ক্যাপশনে লেখেন, "চুড়ি পরেই সবাই আজ রাস্তায়। চুড়ি নিয়ে ঠাট্টা বন্ধ করুন। চুড়িকে ভয় পান।"
'অশান্তি বাধানোর চক্রান্ত...' নবান্ন অভিযান নিয়ে তোপ ঋত্বিকের
অভিনেত্রীর এই পোস্ট দেখে স্পষ্ট, আরজি কর কাণ্ডে যেভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মেয়েরা পথে নেমেছেন সেই জায়গায় এই আন্দোলনে রাজনীতির রঙ ছাড়া আর কিছুই নেই যেন ৷ ভিডিয়োতে বয়স্ক ভদ্রলোক বলছেন, "চুড়ি পড়ে বসে থাকুক এরা" ৷ অথচ চুড়ি মেয়েদের অন্যতম অলঙ্কার ৷ আর তারই প্রতিবাদ প্রচ্ছন্ন স্বরে করেছেন সুদীপ্তা ৷
অভিনেতা ঋদ্ধি সেন লেখেন, "ওরে মোর শিশু ভোলানাথ, তুলি দুই হাত,যেখানে করিস পদপাত, বিষম তাণ্ডবে তোর লণ্ডভণ্ড হয়ে যায় সব- ইতিহাস এবং সাহিত্যে এমবিও করা এক কবির লেখা , হঠাৎ মনে পড়ে গেল ৷" ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে অভিনেতাও কটাক্ষ করলেন সোশাল মিডিয়ায় ৷
ধারাবাহিকের পরিচিত মুখ অনিন্দিতা রায়চৌধুরী মিছিলে এত ছাত্র দেখে অবাক ৷ তিনি সামাজিক মাধ্যমে লেখেন, "আমাদের রাজ্যে এতো ছাত্র সেটা যেমন আমাদের অবাক করছে....তেমনি আজকে বা যুবভারতীতে যে পরিমাণ পুলিশ দেখা গেল তাঁরা 14 তারিখ রাতে কোথায় ছিলেন সেটাও আমাদের অবাক করছে! বিঃদ্রঃ তিলোত্তমা এখনও বিচার পায়নি!! অপরাধের আর অপরাধীর শিকড় এখনও উপরে ফেলা হয়নি!"
অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় আবার মজার ছলে লিখেছেন, "এই জন্যে স্টুডেন্ট আইডেন্টিটি কার্ডটা ইম্পর্টান্ট । ওটা হারাতে নেই । পরীক্ষার হলে ঢুকতে কাজে লাগে ।" অভিনেতা মৌসুমী ভট্টাচার্য লিখেছেন, ছাত্রসমাজের ডাকা আন্দোলনে তিনি ছাত্রদের খুঁজে পাননি ৷