হায়দরাবাদ, 12 জানুয়ারি: 25 বছরের অপেক্ষার অবসান ৷ ফের অক্ষয় কুমারের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাব্বুকে ৷ আসন্ন ছবি 'ভূত বাংলা'তে তিনি স্ক্রিন শেয়ার করতে চলছেন 'খিলাড়ি' কুমারের সঙ্গে ৷ অক্ষয়ের সঙ্গে তাব্বুকে এর আগে শেষবার দেখা গিয়েছিল 'হেরা ফেরি' ছবিতে ৷
অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত হরর কমেডি ছবি 'ভূত বাংলা' ৷ বহুদিন ধরে গুঞ্জন চলছিল, এই ছবিতে অভিনয় করতে চলেছেন তাব্বু ৷ সেই জল্পনার অবসান ঘটল সম্প্রতি 'ক্রিউ'র নায়িকার পোস্ট থেকে ৷ ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে । শোনা যাচ্ছে, জয়পুরে ছবির কলাকুশলীদের সঙ্গে শুটিংয়ে যোগও দিয়েছেন তাব্বু ৷
তাব্বু ফিল্মের সেট থেকে তাঁর প্রথম দিনের শুটিংয়ের ঝলক শেয়ার করেছেন, যা দেখে আনন্দ বাঁধ মানছে না অনুরাগীদের ৷ কারণ অক্ষয় এবং তাব্বুকে 25 বছর পর ফের বড় পর্দায় এবং একইসঙ্গে কমেডি ছবিতে দেখা যাবে । এই ছবির মাধ্যমে 25 বছর পর তাব্বু প্রিয়দর্শনের পরিচালনায়ও কাজ করতে চলেছেন । প্রিয়দর্শন 'ভূত বাংলা' ছবিটি পরিচালনা করছেন ৷ শেষ 'হেরা ফেরি' ছবিতেই অক্ষয়, তাব্বু ও পরিচালক প্রিয়দর্শন ত্রয়ী একসঙ্গে কাজ করেন ৷
সেট থেকে ছবি শেয়ার
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে তাব্বু 'ভূত বাংলা' ছবিতে অভিনয়ের কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ৷ সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, "হাম ইয়াহা বান্ধ হ্যায়" (আমরা এখানে বন্ধ হয়ে গিয়েছি)" ৷ পোস্টে সহ-অভিনেতা অক্ষয় এবং পরিচালক প্রিয়দর্শনকে ট্যাগ করতে ভোলেলনি তিনি । 'ভুল ভুলাইয়া 2'-এরপর ফের হরর কমেডি ছবি 'ভূত বাংলা'তে দেখা যেতে চলেছে তাব্বুকে ৷ বলিউড সূত্রে খবর, দুটি ছবির লোকেশন নাকি এক ৷ কারণ ভূত বাংলা ছবির যে জায়গায় শুটিং হচ্ছে, সেখানেই 'ভুল ভুলাইয়া 2'র শুটিং হয়েছিল ৷