কলকাতা, 9 জানুয়ারি:পার্টি থেকে ফেরার পথে নিখোঁজ দিতি ৷ মেয়েকে খুঁজতে আকাশ-পাতাল এক করে ফেলছেপুলিশ অফিসার বৃন্দা বসু ৷ রমিত সেন কি আসল কালপ্রিট ? বৃন্দা কি খুঁজে পাবে তার মেয়েকে ? সবপ্রশ্নের উত্তর মিলবে 'নিখোঁজ 2' সিজনে ৷ 10 জানুয়ারি হইচইতে আসছে জনপ্রিয় এই সিরিজ।
2022 সালে আসে 'নিখোঁজ' সিরিজ ৷ রহস্যের জালে আটকে যায় দর্শকও ৷ খুঁজতে থাকে উত্তর ৷ অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে ৷ ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে পরিচালক অয়ন চক্রবর্তী জানিয়েছেন দিতির হারিয়ে নিখোঁজ হওয়ার নেপথ্যে কে বা কারা রয়েছে তার উত্তর মিলবে এই সিজনেই। দর্শককে আর অপেক্ষা করতে হবে না। টানটান উত্তেজনায় নিষ্পত্তি ঘটবে সব প্রশ্নের।
সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় প্রসঙ্গে পরিচালক বলেন, "স্বস্তিকা এখানে দুটো রোল প্লে করেছে। দুটোতেই অনবদ্য। স্বস্তিকা যে কোনও রোলেই অনবদ্য। তবে, এখানে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার। অন্যদিকে একজন মা। যখন ডিউটিতে আছে তখন সে এক রকম, আবার যখন ডিউটি থেকে ফিরে বাড়ি যাচ্ছে তখন সে মা। চরিত্রটাতে কোথাও গিয়ে স্বস্তিকা নিজেকে মিলিয়ে ফেলেছেন। কারণ সিরিজে তাঁর মেয়ের বয়সি বাস্তবেও তার একটি মেয়ে আছে। ফলে বৃন্দা বোসের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছিলেন স্বস্তিকা।আর সেটা খুব স্পষ্টভাবে ধরা পড়ছিল ওঁর অভিনয়ে। এমনকী শটের সময়ে দিতিকে নিজের মেয়ের ডাক নামে ডেকে ফেলেন স্বস্তিকা। আর সেটা চেঞ্জ-ও করা হয়নি।"