পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আচমকাই মেয়ের নাম ধরে চিৎকার করে ওঠেন স্বস্তিকা ! কী হয়েছিল শুটিং সেটে ? - SWASTIKA MUKHERJEE ON NIKHOJ 2

10 জানুয়ারি হইচইতে আসছে জনপ্রিয় সিরিজ 'নিখোঁজ 2' । বৃন্দা বসু কি খুঁজে পাবে তার মেয়েকে ? আড্ডায় উত্তর দিলেন পরিচালক অয়ন- অভিনেত্রী স্বস্তিকা ৷

Swastika Mukherjee- Ayan Chakraborty
অভিনেত্রী স্বস্তিকা-পরিচালক অয়ন (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : 17 hours ago

কলকাতা, 9 জানুয়ারি:পার্টি থেকে ফেরার পথে নিখোঁজ দিতি ৷ মেয়েকে খুঁজতে আকাশ-পাতাল এক করে ফেলছেপুলিশ অফিসার বৃন্দা বসু ৷ রমিত সেন কি আসল কালপ্রিট ? বৃন্দা কি খুঁজে পাবে তার মেয়েকে ? সবপ্রশ্নের উত্তর মিলবে 'নিখোঁজ 2' সিজনে ৷ 10 জানুয়ারি হইচইতে আসছে জনপ্রিয় এই সিরিজ।

2022 সালে আসে 'নিখোঁজ' সিরিজ ৷ রহস্যের জালে আটকে যায় দর্শকও ৷ খুঁজতে থাকে উত্তর ৷ অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে ৷ ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে পরিচালক অয়ন চক্রবর্তী জানিয়েছেন দিতির হারিয়ে নিখোঁজ হওয়ার নেপথ্যে কে বা কারা রয়েছে তার উত্তর মিলবে এই সিজনেই। দর্শককে আর অপেক্ষা করতে হবে না। টানটান উত্তেজনায় নিষ্পত্তি ঘটবে সব প্রশ্নের।

সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় প্রসঙ্গে পরিচালক বলেন, "স্বস্তিকা এখানে দুটো রোল প্লে করেছে। দুটোতেই অনবদ্য। স্বস্তিকা যে কোনও রোলেই অনবদ্য। তবে, এখানে একজন দায়িত্বশীল পুলিশ অফিসার। অন্যদিকে একজন মা। যখন ডিউটিতে আছে তখন সে এক রকম, আবার যখন ডিউটি থেকে ফিরে বাড়ি যাচ্ছে তখন সে মা। চরিত্রটাতে কোথাও গিয়ে স্বস্তিকা নিজেকে মিলিয়ে ফেলেছেন। কারণ সিরিজে তাঁর মেয়ের বয়সি বাস্তবেও তার একটি মেয়ে আছে। ফলে বৃন্দা বোসের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছিলেন স্বস্তিকা।আর সেটা খুব স্পষ্টভাবে ধরা পড়ছিল ওঁর অভিনয়ে। এমনকী শটের সময়ে দিতিকে নিজের মেয়ের ডাক নামে ডেকে ফেলেন স্বস্তিকা। আর সেটা চেঞ্জ-ও করা হয়নি।"

স্বস্তিকা বলেন, "আমার মুখ থেকে আসলে এমনিই বেরিয়ে এসেছিল আমার মেয়ের ডাক নামটা। তারপর আর সেটা চেঞ্জ করা হয়নি। আমার বোন এর জন্য বেশ রেগে গিয়েছে আমার উপর। কেন ওর নাম বারবার বলে ফেলি। যাই হোক, নিখোঁজ টু প্রথম এপিসোডেই ধামাকা দেখিয়ে দেবে এটা আমি বলতে পারি।" পাশাপাশি স্বস্তিকা জানান, সিরিজ শুটের সময় এমন বেশ কয়েকবার হয়েছে যেখানে পরিচালক সিনটা কাট বলার পরেও তিনি অঝোরে কেঁদে গিয়েছেন ৷ চরিত্রটা এতটাই স্ট্রং সেখান থেকে বেরিয়ে আসতে তাঁর সময় লাগছিল বলে জানান অভিনেত্রী ৷

মেয়ের ডাক নাম সিনেমায় ব্যবহার করে ফেলেছেন মেয়ে কি জানে ? প্রশ্ন শুনে স্বস্তিকা বলেন, "আমার মেয়ে একদমই জানে না ৷ তাহলে বকা খাব ৷ টেক্কাতে আমি মানি নাম ব্যবহার করেছি ৷ যেহেতু মেয়ের নামে ট্যাটু আছে তাই সিনেমায় সেটা ব্যবহার করেছি ৷ সেটাও মেয়ে দেখেনি ৷ সেটা দেখলেও আমি বকা খাব ৷"

10 জানুয়ারি 'নিখোঁজ 2' ওয়েব সিরিজে পাওয়া যাবে সব রহস্যের উত্তর ৷ পুলিশ অফিসার বৃন্দা বসুর জার্নি কি তবে এখানেই শেষ ? পরিচালক জানিয়েছেন, অন্য কোনও রহস্যের সমাধানে ফের আসতে পারেন বৃন্দা বসু ৷

ABOUT THE AUTHOR

...view details