ETV Bharat / technology

স্মার্টফোনে 10 শতাংশ পর্যন্ত ছাড়, আজই বুকিং করুন! - OPPO RENO 13 SERIES

Oppo Reno 13 এবং 13 Pro মডেলগুলিতে দুর্দান্ত ক্যামেরা ফিচার এবং MediaTek Dimensity 8350 চিপসেটের রয়েছে । জানুন দাম ও বৈশিষ্ট্য ৷

OPPO RENO 13
Oppo Reno 13 সিরিজ ভারতে লঞ্চ করেছে (ছবি Oppo India)
author img

By ETV Bharat Tech Team

Published : 4 hours ago

হায়দরাবাদ: ভারত-সহ বিশ্ব বাজারে লঞ্চ করেছে Oppo Reno 13 5G সিরিজ ৷ গত বছর নভেম্বরে চিনের বাজারে Oppo Reno 13 সিরিজ লঞ্চ করেছিল । এই সিরিজের স্মার্টফোনগুলিতে MediaTek Dimensity 8350 চিপসেট রয়েছে ৷ এতে রয়েছে 50 মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা । Oppo Reno 13 Pro Sony IMX890 প্রাইমারি ক্যামেরা ও ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে । প্রো মডেলে 80 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে ।

6 হাজার টাকাতে প্রিমিয়াম ফিচারের স্মার্টফোন

এই সিরিজের স্মার্টফোনগুলি Android 15-এর ColorOS 15 অপারেটিং সিস্টেমে চলে ৷ বেস মডেলে রয়েছে 4nm MediaTek Dimensity 8350 চিপসেট ৷ দু’টি মডেলেই 5G থেকে শুরু করে Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং USB Type-C এর কানেক্টিভিটি অপশন দেওয়া হয়েছে । সিরিজের ফোনগুলি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে ।

Oppo Reno 13 সিরিজের ডিজাইন
Oppo Reno 13-প্রো মডেলটিতে 1272x2800 পিক্সেল রেজোলিউশন-সহ 6.8-ইঞ্চি 1.5k ডিসপ্লে রয়েছে । ফোনটিতে120 Hz রিফ্রেশ রেট এবং 1200 nits উজ্জ্বলতা রয়েছে । বেসিক মডেলে 1256x2760 পিক্সেল রেজোলিউশন-সহ 6.59-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে । Reno 13 প্রো মডেলে 1200 নিট উজ্জ্বলতা রয়েছে । এই ফোনগুলি গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার এই দুই বিকল্প রঙে পাওয়া যাচ্ছে ৷

Oppo Reno 13 সিরিজের দাম
Oppo, Oppo Reno 13 মডেলের 8GB ব়্যাম +128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা । 8GB ব়্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,999 টাকা । এছাড়াও, Oppo Reno 13 Pro মডেলে 12GB ব়্যাম +256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 49,999 টাকা থেকে শুরু হচ্ছে । 12GB ব়্যাম +512GB স্টোরেজ ভ্যেরিয়েন্টের দাম 54,999 টাকা থেকে শুরু ৷ Flipkart এবং Oppo-এর অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি শুরু হবে 11 জানুয়ারি থেকে ৷ আগে থেকে বুক করলে 10 শতাংশ ছাড় পাবেন গ্রহকরা ৷

সদ্য ভারতে লঞ্চ করা OnePlus 13 সিরিজের দাম কত, কী কী ফিচার আছে

স্টোরেজ
বেস মডেলটি 12GB LPPDR5X RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ-সহ 2টি বিকল্পে পাওয়া যাচ্ছে । Reno 13 8GB ব়্যাম +128GB স্টোরেজ এবং 8GB ব়্যাম+256GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাচ্ছে । এদিকে, Reno 13 Pro 12GB ব়্যাম +256GB স্টোরেজ এবং 12GB ব়্যাম +512GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে ।

ক্যামেরা
Oppo Reno 13 সিরিজের প্রো মডেলে রয়েছে ট্রিপল ক্যামেরা ৷ প্রো মডেলের ক্যামেরা ইউনিটে OIS-সহ 50MP Sony IMX890 1/1.56-ইঞ্চি মেইন ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম-সহ একটি 50MP JN5 টেলিফোটো সেন্সরের সুবিধা রয়েছে ৷ 120x ডিজিটাল জুমের সুবিধা যুক্ত 8MP OV08D সেন্সর রয়েছে ৷ যদিও বেস মডেলটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সুবিধা রয়েছে ৷ এছাড়াও OIS-সহ একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 8MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে ।

ব্যাটারি
Oppo Reno 13 Pro একটি 5,800mAh ব্যাটারি রয়েছে ৷ যা 80W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বেস মডেলটিতে একটি 5,600mAh ব্যাটারি দ্বারা চালিত যা 80W তারযুক্ত চার্জিং সাপোর্ট করে ।

250 টাকারও কম রিচার্জেও মিলছে প্রতিদিন 1 জিবি ডেটা

হায়দরাবাদ: ভারত-সহ বিশ্ব বাজারে লঞ্চ করেছে Oppo Reno 13 5G সিরিজ ৷ গত বছর নভেম্বরে চিনের বাজারে Oppo Reno 13 সিরিজ লঞ্চ করেছিল । এই সিরিজের স্মার্টফোনগুলিতে MediaTek Dimensity 8350 চিপসেট রয়েছে ৷ এতে রয়েছে 50 মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা । Oppo Reno 13 Pro Sony IMX890 প্রাইমারি ক্যামেরা ও ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে । প্রো মডেলে 80 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে ।

6 হাজার টাকাতে প্রিমিয়াম ফিচারের স্মার্টফোন

এই সিরিজের স্মার্টফোনগুলি Android 15-এর ColorOS 15 অপারেটিং সিস্টেমে চলে ৷ বেস মডেলে রয়েছে 4nm MediaTek Dimensity 8350 চিপসেট ৷ দু’টি মডেলেই 5G থেকে শুরু করে Wi-Fi 6, Bluetooth 5.4, GPS এবং USB Type-C এর কানেক্টিভিটি অপশন দেওয়া হয়েছে । সিরিজের ফোনগুলি ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে ।

Oppo Reno 13 সিরিজের ডিজাইন
Oppo Reno 13-প্রো মডেলটিতে 1272x2800 পিক্সেল রেজোলিউশন-সহ 6.8-ইঞ্চি 1.5k ডিসপ্লে রয়েছে । ফোনটিতে120 Hz রিফ্রেশ রেট এবং 1200 nits উজ্জ্বলতা রয়েছে । বেসিক মডেলে 1256x2760 পিক্সেল রেজোলিউশন-সহ 6.59-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে । Reno 13 প্রো মডেলে 1200 নিট উজ্জ্বলতা রয়েছে । এই ফোনগুলি গ্রাফাইট গ্রে এবং মিস্ট ল্যাভেন্ডার এই দুই বিকল্প রঙে পাওয়া যাচ্ছে ৷

Oppo Reno 13 সিরিজের দাম
Oppo, Oppo Reno 13 মডেলের 8GB ব়্যাম +128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 37,999 টাকা । 8GB ব়্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,999 টাকা । এছাড়াও, Oppo Reno 13 Pro মডেলে 12GB ব়্যাম +256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 49,999 টাকা থেকে শুরু হচ্ছে । 12GB ব়্যাম +512GB স্টোরেজ ভ্যেরিয়েন্টের দাম 54,999 টাকা থেকে শুরু ৷ Flipkart এবং Oppo-এর অনলাইন স্টোরের মাধ্যমে বিক্রি শুরু হবে 11 জানুয়ারি থেকে ৷ আগে থেকে বুক করলে 10 শতাংশ ছাড় পাবেন গ্রহকরা ৷

সদ্য ভারতে লঞ্চ করা OnePlus 13 সিরিজের দাম কত, কী কী ফিচার আছে

স্টোরেজ
বেস মডেলটি 12GB LPPDR5X RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ-সহ 2টি বিকল্পে পাওয়া যাচ্ছে । Reno 13 8GB ব়্যাম +128GB স্টোরেজ এবং 8GB ব়্যাম+256GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাচ্ছে । এদিকে, Reno 13 Pro 12GB ব়্যাম +256GB স্টোরেজ এবং 12GB ব়্যাম +512GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে ।

ক্যামেরা
Oppo Reno 13 সিরিজের প্রো মডেলে রয়েছে ট্রিপল ক্যামেরা ৷ প্রো মডেলের ক্যামেরা ইউনিটে OIS-সহ 50MP Sony IMX890 1/1.56-ইঞ্চি মেইন ক্যামেরা, 3.5x অপটিক্যাল জুম-সহ একটি 50MP JN5 টেলিফোটো সেন্সরের সুবিধা রয়েছে ৷ 120x ডিজিটাল জুমের সুবিধা যুক্ত 8MP OV08D সেন্সর রয়েছে ৷ যদিও বেস মডেলটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সুবিধা রয়েছে ৷ এছাড়াও OIS-সহ একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 8MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স রয়েছে ।

ব্যাটারি
Oppo Reno 13 Pro একটি 5,800mAh ব্যাটারি রয়েছে ৷ যা 80W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বেস মডেলটিতে একটি 5,600mAh ব্যাটারি দ্বারা চালিত যা 80W তারযুক্ত চার্জিং সাপোর্ট করে ।

250 টাকারও কম রিচার্জেও মিলছে প্রতিদিন 1 জিবি ডেটা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.