ETV Bharat / entertainment

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানল, স্থগিত অস্কার নমিনেশন অনুষ্ঠান - OSCAR NOMINATIONS POSTPONED

লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের কারণে পিছিয়ে গেল অস্কার নমিনেশনের অনুষ্ঠান ৷ দিন পরিবর্তিত হয়েছে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানেরও ৷

Oscar nominations
বিধ্বংসী দাবানল, স্থগিত অস্কার নমিনেশন অনুষ্ঠান (এপি)
author img

By PTI

Published : 11 hours ago

লস অ্যাঞ্জেলস, 9 জানুয়ারি: লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের কারণে স্থগিত হয়ে গেল অস্কার নমিনেশনের অনুষ্ঠান ৷ 97তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের নমিনেশন ঘোষণা করার কথা ছিল 17 জানুয়ারি ৷ তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা দু'দিন পিছিয়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিনও 12 তারিখের পরিবর্তে পিছিয়ে 26 তারিখ করা হয়েছে ৷

দক্ষিণ ক্যালোফোর্নিয়ার বিস্তৃর্ণ জায়গায় লেলিহান শিখার গ্রাসে ৷ ঘর ছেড়ে পালিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ পুড়ে ছাই হয়ে গিয়েছে তারকাদের বাড়ি-ঘরও ৷ এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের নমিনেশন অনুষ্ঠান 17 তারিখের পরিবর্তে অনুষ্ঠান হবে 19 তারিখে ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই অ্যাকাডেমির তরফে বুধবার বিকেলে সিইও বিল ক্র্যামারের কাছ থেকে সদস্যদের কাছে তারিখ পরিবর্তনের বিষয়ে একটি মেল পাঠানো হয়েছে।

মেলে বলা হয়েছে, "দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই ৷ আমাদের ইন্ডাস্ট্রির অনেক পরিবার ও সদস্যরা লস অ্যাঞ্জেলস এলাকায় বসবাস করতেন, কাজ করতেন ৷ আজ তাঁরা সব হারিয়েছে ৷ তাঁদের পাশে আমরা রয়েছি ৷"

অন্যদিকে, অস্কার নমিনেশনের ভোটের তারিখও বাড়ানো হয়েছে দুদিন ৷ জানা গিয়েছে, এই মুহূর্তে যে ছবি গুলি প্রতিযোগিতায় রয়েছে তা পরবর্তী ধাপে ভোটপর্ব পেরিয়ে এগোবে ৷ সেই ভোট 14 তারিখ পর্যন্ত করা যাবে ৷ প্রায় 10 হাজার অ্যাকাডেমি সদস্য এই ভোটিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ 8 তারিখ এই ভোট পর্ব শুরু হয়েছে ৷ তা শেষ হওয়ার কথা ছিল 12 তারিখ ৷ কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা 14 তারিখ পর্যন্ত হবে ৷ 2 মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে এবারের অস্কারের আসর ৷ অনুষ্ঠান সঞ্চালনা করবেন কনান ও'ব্রিয়েন ৷

সূত্রের খবর, হলিউড হিলসে বুধবার রাতেই আগুন ছড়িয়ে পড়ে ৷ আগুনের গ্রাস থেকে আইকনিক এই জায়গা বাঁচাতে প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয় ৷ দাবানলের কারণে এই মুহূর্তে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ প্রায় এক লাখ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী হলিউড তারকা যেমন বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, প্যারিস হিলটন এবং ক্যারি এলওয়েস-এর সাধের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷

লস অ্যাঞ্জেলস, 9 জানুয়ারি: লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের কারণে স্থগিত হয়ে গেল অস্কার নমিনেশনের অনুষ্ঠান ৷ 97তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের নমিনেশন ঘোষণা করার কথা ছিল 17 জানুয়ারি ৷ তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা দু'দিন পিছিয়ে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিনও 12 তারিখের পরিবর্তে পিছিয়ে 26 তারিখ করা হয়েছে ৷

দক্ষিণ ক্যালোফোর্নিয়ার বিস্তৃর্ণ জায়গায় লেলিহান শিখার গ্রাসে ৷ ঘর ছেড়ে পালিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ পুড়ে ছাই হয়ে গিয়েছে তারকাদের বাড়ি-ঘরও ৷ এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের নমিনেশন অনুষ্ঠান 17 তারিখের পরিবর্তে অনুষ্ঠান হবে 19 তারিখে ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই অ্যাকাডেমির তরফে বুধবার বিকেলে সিইও বিল ক্র্যামারের কাছ থেকে সদস্যদের কাছে তারিখ পরিবর্তনের বিষয়ে একটি মেল পাঠানো হয়েছে।

মেলে বলা হয়েছে, "দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই ৷ আমাদের ইন্ডাস্ট্রির অনেক পরিবার ও সদস্যরা লস অ্যাঞ্জেলস এলাকায় বসবাস করতেন, কাজ করতেন ৷ আজ তাঁরা সব হারিয়েছে ৷ তাঁদের পাশে আমরা রয়েছি ৷"

অন্যদিকে, অস্কার নমিনেশনের ভোটের তারিখও বাড়ানো হয়েছে দুদিন ৷ জানা গিয়েছে, এই মুহূর্তে যে ছবি গুলি প্রতিযোগিতায় রয়েছে তা পরবর্তী ধাপে ভোটপর্ব পেরিয়ে এগোবে ৷ সেই ভোট 14 তারিখ পর্যন্ত করা যাবে ৷ প্রায় 10 হাজার অ্যাকাডেমি সদস্য এই ভোটিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৷ 8 তারিখ এই ভোট পর্ব শুরু হয়েছে ৷ তা শেষ হওয়ার কথা ছিল 12 তারিখ ৷ কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা 14 তারিখ পর্যন্ত হবে ৷ 2 মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে এবারের অস্কারের আসর ৷ অনুষ্ঠান সঞ্চালনা করবেন কনান ও'ব্রিয়েন ৷

সূত্রের খবর, হলিউড হিলসে বুধবার রাতেই আগুন ছড়িয়ে পড়ে ৷ আগুনের গ্রাস থেকে আইকনিক এই জায়গা বাঁচাতে প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয় ৷ দাবানলের কারণে এই মুহূর্তে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ প্রায় এক লাখ বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী হলিউড তারকা যেমন বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, প্যারিস হিলটন এবং ক্যারি এলওয়েস-এর সাধের বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.