ETV Bharat / sports

নেই একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ! ডার্বির আগে চাপে বাগান ? - ISL KOLKATA DERBY

খাতায়-কলমে এবং পারফরম্যান্স গ্রাফে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে, তারাই ফেভারিট । তবে ইতিহাস বলছে ডার্বির মেজাজ, চাপ আলাদা । তাই সতর্কতা মোহনবাগান জুড়ে ।

Mohun Bagan Super Giant
ডার্বির আগে চাপে বাগান ? (মোহনবাগান মিডিয়া)
author img

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

কলকাতা, 10 জানুয়ারি: গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোসকে বাইরে রেখে ডার্বির একাদশ সাজাচ্ছেন হোসে মোলিনা । বন্ধ দরজার আড়ালে প্রস্তুতিতে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস জুটির ওপরই ডার্বির গোলের দায়িত্ব দিতে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ । বুধবার অনুশীলনে চোট পেয়ে অনিশ্চয়তার তালিকায় চলে গিয়েছিলেন অনিরুদ্ধ থাপা । তখনই তাঁকে ডার্বিতে না পাওয়ার শঙ্কা ছিল । বৃহস্পতিবার অনুশীলনে অনিরুদ্ধ থাপা নেই ।

গুয়াহাটিতে সবুজ-মেরুন মিডফিল্ডারকে বাইরে রেখেই একাদশ সাজাচ্ছেন মোলিনা । রক্ষণে আলবার্তো রড্রিগেজ এবং টম অলড্রেট থাকছেন । দুই সাইডব্যাক শুভাশিস বসু এবং আশিস রাই । মাঝমাঠে আপুইয়ার সঙ্গে সাহাল আব্দুল সামাদ । দুই উইং ধরে মনবীর সিং এবং লিস্টন কোলাসো দৌড়বেন । আক্রমণে কামিংস​ এবং জেমি ম্যাকলারেন ।

চোট সারিয়ে মাঠে ফিরেছেন গ্রেগ স্টুয়ার্ট । অনুশীলনে যথেষ্ট সাবলীল । তবে স্কটিশ মিডফিল্ডারকে আরও একটু দেখে শুনে ব্যবহার করতে চান মোলিনা । তাই অনুশীলনে পরিবর্তদের দলে তিনি । চোটের কারণে ছিটকে গিয়ে একাদশের বাইরে দিমিত্রি পেত্রাতোস । গোলের মধ্যে না-থাকলেও স্টুয়ার্টের অনুপস্থিতিতে প্লে-মেকারের দায়িত্ব সামলেছিলেন সফলভাবে । কিন্তু তাঁর বদলে সুযোগ পেয়ে কামিংসও যথেষ্ট সফল । তাই ডার্বিতে মাঠে নামার সুযোগ পেলে পেত্রাতোসকে প্রমাণ করতে হবে ।

একাধিক যোগ্য বিকল্প নিয়ে মোলিনার ডাগ আউট সাজানো । খাতায় কলমে এবং পারফরম্যান্স গ্রাফে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে, তারাই ফেভারিট । তবে ইতিহাস বলছে ডার্বির মেজাজ, চাপ আলাদা । তাই সতর্কতা মোহনবাগান জুড়ে । শুক্রবার সকালে অনুশীলন করে বিকেলে গুয়াহাটির বিমান ধরবে সবজ-মেরুন । বিকেলের বিমানে গুয়াহাটির পথে ইস্টবেঙ্গলও । হয়তো একই বিমানে দু’দল । সৌজন্য আড্ডায় দু’দল মাতবে । তবে স্নায়ুর লড়াইটা হয়তো তখন থেকেই শুরু হয়ে যাবে ।

মোলিনা প্রতিটি সাংবাদিক সম্মেলনেই বলেন, প্রতিটি ম্যাচের গুরুত্ব তাঁর কাছে সমান । যেকোনও মূল্যে তিন পয়েন্টই পাখির চোখ । ডার্বিতেও একই দর্শন নিয়ে খেলতে নামার কথাই বলবেন । বাড়তি হিসেবে আইএসএল ডার্বিতে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখার কথাও ফুট-নোট হিসেবে জুড়ে দেবেন । মোলিনার দলে সবচেয়ে বড় শক্তি আক্রমণ-মাঝমাঠ-রক্ষণ, প্রতিটি বিভাগের ফুটবলারই গোলের মধ্যে রয়েছেন । ম্যাকলারেনের সঙ্গে গোল করার প্রতিযোগিতায় পাল্লা দিচ্ছেন আলবার্তো । এই প্রতিযোগিতার কথা উস্কে দিয়ে গুয়াহাটিতে শনিবার ফের জয়ের অভ্যাস বজায় রাখার লক্ষ্যে মোলিনা এবং তাঁর সুপার জায়ান্টরা ।

আরও পড়ুন

কলকাতা, 10 জানুয়ারি: গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতোসকে বাইরে রেখে ডার্বির একাদশ সাজাচ্ছেন হোসে মোলিনা । বন্ধ দরজার আড়ালে প্রস্তুতিতে জেমি ম্যাকলারেন, জেসন কামিংস জুটির ওপরই ডার্বির গোলের দায়িত্ব দিতে চলেছেন মোহনবাগান সুপার জায়ান্ট কোচ । বুধবার অনুশীলনে চোট পেয়ে অনিশ্চয়তার তালিকায় চলে গিয়েছিলেন অনিরুদ্ধ থাপা । তখনই তাঁকে ডার্বিতে না পাওয়ার শঙ্কা ছিল । বৃহস্পতিবার অনুশীলনে অনিরুদ্ধ থাপা নেই ।

গুয়াহাটিতে সবুজ-মেরুন মিডফিল্ডারকে বাইরে রেখেই একাদশ সাজাচ্ছেন মোলিনা । রক্ষণে আলবার্তো রড্রিগেজ এবং টম অলড্রেট থাকছেন । দুই সাইডব্যাক শুভাশিস বসু এবং আশিস রাই । মাঝমাঠে আপুইয়ার সঙ্গে সাহাল আব্দুল সামাদ । দুই উইং ধরে মনবীর সিং এবং লিস্টন কোলাসো দৌড়বেন । আক্রমণে কামিংস​ এবং জেমি ম্যাকলারেন ।

চোট সারিয়ে মাঠে ফিরেছেন গ্রেগ স্টুয়ার্ট । অনুশীলনে যথেষ্ট সাবলীল । তবে স্কটিশ মিডফিল্ডারকে আরও একটু দেখে শুনে ব্যবহার করতে চান মোলিনা । তাই অনুশীলনে পরিবর্তদের দলে তিনি । চোটের কারণে ছিটকে গিয়ে একাদশের বাইরে দিমিত্রি পেত্রাতোস । গোলের মধ্যে না-থাকলেও স্টুয়ার্টের অনুপস্থিতিতে প্লে-মেকারের দায়িত্ব সামলেছিলেন সফলভাবে । কিন্তু তাঁর বদলে সুযোগ পেয়ে কামিংসও যথেষ্ট সফল । তাই ডার্বিতে মাঠে নামার সুযোগ পেলে পেত্রাতোসকে প্রমাণ করতে হবে ।

একাধিক যোগ্য বিকল্প নিয়ে মোলিনার ডাগ আউট সাজানো । খাতায় কলমে এবং পারফরম্যান্স গ্রাফে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে, তারাই ফেভারিট । তবে ইতিহাস বলছে ডার্বির মেজাজ, চাপ আলাদা । তাই সতর্কতা মোহনবাগান জুড়ে । শুক্রবার সকালে অনুশীলন করে বিকেলে গুয়াহাটির বিমান ধরবে সবজ-মেরুন । বিকেলের বিমানে গুয়াহাটির পথে ইস্টবেঙ্গলও । হয়তো একই বিমানে দু’দল । সৌজন্য আড্ডায় দু’দল মাতবে । তবে স্নায়ুর লড়াইটা হয়তো তখন থেকেই শুরু হয়ে যাবে ।

মোলিনা প্রতিটি সাংবাদিক সম্মেলনেই বলেন, প্রতিটি ম্যাচের গুরুত্ব তাঁর কাছে সমান । যেকোনও মূল্যে তিন পয়েন্টই পাখির চোখ । ডার্বিতেও একই দর্শন নিয়ে খেলতে নামার কথাই বলবেন । বাড়তি হিসেবে আইএসএল ডার্বিতে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখার কথাও ফুট-নোট হিসেবে জুড়ে দেবেন । মোলিনার দলে সবচেয়ে বড় শক্তি আক্রমণ-মাঝমাঠ-রক্ষণ, প্রতিটি বিভাগের ফুটবলারই গোলের মধ্যে রয়েছেন । ম্যাকলারেনের সঙ্গে গোল করার প্রতিযোগিতায় পাল্লা দিচ্ছেন আলবার্তো । এই প্রতিযোগিতার কথা উস্কে দিয়ে গুয়াহাটিতে শনিবার ফের জয়ের অভ্যাস বজায় রাখার লক্ষ্যে মোলিনা এবং তাঁর সুপার জায়ান্টরা ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.