ETV Bharat / entertainment

'ওগো বিদেশিনী !' বাইরে থেকে এসে ভারতীয়দের মনে জায়গা করে নেন এই তারকারা - FOREIGN ACTRESS IN BOLLYWOOD

ভারতে এই সকল অভিনেত্রীরা পেয়েছেন নাম-যশ-খ্যাতি ৷ কিন্তু তাঁরা কেউই ভারতীয় নন ৷ বিদেশিনী হয়েও ভারতীয়দের মনে জায়গা পাকা করেছেন ৷

Foreign actress
ভারতীয়দের মনে জায়গা করে নেন এই তারকারা (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 10 hours ago

হায়দরাবাদ, 9 জানুয়ারি: ফিল্মি দুনিয়ায় ভাগ্য অন্বেষণে তারকাদের কখনও দেশ ছেড়ে বাইরে যেতে হয় আবার কখনও এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাকাপাকি থাকতে হয় ৷ কিন্তু বিটাউনে এমন অনেক তারকা আছেন যাঁরা ভারতবাসী নন ৷ কিন্তু ভারত তাঁদের কাছে 'সেকেন্ড হোম' ৷ প্রবাসী ভারতীয় দিবসে এক নজরে দেখে নেওয়া যাক, এমন কিছু তারকাদের ইতিকথা ৷

হেলেন

সিলভার স্ক্রিনের কুইন ছিলেন হেলেন ৷ বলিউডের অন্যতম অভিনেত্রী তথা নৃত্যিশিল্পী কাজ করেছেন 1000-এর বেশি ছবিতে ৷ 'পিয়া তু আব তো আজা' থেকে শুরু করে 'ইয়াম্মা ইয়াম্মা' হোক বা 'সুকু সুকু', সৌন্দর্য ও নৃত্যশৈলীর মাধ্যমে দর্শক মনে পাকাপাকি জায়গা করে নেন ৷ তাঁর পুরো নাম হেলেন অ্যান রিচার্ডসন ৷ সেলিম খানকে বিয়ে করেন তিনি ৷ তিনি আসলে বার্মার রঙ্গুনের বাসিন্দা ৷ তাঁর বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যান ৷ এরপর বার্মা অশান্ত হলে হেলেনের পরিবার পালিয়ে আসে অসমের ডিব্রুগড়ে ৷

হিন্দি সিনে জগতের পরিচিত অভিনেত্রী কুক্কু হেলেনকে গ্রুপ ডান্সার হিসাবে কাজের সুযোগ দেন ৷ 1958 সালে মাত্র 19 বছর বয়সে আসে প্রথম ব্রেক ৷ শক্তি সামন্ত পরিচালিত 'হাওড়া ব্রিজ' ছবিতে মেরা নাম 'চিন চিন চু' গানে নাচের সুযোগ পান তিনি ৷ গানটি গেয়েছেন গীতা দত্ত ৷ তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রী-নৃত্যশিল্পী হেলেনকে ৷

ক্যাটরিনা কাইফ

হংকং-এ জন্ম হয়েছে ক্যাটরিনা কাইফের ৷ তাঁর বাবা ছিলেন একজন ব্যবসায়ী ৷ মা ছিলেন ব্রিটিশ কোর্টের আইনজীবী ৷ তিনি অনেক কম বয়স থেকেই মডেলিং করতে শুরু করেন ৷ লন্ডনে এক ফ্যাশন শোয়ে পরিচালক কাইজাদ গুসতাদের নজরে পড়েন ক্যাটরিনা ৷ এরপর অমিতাভ বচ্চন, গুলশন গ্রভার, জ্যাকি শ্রফ অভিনীত 'বুম' ছবিতে কাজের সুযোগ পান তিনি ৷ সেই ছবি ব্যর্থ হলেও বেশ কয়েকটি কাজের সুযোগ পান তিনি ৷ যার মধ্যে ছিল দক্ষিণের সিনেমাও ৷

এরপর অভিষেক বচ্চনের সঙ্গে 'সরকার' ও সলমন খানের সঙ্গে 'ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া'র মতো ছবির হাত ধরে হিন্দি সিনেমায় পরিচিতি পান ক্যাটরিনা ৷ তবে বক্সঅফিস সাফল্য ও কাজের প্রশংসা পান 2006 সালে হামকো দিওয়ানা কর গয়া ছবির হাত ধরে ৷ এরপর 'নমস্তে লন্ডন', 'আপনে', 'ওয়েলকাম', 'রেস', 'এক থা টাইগার'-এর মতো বলিউডে পা শক্ত করে ক্যাটের ৷ এরপর তিনি বিয়ে করেন ভিকি কৌশলকে ৷

জ্যাকলিন ফার্নান্ডেজ

শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ৷ ছোট থেকেই ছিল সিনে দুনিয়ার প্রতি ঝোঁক ৷ তিনি হলিউডের অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন ৷ যে কারণে তিনি অভিনয়ের প্রশিক্ষণও নেন ৷ তিনি টেলিভিশনে রিপোর্টার হিসাবেও কাজ করেছেন ৷ এরপর তাঁর কাছে মডেলিং-এর প্রস্তাব যায় ৷ সেখান থেকেই কেরিয়ারের মোড় ঘুরে যায় ৷ 2006 সালে তিনি জেতেন মিস ইউনিভার্স শ্রীলঙ্কা ৷ 2009 সালে মডেলিং-এর একটা কাজের জন্য তিনি আসেন ভারতে ৷ সুজয় ঘোষের 'আলাদিন' ছবির অডিশনে তিনি সফল হন ৷ রীতেশ দেশমুখের বিপরীতে প্রিন্সেস জ্যাসমিনের চরিত্রে অভিনয় করেন তিনি ৷ 2011 সালে মহেশ ভাটের 'মার্ডার 2' ছবির হাত ধরে ফিল্মি কেরিয়ারে সফলতার মুখ দেখেন জ্যাকলিন ৷

নোরা ফতেহি

নাচের জন্য বলিউডে জনপ্রিয় নোরা ফতেহি ৷ তাঁর জন্ম হয়েছে কানাডায় ৷ সেখানে বেড়ে ওঠা ৷ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে তিনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন ৷ তিনি হিন্দি সিনেমায় জার্নি শুরু করেন 'রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবন'-দিয়ে ৷ এরপর তিনি একাধিক তেলুগু ছবিতেও কাজ করেছেন ৷ বেশ কিছু হিন্দি সিনেমায় আইটেম ডান্সার হিসাবে কাজ করে জনপ্রিয় হন দর্শক দরবারে ৷

নার্গিস ফাকরি

নিউইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা নার্গিসের ৷ 16 বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন ৷ 2009 সালে কিংফিশার ক্যালেন্ডারে বেরোয় নার্গিসের ছবি ৷ তা নজরে পড়ে পরিচালক ইমতিয়াজ আলির ৷ এরপরেই তিনি 2011 সালে রণবীর কাপুরের বিপরীতে 'রকস্টার' ছবিতে কাজের সুযোগ পান ৷ জন আব্রাহামের বিপরীতে সুজিত সিরকারের 'মাদ্রাজ কাফে' ছবিতেও নজর কাড়েন নার্গিস ৷ তারপর ধীরে ধীরে তিনি ভারতে থেকে এখানকার সিনেজগতে নিজের অভিনয় দক্ষতায় জায়গা পাকা করে নেন ৷

হায়দরাবাদ, 9 জানুয়ারি: ফিল্মি দুনিয়ায় ভাগ্য অন্বেষণে তারকাদের কখনও দেশ ছেড়ে বাইরে যেতে হয় আবার কখনও এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাকাপাকি থাকতে হয় ৷ কিন্তু বিটাউনে এমন অনেক তারকা আছেন যাঁরা ভারতবাসী নন ৷ কিন্তু ভারত তাঁদের কাছে 'সেকেন্ড হোম' ৷ প্রবাসী ভারতীয় দিবসে এক নজরে দেখে নেওয়া যাক, এমন কিছু তারকাদের ইতিকথা ৷

হেলেন

সিলভার স্ক্রিনের কুইন ছিলেন হেলেন ৷ বলিউডের অন্যতম অভিনেত্রী তথা নৃত্যিশিল্পী কাজ করেছেন 1000-এর বেশি ছবিতে ৷ 'পিয়া তু আব তো আজা' থেকে শুরু করে 'ইয়াম্মা ইয়াম্মা' হোক বা 'সুকু সুকু', সৌন্দর্য ও নৃত্যশৈলীর মাধ্যমে দর্শক মনে পাকাপাকি জায়গা করে নেন ৷ তাঁর পুরো নাম হেলেন অ্যান রিচার্ডসন ৷ সেলিম খানকে বিয়ে করেন তিনি ৷ তিনি আসলে বার্মার রঙ্গুনের বাসিন্দা ৷ তাঁর বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যান ৷ এরপর বার্মা অশান্ত হলে হেলেনের পরিবার পালিয়ে আসে অসমের ডিব্রুগড়ে ৷

হিন্দি সিনে জগতের পরিচিত অভিনেত্রী কুক্কু হেলেনকে গ্রুপ ডান্সার হিসাবে কাজের সুযোগ দেন ৷ 1958 সালে মাত্র 19 বছর বয়সে আসে প্রথম ব্রেক ৷ শক্তি সামন্ত পরিচালিত 'হাওড়া ব্রিজ' ছবিতে মেরা নাম 'চিন চিন চু' গানে নাচের সুযোগ পান তিনি ৷ গানটি গেয়েছেন গীতা দত্ত ৷ তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রী-নৃত্যশিল্পী হেলেনকে ৷

ক্যাটরিনা কাইফ

হংকং-এ জন্ম হয়েছে ক্যাটরিনা কাইফের ৷ তাঁর বাবা ছিলেন একজন ব্যবসায়ী ৷ মা ছিলেন ব্রিটিশ কোর্টের আইনজীবী ৷ তিনি অনেক কম বয়স থেকেই মডেলিং করতে শুরু করেন ৷ লন্ডনে এক ফ্যাশন শোয়ে পরিচালক কাইজাদ গুসতাদের নজরে পড়েন ক্যাটরিনা ৷ এরপর অমিতাভ বচ্চন, গুলশন গ্রভার, জ্যাকি শ্রফ অভিনীত 'বুম' ছবিতে কাজের সুযোগ পান তিনি ৷ সেই ছবি ব্যর্থ হলেও বেশ কয়েকটি কাজের সুযোগ পান তিনি ৷ যার মধ্যে ছিল দক্ষিণের সিনেমাও ৷

এরপর অভিষেক বচ্চনের সঙ্গে 'সরকার' ও সলমন খানের সঙ্গে 'ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া'র মতো ছবির হাত ধরে হিন্দি সিনেমায় পরিচিতি পান ক্যাটরিনা ৷ তবে বক্সঅফিস সাফল্য ও কাজের প্রশংসা পান 2006 সালে হামকো দিওয়ানা কর গয়া ছবির হাত ধরে ৷ এরপর 'নমস্তে লন্ডন', 'আপনে', 'ওয়েলকাম', 'রেস', 'এক থা টাইগার'-এর মতো বলিউডে পা শক্ত করে ক্যাটের ৷ এরপর তিনি বিয়ে করেন ভিকি কৌশলকে ৷

জ্যাকলিন ফার্নান্ডেজ

শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ৷ ছোট থেকেই ছিল সিনে দুনিয়ার প্রতি ঝোঁক ৷ তিনি হলিউডের অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন ৷ যে কারণে তিনি অভিনয়ের প্রশিক্ষণও নেন ৷ তিনি টেলিভিশনে রিপোর্টার হিসাবেও কাজ করেছেন ৷ এরপর তাঁর কাছে মডেলিং-এর প্রস্তাব যায় ৷ সেখান থেকেই কেরিয়ারের মোড় ঘুরে যায় ৷ 2006 সালে তিনি জেতেন মিস ইউনিভার্স শ্রীলঙ্কা ৷ 2009 সালে মডেলিং-এর একটা কাজের জন্য তিনি আসেন ভারতে ৷ সুজয় ঘোষের 'আলাদিন' ছবির অডিশনে তিনি সফল হন ৷ রীতেশ দেশমুখের বিপরীতে প্রিন্সেস জ্যাসমিনের চরিত্রে অভিনয় করেন তিনি ৷ 2011 সালে মহেশ ভাটের 'মার্ডার 2' ছবির হাত ধরে ফিল্মি কেরিয়ারে সফলতার মুখ দেখেন জ্যাকলিন ৷

নোরা ফতেহি

নাচের জন্য বলিউডে জনপ্রিয় নোরা ফতেহি ৷ তাঁর জন্ম হয়েছে কানাডায় ৷ সেখানে বেড়ে ওঠা ৷ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে তিনি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেন ৷ তিনি হিন্দি সিনেমায় জার্নি শুরু করেন 'রোর: টাইগার্স অফ দ্য সুন্দরবন'-দিয়ে ৷ এরপর তিনি একাধিক তেলুগু ছবিতেও কাজ করেছেন ৷ বেশ কিছু হিন্দি সিনেমায় আইটেম ডান্সার হিসাবে কাজ করে জনপ্রিয় হন দর্শক দরবারে ৷

নার্গিস ফাকরি

নিউইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা নার্গিসের ৷ 16 বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন ৷ 2009 সালে কিংফিশার ক্যালেন্ডারে বেরোয় নার্গিসের ছবি ৷ তা নজরে পড়ে পরিচালক ইমতিয়াজ আলির ৷ এরপরেই তিনি 2011 সালে রণবীর কাপুরের বিপরীতে 'রকস্টার' ছবিতে কাজের সুযোগ পান ৷ জন আব্রাহামের বিপরীতে সুজিত সিরকারের 'মাদ্রাজ কাফে' ছবিতেও নজর কাড়েন নার্গিস ৷ তারপর ধীরে ধীরে তিনি ভারতে থেকে এখানকার সিনেজগতে নিজের অভিনয় দক্ষতায় জায়গা পাকা করে নেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.