পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

মঞ্জুলিকার দাপটে গর্জন শোনা যাচ্ছে না বাজিরাও সিংঘমের - SINGHAM AGAIN VS BHOOL BHULAIYAA 3

মুক্তির পর 'ভুল ভুলাইয়া 3' ও 'সিংঘম এগেইন' 200 কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে ৷ তবে 12 দিনের মাথায় এগিয়ে থাকল দর্শকদের পছন্দের ছবি ৷

Etv Bharat
'ভুল ভুলাইয়া 3' ও 'সিংঘম এগেইন' বক্সঅফিস (ফিল্ম পোস্টার)

By ETV Bharat Entertainment Team

Published : Nov 13, 2024, 12:41 PM IST

হায়দরাবাদ, 13 নভেম্বর: অজয় দেবগণ ও করিনা কাপুর খান অভিনীত সিংঘম এগেইন ও কার্তিক আরিয়ান-বিদ্যা বালান অভিনীত ভুল ভুলাইয়া 3 200 কোটির ক্লাবে হাসতে হাসতে পৌঁছে গিয়েছে ৷ তবে প্রতিযোগিতায় হার-জিত তো থাকবেই ৷ এক্ষেত্রেও তাই হয়েছে ৷ বলা ভাল উলটাপুরাণ ৷ শুরুতে অজয় দেবগণের দৌড় যেভাবে পিকআপ নিয়েছিল তা এখন বেশ থিতিয়ে গিয়েছে ৷

বরং স্লো বাট স্টেডি গেম খেলছে কার্তিক আরিয়ানের ছবি ৷ ফলও মিলেছে হাতেনাতে ৷ বক্সঅফিসে 12 দিনের মাথায় হিসেব করলে দেখা যায়, সিংঘমকে পিছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে রুহবাবা ৷

ভুল ভুলাইয়া 3 বক্সঅফিস (12তম দিন)

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, 12তম দিনে ভুল ভুলাইয়া 3 ঘরে তুলেছে 4.25 কোটি টাকা ৷ ভারতে ছবির মোট আয় গিয়ে দাঁড়াল 208.25 কোটি টাকা ৷ পরিচালক আনিজ বাজমির হরর-কমেডি ছবিতে রুহবাবার জার্নি ও মঞ্জুলিকার ট্যুইস্ট দর্শকদের হলমুখী করছে তা বলা যয়া ৷ এছাড়াও মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা ছবিতে এক্সট্রা অভিনয়ের মশলা দিয়েছেন ৷ যা ছবির ব্যালেন্সকে আরও পারফেক্ট করে তুলেছে ৷ মূলত এই ছবি তৈরি করতে গিয়ে খরচ হয়েছে প্রায় 150 কোটি টাকার মতো ৷ সেই জায়গায় দাঁড়িয়ে ছবির বক্সঅফিস গতি আরও বড় সাফল্যের দিকে দ্রুত এগোচ্ছে ৷

সিংঘম এগেইন বক্সঅফিস(12তম দিন)

রোহিত শেঠ্ঠী পরিচালিত অ্যাকশন-প্যাকড ছবিতে কে নেই? অজয় দেবগণ, করিনা কাপুর খান ছাড়াও দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, রণবীর সিং, টাইগার শ্রফ অভিনীত ছবিতে বিনোদনের ভরপুর মশালা দর্শকরা পাচ্ছেন ৷ মঙ্গলবার এই ছবির আয় হয়েছে 3.50 কোটি টাকা ৷ সব মিলিয়ে ভারতে ছবির আয় 214.50 কোটি টাকা ৷ কপ ইউনিভার্সের এই ছবি দ্বিতীয় সপ্তাহে আয়ের দিক থেকে কিছুটা স্লো হয়ে গিয়েছে ৷ ছবির বাজেট 350-375 কোটি টাকা ৷ সেই টাকা ঘরে তুলতে বেশ কসরত করতে হচ্ছে সিংঘম এগেইন ছবিকে ৷

বক্সঅফিস তালিকা

সিংঘম এগেইন ভারতে মোট আয় ভুল ভুলাইয়া 3 ভারতে মোট আয়
প্রথম সপ্তাহের আয় Rs 173 কোটি প্রথম সপ্তাহের আয় Rs158.25 কোটি
অষ্টম দিন Rs 8 কোটি অষ্টম দিন Rs 9.25 কোটি
নবম দিন Rs 12.25 কোটি নবম দিন Rs 15.5 কোটি
দশম দিন Rs 13.5 কোটি দশম দিন Rs 16 কোটি
একাদশতম দিন Rs 4.25 কোটি একাদশতম দিন Rs 5 কোটি
দ্বাদশতম দিন Rs 3.50 কোটি(সম্ভাব্য আয়) দ্বাদশতম দিন Rs 4.25 কোটি (সম্ভাব্য আয়)
Total Rs 214.50 কোটি টাকা Total Rs 208.25 কোটি টাকা

(বক্সঅফিস রিপোর্ট: স্যাকনিল্ক)

ABOUT THE AUTHOR

...view details