কলকাতা, 20 জানুয়ারি: কলকাতায় 'আমার বস' ছবির শুটিংয়ে ব্যস্ত প্রবীণ অভিনেত্রী রাখি গুলজার। চলছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত 'আমার বস' ছবির শুটিং। সেখানেই মুখ্য ভূমিকায় রাখি । সম্প্রতি ভিক্টোরিয়া সংলগ্ন অঞ্চলে টিম 'আমার বস'-কে দেখা গেল মনখোলা মেজাজে। নবীনদের সঙ্গে ফুচকা খাওয়া থেকে তাঁদের সঙ্গে হাত ধরে রাস্তায় হাঁটা, অন্যরকম মুডে দেখা গেল ছবির তারকাদের ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী ৷
এই পোস্ট সম্পর্কে শ্রুতি ইটিভি ভারতকে বলেন, "আমার নিউ ইয়ারের গিফট ছবিটি। স্বপ্ন পূরণ হতে চলেছে। জীবনের প্রথম ছবি উইন্ডোজের সঙ্গে। তার উপরে আবার সেই ছবিতে রাখি গুলজারও কাজ করছেন।" শ্রুতির পোস্টে তাঁর স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার মন্তব্য করে লেখেন, "স্বপ্ন সত্যি হওয়া এই শীতকালে এক পশলা বৃষ্টির মতো। ওরা ঠাণ্ডায় কাঁপলেও আজ সব ধুলো মুছে গেলো! এত দিন ধরে রাস্তার পাশের গাছগুলোর পাতার উপর জমে থাকা ধুলোর কথা বলছি, আজ ঠান্ডায় ওরা কাঁপল, তার সাথে জলে ভিজল, কিন্তু ধুয়ে গেল সেই বহুদিনের ময়লাগুলো, কষ্ট হলেও আজ ওরা নতুন দেখল, বহুদিন বাদে আবার ফিরে পেল নিজের রং, স্বপ্ন সত্যি হল।'"