পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ভিক্টোরিয়ার রাস্তায় হাঁটা থেকে ফুচকা, রাখি গুলজারের সঙ্গে অন্য মুডে শ্রুতি - Rakhee Gulzar

Rakhee Gulzar: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় শুটিং চলছে 'আমার বস' ছবির ৷ এক দশক পর বাংলা ছবিতে ফিরেছেন অভিনেত্রী রাখি গুলজার ৷ ভিক্টোরিয়ায় খেলেন ফুচকাও ৷ তাঁর সঙ্গে কেমন ছিল কাজ করার অভিজ্ঞতা, জানালেন ছবির আর এক অভিনেত্রী শ্রুতি দাস ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 1:21 AM IST

কলকাতা, 20 জানুয়ারি: কলকাতায় 'আমার বস' ছবির শুটিংয়ে ব্যস্ত প্রবীণ অভিনেত্রী রাখি গুলজার। চলছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত 'আমার বস' ছবির শুটিং। সেখানেই মুখ্য ভূমিকায় রাখি । সম্প্রতি ভিক্টোরিয়া সংলগ্ন অঞ্চলে টিম 'আমার বস'-কে দেখা গেল মনখোলা মেজাজে। নবীনদের সঙ্গে ফুচকা খাওয়া থেকে তাঁদের সঙ্গে হাত ধরে রাস্তায় হাঁটা, অন্যরকম মুডে দেখা গেল ছবির তারকাদের ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী ৷

এই পোস্ট সম্পর্কে শ্রুতি ইটিভি ভারতকে বলেন, "আমার নিউ ইয়ারের গিফট ছবিটি। স্বপ্ন পূরণ হতে চলেছে। জীবনের প্রথম ছবি উইন্ডোজের সঙ্গে। তার উপরে আবার সেই ছবিতে রাখি গুলজারও কাজ করছেন।" শ্রুতির পোস্টে তাঁর স্বামী স্বর্ণেন্দু সমাদ্দার মন্তব্য করে লেখেন, "স্বপ্ন সত্যি হওয়া এই শীতকালে এক পশলা বৃষ্টির মতো। ওরা ঠাণ্ডায় কাঁপলেও আজ সব ধুলো মুছে গেলো! এত দিন ধরে রাস্তার পাশের গাছগুলোর পাতার উপর জমে থাকা ধুলোর কথা বলছি, আজ ঠান্ডায় ওরা কাঁপল, তার সাথে জলে ভিজল, কিন্তু ধুয়ে গেল সেই বহুদিনের ময়লাগুলো, কষ্ট হলেও আজ ওরা নতুন দেখল, বহুদিন বাদে আবার ফিরে পেল নিজের রং, স্বপ্ন সত্যি হল।'"

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্রুতি দাসকে ৷ স্বভাবতই এইদিনের শুটিংয়ে তিনিও ছিলেন রাখি গুলজারের সঙ্গেই ৷ তাঁর সঙ্গে কাটানো বিশেষ এই দিনটাকে স্মরণীয় বলে জানালেন অভিনেত্রী শ্রুতি ৷ 'আমার বস' ছবিতে অন্য চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য সেন, শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ।

উল্লেখ্য, বিগত দু'দশকের বেশি সময় ধরে সিনেপর্দা থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন 'শুভ মহরত' অভিনেত্রী রাখি গুলজার। বাংলা ছবিতে তাঁকে শেষ বার দেখা গিয়েছে 2019 সালে প্রয়াত গৌতম হালদারের পরিচালনায়। মতি নন্দীর ছোটগল্প 'বিজলীবালার মুক্তি' অবলম্বনে তৈরি ছবি 'নির্বাণ'এ অভিনয় করেন রাখিকে ৷ যদিও সেই ছবি শেষ পর্যন্ত মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে ।

অন্যদিকে, অভিনেত্রীর শেষ হিন্দি ছবি ছিল 2003 সালে মুক্তি পাওয়া নরেশ মলহোত্রা পরিচালিত 'দিল কা রিস্তা' ৷ যেখানে ঐশ্বর্য রাই বচ্চনের মায়ের চরিত্রে দেখা গিয়েছিল রাখি গুলজারকে ৷ এত বছর পর বাংলা ছবিতে কোন ভূমিকায় দেখা যায় অভিনেত্রীকে, তা জানতে মুখিয়ে দর্শকরা ৷

ABOUT THE AUTHOR

...view details