পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

আরজি কর কাণ্ডে প্রতিবাদী শ্রেয়া ঘোষাল, বড় সিদ্ধান্ত সঙ্গীতশিল্পীর - Shreya Ghoshal postpones concert - SHREYA GHOSHAL POSTPONES CONCERT

RG Kar Doctor rape and Murder Protest: আরজি কর ঘটনার প্রতিবাদে সামল সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল ৷ পিছিয়ে দিলেন কলকাতায় কনসার্টের তারিখ ৷ ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই কনসার্ট হওয়ার কথা ছিল।

Etv Bharat
শ্রেয়া ঘোষাল (সোশাল মিডিয়া)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 31, 2024, 1:12 PM IST

হায়দরাবাদ, 31 অগস্ট: আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ-খুনের প্রতিবাদে কনসার্ট পিছিয়ে দিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল ৷ শনিবার সকালে সোশাল মিডিয়ায় জানালেন আগামী 14 তারিখ নেতাজি ইন্ডোরে বসছে না গানের আসর ৷ কনসার্টের নতুন তারিখ এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি ৷

এদিন ইন্সটাগ্রামে শ্রেয়া লেখেন, "কলকাতার বুকে ঘটে যাওয়া জঘন্য ঘটনায় আমি গভীর ভাবে ব্যথিত ৷ একজন নারী হিসাবে শিউরে উঠছি, আরেকজন নারীর সঙ্গে কীরকম পাশবিক ঘটনা ঘটেছে ভেবে ৷ তাই দুঃখের সঙ্গে জানাচ্ছি অল হার্টস ট্যুর-এর 14 সেপ্টেম্বর-এর গ্র্যান্ড কনসার্ট পিছিয়ে দেওয়া হচ্ছে ৷ কনসার্ট অক্টোবরের কোনও এক তারিখে অনুষ্ঠিত হবে ৷"

তিনি আরও লেখেন, "এই কনসার্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল ৷ কিন্তু কলকাতার বুকে যে ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে এই স্ট্যান্ড নেওয়া ৷ শুধু মাত্র আমাদের দেশে নয়, পৃথিবীর সকল মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত হোক মন থেকে এই কামনা করছি ৷" এরপর তিনি অনুরাগীদের কাছে কনসার্ট পিছানোর জন্য ক্ষমা চান ৷ তাঁদের উদ্দেশ্য বলেন, "আশা করি আমার বন্ধুরা, অনুরাগীরা আমাদের এই সিদ্ধান্তে পাশে থাকবেন ৷" জানিয়েছেন, অক্টোবরের কবে ওই কনসার্টের আয়োজন করা হবে, সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

ইতিমধ্যেই যাঁরা টিকিট কেটে নিয়েছেন কনসার্টের তাঁদেরও চিন্তার কোনও কারণ নেই বলে পোস্টে জানিয়েছেন সঙ্গীতশিল্পী ৷ তিনি জানিয়েছেন, যাঁরা ইতিমধ্যেই টিকিট কেটেছেন সমস্যায় পড়বেন না ৷ অক্টোবরে যে কনসার্ট হবে তখন সেই টিকিট বৈধ থাকবে ৷ ফলে নতুন করে আর টিকিট কাটতে হবে না ৷

ABOUT THE AUTHOR

...view details