কলকাতা, 24 জুন: 'বব বিশ্বাস' হয়ে 2012 সালে বি-টাউনে প্রথম পা-রাখেন বাংলার শাশ্বত চট্টোপাধ্যায় ৷ সুজয় ঘোষের 'কাহানি'র হাত ধরে আরব সাগরের তীরে অভিনেতা শাশ্বত'র যে বীজ বপন হয়েছিল আজ তা মহীরুহ হয়ে উঠেছে ৷ বি-টাউনের পাশাপাশি নিজ যোগ্যতায় দক্ষিণের ব্লকব্লাস্টার তারকাদের সঙ্গে এখন তিনি বসছেন একই আসনে ৷ 27 জুন নাগ অশ্বিন পরিচালিত 'কল্কি 2898 এডি' মুক্তি পাচ্ছে ৷ তার আগে ইটিভি ভারত শুনে নিল, বাংলার ছেলের কেমন ছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাষ্ট্রির সফর ৷
কল্কি'র অভিজ্ঞতা শেয়ার করলেন শাশ্বত চট্টাপাধ্য়ায় (ইটিভি ভারত) ইটিভি ভারত: এই ছবিতে আপনার চরিত্রটা কেমন?
শাশ্বত চট্টোপাধ্যায়: আমার চরিত্র কমান্ডার মানসের। চরিত্রের রকমসকম জানতে হলে ছবিটা দেখতে হবে। এখানে আমার ইমিডিয়েট 'বস' যশ কিং-এর চরিত্রে কমল হাসান।
ইটিভি ভারত: নাগ আশ্বিনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
শাশ্বত চট্টোপাধ্যায়: খুবই ভালো ৷ খুব শান্ত একজন মানুষ। বাইরে থেকে মানুষটাকে দেখলে খুব নিরীহ মনে হলেও ভিতর থেকে খুব স্ট্রং। না-হলে এত বড় একটা প্রজেক্ট সামলাতে পারতেন না। ওঁকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না, যে এত বড় একটা প্রজেক্ট সামলাতে পারেন।
ইটিভি ভারত: অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাডুকোন সকলেই আছেন। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কী বললেন?
শাশ্বত চট্টোপাধ্যায়: সকলেই খুব প্রফেশনাল। অন্যের প্রতি অপার শ্রদ্ধা ও সম্মান তাঁদের। আর কাজের সময়ে কাজটাই বেশি হয়েছে। তাই সেভাবে কোনও বিশেষ অভিজ্ঞতা বলা খুব কঠিন। কাজ করে আনন্দ পেয়েছি, সেটা তো বটেই।
ইটিভি ভারত: মুম্বইতে কাজ করতে গিয়ে কীরকম হস্পিটালিটি পান? এখানকার সঙ্গে পার্থক্য কী?
শাশ্বত চট্টোপাধ্যায়: খুব ভালো হসপিটালিটি ওখানে পাই। আর এখানে তো পাই-ই।
ইটিভি ভারত: মানসী সিনহার '৫ নম্বর স্বপ্নময় লেন'-এ কি থাকছেন? ওঁর পছন্দের তালিকায় আপনি আছেন শুনলাম।
শাশ্বত চট্টোপাধ্যায়: এক্ষুণি মানসীকে কথা দিতে পারব না। শ্যুটিংয়ের ডেট-সহ বাকি সবদিক ঠিক থাকলে তবেই কাজটা করতে পারব।
ইটিভি ভারত: অন্যান্য কাজ?
শাশ্বত চট্টোপাধ্যায়: হিন্দি সিরিজ 'খাঁকি 2'-এর কাজ চলছে। বাকি তো আর এক্ষুণি কিছু বলা সম্ভব না।
ইটিভি ভারত:গোয়েন্দা গল্পে আবার কবে আপনাকে পাব?
শাশ্বত চট্টোপাধ্যায়: আবার কবে পাওয়া যাবে সে তো আমার পক্ষে বলা সম্ভব নয়।
ইটিভি ভারত: এই ছবির শ্যুটিং রামোজি ফিল্ম সিটিতে হয়েছে। রামোজি রাওয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কখনও?
শাশ্বত চট্টোপাধ্যায়: এটা শুধু নয়, আমি আগেও রামোজি ফিল্ম সিটিতে অনেক কাজ ওখানে করেছি। কিন্তু ওঁনার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়নি কখনও। মাঝে মাঝে ওঁর হেলিকপ্টারটা মাথার উপর দিয়ে উড়ে যেত। ওটুকুই দেখার সুযোগ পেয়েছি।
মূলত, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জায়গা পোক্ত করে ফেলেছেন বাংলার অপু অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায়। হিন্দি ওয়েব সিরিজেও তাঁর অবাধবিচরণ। 'দিল বেচারা', 'ব্যাড বয়', 'দোবারা', 'ধকড়', 'ক্রিউ', 'টুথ পরি', 'দ্য নাইট ম্যানেজার' প্রতিটি সিরিজ ও ছবিতে প্রশংসা কুড়িয়েছে শাশ্বত ৷ এবার তাঁকে দেখা যাবে সাইন্স ফিকশন ছবি 'কল্কি 2898 এডি'তে ৷ 27 জুন ছবির মুক্তি ৷