পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'বোম্বাইয়ের বোম্বেটে'র জন্য বাঙালি প্রযোজক পাইনি, পাশে ছিলেন রামোজি রাও: সন্দীপ রায় - Sandip Ray remembers Ramoji Rao - SANDIP RAY REMEMBERS RAMOJI RAO

Sandip Ray remembers Ramoji Rao: বোম্বাইয়ের বোম্বেটের জন্য কোনও বাঙালি প্রযোজককে তিনি পাননি, কিন্তু তাঁর পাশে ছিলেন রামোজি রাও ৷ বললেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় ৷

ETV BHARAT
রামোজি রাওকে স্মরণ সন্দীপ রায়ের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 23, 2024, 11:39 AM IST

কলকাতা, 23 জুন: সত্যজিৎ রায়ের হাতে 1974-এ 'সোনার কেল্লা' এবং 1979-এ 'জয় বাবা ফেলুনাথ'-এর পর ফের ফেলুদাকে নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় । ঠিক করেন 'বোম্বাইয়ের বোম্বেটে' বানাবেন । ঠিক করলেই তো হবে না, চাই প্রযোজক । সেই সময় সত্যজিৎ রায়ের সৃষ্টি ফেলুদাকে ফিরিয়ে আনতে কোনও বাঙালি প্রযোজককে পাশে পাননি সন্দীপ রায় ৷ পাশে পেয়েছিলেন দক্ষিণী প্রযোজক তথা মিডিয়া ব্যারন রামোজি রাওকে ।

সেই কথা বহুবার বহু সাক্ষাৎকারে সদর্পে বলেছেন সন্দীপ রায় । বলেছেন, "রামোজি রাও না-থাকলে আমি সেদিন ফেলুদা করতেই পারতাম না ।" রামোজি রাওয়ের প্রয়াণ দিবসে সন্দীপ রায়ের সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত । দুর্ভাগ্যবশত পরিচালক সেদিন বেজায় অসুস্থ । ইনফেকশনের কারণে জ্বর বলে জানান তাঁর স্ত্রী ললিতা রায় । বেশ কিছুদিন ভুগেছেন পরিচালক । তবে, কথা দিয়েছিলেন রামোজি স্যারকে নিয়ে কিছু বলবেন । কথা রেখেছেন তিনি ।

সুস্থ হয়ে তিনি ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "সেদিন যখন ফেলুদাকে বড়পর্দায় নিয়ে আসার কথা ভেবেছিলাম, পাশে পাইনি কোনও বাঙালি প্রযোজককে । মজার কথা হল, পাশে পেলাম রামোজি রাওকে । এটাই একটা বিস্ময়ের ব্যাপার । সেদিন উনি না-থাকলে আমি ফেলুদাকে নিয়েই আসতে পারতাম না । এর জন্য আমি ওঁর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব ।"

সন্দীপ রায় আরও বলেন, "আমার সঙ্গে যে ওঁর খুব বেশি সাক্ষাৎ হয়েছে তা কিন্তু নয় । তবে, উনি যে ভাবে আমার পাশে ছিলেন, তা ভোলার নয় কোনওদিন । ওঁর টিমের লোকেরাই ওঁকে জানান যে, আমি ফেলুদা বানাতে চাই বড় পর্দায় । তার আগে আমি ইটিভি বাংলার জন্য ছোট্ট একটা সিরিজ 'সত্যজিতের প্রিয় গল্প' বানিয়ে ফেলেছি । বানিয়ে ফেলেছি 'ড: মুন্সির ডায়েরি'। যেগুলো খুব ভালো রিভিউ পেয়েছিল । আর সেটা কানে পৌঁছয় রামোজি রাওয়ের । ওঁর টিমের লোকেরাই ওঁকে বলেন, সন্দীপ রায় বড় পর্দায় ফেলুদাকে নিয়ে আসতে চান । এটা যদি রামোজি রাওয়ের প্রযোজনায় ঊষাকিরণ মুভিজ-এর ব্যানারে আসে তা হলে ভালো হয় । উনি রাজিও হয়ে যান । সেই সময়ে ওঁকে বেশ কিছু চিঠি আমাকে পাঠাতে হয় । ব্যস, ওটুকুই । আজ মনে হচ্ছে ওঁর মতো মানুষের সঙ্গে আরেকটু মেলামেশা করলে ভালো হত । কিন্তু সেই সুযোগ তো আর পাব না ।"

সন্দীপ রায় বলেন, "যেদিন 'বোম্বাইয়ের বোম্বেটে' সিনেমা হলে 100 দিন পার করল, সেদিন আমি রামোজি রাওকে ফোন করেছিলাম । উনি শুনে খুব খুশি হন সেদিন । বলেন, তোমার দর্শকের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল । আসলে এতটাও আশা করেননি সেদিন তিনি । কারণ সিনেমায় কোনও মহিলা চরিত্র নেই, গান নেই । সেই সবকিছু না-থাকা সত্ত্বেও ছবিটার এত সাফল্যে ভীষণ খুশি হয়েছিলেন তিনি ।"

ABOUT THE AUTHOR

...view details