ETV Bharat / entertainment

'বিনোদিনী' দিয়ে শুরু, নতুন বছরে তালিকায় রয়েছে আর কোন সিনেমা - BENGALI MOVIE RELEASES 2025

চোখের পলকে শেষ পুরনো বছর ৷ নতুন বছরের সঙ্গে বাংলা সিনেপর্দাতেও একাধিক চমক অপেক্ষায় ৷ একনজরে দেখে নেওয়া, তালিকায় রয়েছে কোন কোন সিনেমা ৷

bengali-movie-in-2025
নতুন বছরে মুক্তির অপেক্ষায় যেসব সিনেমা (ফাইল ছবি)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 31, 2024, 8:24 AM IST

কলকাতা, 31 ডিসেম্বর: বিদায় বেলার দোরগোড়ায় 2024। বছরের শেষ লগ্নে বাংলার সিনে সংসারে দাপিয়ে বেড়াচ্ছে 'খাদান', 'সন্তান', '5 নং স্বপ্নময় লেন' এবং 'চালচিত্র'। বাদ দিলে চলবে না 'বহুরূপী'কেও। আশি দিন পেরিয়েও ছবির হাউজফুল শো। সামনেই 2025। লার্জ স্কেলের বেশ কিছু ছবি নতুন বছরে মুক্তির অপেক্ষায়। নজরে রয়েছে শর্মিলা ঠাকুর, রাখী গুলজার ও মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো তারকাদের সিনেমা। যাঁরা দীর্ঘদিন বাদে বাংলা সিনেপর্দায় পা রেখেছেন ৷

রুক্মিণী মৈত্র
'বিনোদিনী : একটি নারীর উপাখ্যান'-এর হাত ধরে একেবারে অচেনা ইমেজে ফিরছেন রুক্মিণী। বহুদিনের ওয়ার্কশপ করেছেন তিনি সুদীপ্তা চক্রবর্তীর কাছে। কথা বলার ধরন থেকে চলন-বলন সবেতেই নিয়ে এসেছেন তৎকালীন ঘরানা। এই ছবিতে মুণ্ডিত মস্তক লুকেও দেখা যাবে তাঁকে। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি বাঙালি দর্শককে তৎকালীন স্টার থিয়েটার ঘুরে দেখাবে। উঠে আসবে সেদিনের বাবু কালচার। প্রযোজনায় রুক্মিণীর কাছের মানুষ দেব। সুতরাং দেবও বড় পরিসরে নতুন ছবি নিয়ে নতুন বছরের জন্য তৈরি। 23 জানুয়ারি, 2025-এ মুক্তি পাবে এই ছবি।

এছাড়াও তালিকায় রয়েছে 'হাটি হাটি পা পা' ৷ অর্ণব মিদ্যা পরিচালিত ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ৷ ছবিতে রুক্মিণীর বিপরীতে তাঁর বাবার চরিত্রে দেখা যাবে চিরঞ্জীত চক্রবর্তীকে ৷ ছবির পোস্টার শেয়ার করে জানানো হয়েছে 2025 সালের গরমে মুক্তি পাবে এই ছবি ৷

ঋতুপর্ণা সেনগুপ্ত
2025-এর জন্য সিনেমার ডালি সাজিয়ে প্রস্তুত ঋতুপর্ণা সেনগুপ্ত। আসছে তাঁরই প্রযোজিত এবং অভিনীত 'পুরাতন'। যেখানে অনেক বছর পর বাংলা সিনেমায় কামব্যাক করেছেন শর্মিলা ঠাকুর। ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের চরিত্রে দেখা যাবে শর্মিলা ঠাকুরকে। এই ছবির পরিচালক সুমন ঘোষ। শর্মিলা ঠাকুরের জামাইয়ের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত। এই ছবি নিয়ে আগ্রহের পারদ চড়ছে দর্শক মহলে। শুভমুক্তি 11 এপ্রিল, 2025।

যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান
দাশগুপ্ত দম্পতিও প্রস্তুত তাঁদের নতুন ছবি 'আড়ি' নিয়ে। চলছে শুটিং। ছবিতে মৌসুমী চট্টোপাধ্যায়কে দেখা যাবে যশ দাশগুপ্তর মায়ের চরিত্রে। একজন চিত্রনাট্যকারের ভূমিকায় দেখা যাবে নুসরত জাহানকে। যশ, নুসরতের প্রযোজনায় জিৎ চক্রবর্তীর পরিচালনায় আসবে এই ছবি। প্রথম দফার শুটিং সেরে মুম্বই ফিরে গিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ফের আসবেন জানুয়ারিতে। আসন্ন ইংরেজি বছরে বাংলার পয়লা দিনেই অর্থাৎ পয়লা বৈশাখে মুক্তি পাবে এই ছবি।

অন্যদিকে, নুসরত জাহানের আরও একটি সিনেমা মুক্তি পাবে গ্রীষ্মের আবহেই ৷ রাজর্ষী দে পরিচালিত 'ও মন ভ্রমণ' মুক্তি পাবে 2025 সালের গ্রীষ্মকালে ৷ তারিখ এখনও পর্যন্ত নির্মাতারা প্রকাশ করেননি ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়

তালিকায় রয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী'। এই ছবিতে প্রফুল্লর চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সুতরাং আগামী বছরটা শ্রাবন্তীর জন্য যে ভালোই তা বলা বাহুল্য। এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছেন টলিউডের এই সুন্দরী নায়িকা। অস্ত্র চালনা থেকে অশ্বচালনা সবই করেছেন তিনি। শিখেছেন ধনুর্বিদ্যা, তলোয়ার চালনা-সহ আরও অনেককিছু। শুধু শ্রাবন্তী নয়, এহেন প্রশিক্ষণ নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে বাকিরাও। এই ছবিতে শ্রাবন্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একেবারে অন্য ইমেজে পাবে দর্শক। শুভমুক্তি 1 মে, 2025।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় 2024-এই মুক্তি পাওয়ার কথা ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় 'আমার বস'। কিন্তু 'বহুরূপী'র দৌরাত্মে পিছিয়ে দেওয়া হয়েছে এই ছবির মুক্তির দিন। বড়দিনের দিন সামনে আসে ছবি মুক্তির তারিখ ৷ অভিনেতা তথা পরিচালক শিবপ্রসাদ সোশাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে লেখেন, "আমাদের পরবর্তী সিনেমা "আমার বস" নিয়ে ফিরছি আবার আমাদের প্রিয় মে মাসে, দুহাজার পঁচিশ।" নতুন বছরে 16 মে মুক্তি পাচ্ছে রাখী গুলজার অভিনীত 'আমার বস' ৷ রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।

বছর শুরু হলে যে নতুন নতুন অন্য ছবির মুক্তির তারিখ সামনে আসবে তা বলাই বাহুল্য ৷ তবে বাংলার বক্সঅফিস দেব, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়ের মতো তারকারা কি উপহার দেন, সিনেপ্রেমীদের নজর থাকবে সেইদিকে ৷

কলকাতা, 31 ডিসেম্বর: বিদায় বেলার দোরগোড়ায় 2024। বছরের শেষ লগ্নে বাংলার সিনে সংসারে দাপিয়ে বেড়াচ্ছে 'খাদান', 'সন্তান', '5 নং স্বপ্নময় লেন' এবং 'চালচিত্র'। বাদ দিলে চলবে না 'বহুরূপী'কেও। আশি দিন পেরিয়েও ছবির হাউজফুল শো। সামনেই 2025। লার্জ স্কেলের বেশ কিছু ছবি নতুন বছরে মুক্তির অপেক্ষায়। নজরে রয়েছে শর্মিলা ঠাকুর, রাখী গুলজার ও মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো তারকাদের সিনেমা। যাঁরা দীর্ঘদিন বাদে বাংলা সিনেপর্দায় পা রেখেছেন ৷

রুক্মিণী মৈত্র
'বিনোদিনী : একটি নারীর উপাখ্যান'-এর হাত ধরে একেবারে অচেনা ইমেজে ফিরছেন রুক্মিণী। বহুদিনের ওয়ার্কশপ করেছেন তিনি সুদীপ্তা চক্রবর্তীর কাছে। কথা বলার ধরন থেকে চলন-বলন সবেতেই নিয়ে এসেছেন তৎকালীন ঘরানা। এই ছবিতে মুণ্ডিত মস্তক লুকেও দেখা যাবে তাঁকে। রামকমল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি বাঙালি দর্শককে তৎকালীন স্টার থিয়েটার ঘুরে দেখাবে। উঠে আসবে সেদিনের বাবু কালচার। প্রযোজনায় রুক্মিণীর কাছের মানুষ দেব। সুতরাং দেবও বড় পরিসরে নতুন ছবি নিয়ে নতুন বছরের জন্য তৈরি। 23 জানুয়ারি, 2025-এ মুক্তি পাবে এই ছবি।

এছাড়াও তালিকায় রয়েছে 'হাটি হাটি পা পা' ৷ অর্ণব মিদ্যা পরিচালিত ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ৷ ছবিতে রুক্মিণীর বিপরীতে তাঁর বাবার চরিত্রে দেখা যাবে চিরঞ্জীত চক্রবর্তীকে ৷ ছবির পোস্টার শেয়ার করে জানানো হয়েছে 2025 সালের গরমে মুক্তি পাবে এই ছবি ৷

ঋতুপর্ণা সেনগুপ্ত
2025-এর জন্য সিনেমার ডালি সাজিয়ে প্রস্তুত ঋতুপর্ণা সেনগুপ্ত। আসছে তাঁরই প্রযোজিত এবং অভিনীত 'পুরাতন'। যেখানে অনেক বছর পর বাংলা সিনেমায় কামব্যাক করেছেন শর্মিলা ঠাকুর। ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের চরিত্রে দেখা যাবে শর্মিলা ঠাকুরকে। এই ছবির পরিচালক সুমন ঘোষ। শর্মিলা ঠাকুরের জামাইয়ের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত। এই ছবি নিয়ে আগ্রহের পারদ চড়ছে দর্শক মহলে। শুভমুক্তি 11 এপ্রিল, 2025।

যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান
দাশগুপ্ত দম্পতিও প্রস্তুত তাঁদের নতুন ছবি 'আড়ি' নিয়ে। চলছে শুটিং। ছবিতে মৌসুমী চট্টোপাধ্যায়কে দেখা যাবে যশ দাশগুপ্তর মায়ের চরিত্রে। একজন চিত্রনাট্যকারের ভূমিকায় দেখা যাবে নুসরত জাহানকে। যশ, নুসরতের প্রযোজনায় জিৎ চক্রবর্তীর পরিচালনায় আসবে এই ছবি। প্রথম দফার শুটিং সেরে মুম্বই ফিরে গিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ফের আসবেন জানুয়ারিতে। আসন্ন ইংরেজি বছরে বাংলার পয়লা দিনেই অর্থাৎ পয়লা বৈশাখে মুক্তি পাবে এই ছবি।

অন্যদিকে, নুসরত জাহানের আরও একটি সিনেমা মুক্তি পাবে গ্রীষ্মের আবহেই ৷ রাজর্ষী দে পরিচালিত 'ও মন ভ্রমণ' মুক্তি পাবে 2025 সালের গ্রীষ্মকালে ৷ তারিখ এখনও পর্যন্ত নির্মাতারা প্রকাশ করেননি ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়

তালিকায় রয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী'। এই ছবিতে প্রফুল্লর চরিত্রে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সুতরাং আগামী বছরটা শ্রাবন্তীর জন্য যে ভালোই তা বলা বাহুল্য। এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছেন টলিউডের এই সুন্দরী নায়িকা। অস্ত্র চালনা থেকে অশ্বচালনা সবই করেছেন তিনি। শিখেছেন ধনুর্বিদ্যা, তলোয়ার চালনা-সহ আরও অনেককিছু। শুধু শ্রাবন্তী নয়, এহেন প্রশিক্ষণ নিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে বাকিরাও। এই ছবিতে শ্রাবন্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একেবারে অন্য ইমেজে পাবে দর্শক। শুভমুক্তি 1 মে, 2025।

শিবপ্রসাদ মুখোপাধ্যায় 2024-এই মুক্তি পাওয়ার কথা ছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় 'আমার বস'। কিন্তু 'বহুরূপী'র দৌরাত্মে পিছিয়ে দেওয়া হয়েছে এই ছবির মুক্তির দিন। বড়দিনের দিন সামনে আসে ছবি মুক্তির তারিখ ৷ অভিনেতা তথা পরিচালক শিবপ্রসাদ সোশাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে লেখেন, "আমাদের পরবর্তী সিনেমা "আমার বস" নিয়ে ফিরছি আবার আমাদের প্রিয় মে মাসে, দুহাজার পঁচিশ।" নতুন বছরে 16 মে মুক্তি পাচ্ছে রাখী গুলজার অভিনীত 'আমার বস' ৷ রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।

বছর শুরু হলে যে নতুন নতুন অন্য ছবির মুক্তির তারিখ সামনে আসবে তা বলাই বাহুল্য ৷ তবে বাংলার বক্সঅফিস দেব, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়ের মতো তারকারা কি উপহার দেন, সিনেপ্রেমীদের নজর থাকবে সেইদিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.