পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

গল্প বলে বাজিমাত ! সম্মানিত 'বেলাইন' ছবির পরিচালক - SAMIK ROY CHOUDHURY BELINE MOVIE

ফোনে আড়ি পেতে এক বৃদ্ধের ঢুঁ মারা স্বামী-স্ত্রী'র জগতে ৷ সাইকোলজিক্যাল থ্রিলার ছবির প্রশংসায় পঞ্চমুখ দর্শক ৷ মুম্বইয়ে পুরস্কৃত হলেন ছবির পরিচালক ৷

Beline Director
সম্মানিত 'বেলাইন' ছবির পরিচালক (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Jan 17, 2025, 11:04 AM IST

মুম্বই, 17 জানুয়ারি: 'থার্ড আই 21তম এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ সম্মানিত পরিচালক সমীক রায় চৌধুরী। 'বেলাইন' ছবির জন্য 'সেরা পরিচালক' হিসেবে পুরস্কার জিতেছেন তিনি। মুম্বইতে আয়োজিত এই ফেস্টিভ্যালে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়ে 850টি সিনেমা। সেই প্রতিযোগিতায় জয়ী হয়েছে সমীকের 'বেলাইন'।

সূত্রের খবর, মুম্বইতে ছবিটির তিনটি প্রদর্শনীর সময় দর্শকদের অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। প্রেক্ষাগৃহ ভর্তি দর্শক ছবিটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। চলচ্চিত্রপ্রেমী এবং সমালোচকরা একত্রে 'বেলাইন'-এর শক্তিশালী কাহিনি এবং আবেগঘন গভীরতার প্রশংসা করেছেন। এই সম্মান সমীক রায় চৌধুরীকে আধুনিক ভারতীয় সিনেমার অন্যতম সেরা পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছে তা বলাই যায়।

'বেলাইন'-এ মুখ্য তিনটি চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য এবং তথাগত মুখোপাধ‌্যায়।
ছবির কেন্দ্রীয় চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায় এক বৃদ্ধের ভূমিকায়। যার পৃথিবী বলতে তার ঘর, একটা টিভি আর একটা টেলিফোন। টিভিতে সিরিয়াল দেখা তার অবসরের রসদ। আর রসদ হল ক্রস কানেকশন। প্রায় দৈববলে এক দম্পতির বাড়ির ল্যান্ডলাইন-এর সঙ্গে সংযোগ ঘটে। ফোনে আড়ি পেতে তাদের সমস্ত কিছু শুনতে থাকে। এই যুগলের ঝগড়া, ছেলেটির ক্রমাগত শারীরিক, মানসিক অত্যাচার মেয়েটির প্রতি। তাদের মিলনের শব্দ। সবটাই।

'বেলাইন’ কেবল সাইকোলজিক্যাল থ্রিলার নয়, আছে আরও অনেককিছু। এখানে এমন অনেক দৃশ্য আছে যা নানা ভাবনা উসকে দেয়। ছবিতে সংলাপ খুবই কম। এক্সপ্রেশন দিয়ে পরাণ বন্দ্যোপাধ্যায় একের পর এক ছক্কা হাঁকিয়েছেন। শ্রেয়া ভট্টাচার্য অভিব্যক্তি দিয়ে বাজিমাত করেছেন। চরিত্রটির নিষ্ঠুরতা সফলভাবে ফুটিয়ে তুলেছেন তথাগত মুখোপাধ‌্যায়। সংলাপ ভৌমিকের এডিটিং এই ছবিকে টানটান রেখেছে। দর্শক দরবারে এমন ছবি আনায় পরিচালকের যেমন মুন্সিয়ানা আছে তেমনই সাহস আছে বলা যায় ৷

ABOUT THE AUTHOR

...view details