হায়দরাবাদ, 17 জানুয়ারি: কর্ণাটকের বিদার থেকে এটিএমের টাকা লুঠের পর বৃহস্পতিবার রাতে হায়দরাবাদ চলে আসে দুষ্কৃতীরা ৷ সেখানে একটি প্রাইভেট ট্রাভেলস ম্যানেজার তাদের আফজলগঞ্জে একটি ট্রানজিট ভ্যানে উঠতে বাধ্য করায় তাকে গুলি করে অভিযুক্তরা ৷
পুলিশের অনুমান একাধিক রাজ্যে কাজ করে এই গ্যাংটি বিহারের ৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র পুলিশ আধিকারিক ইটিভি ভারতকে জানান, এটি কুখ্যাত দুষ্কৃতী অমিত কুমারের কাজ হতে পারে ৷ সশস্ত্র ডাকাতি ও চুরি-সহ বহু অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত সে ৷ বিহার থেকে কাজ করে ৷ আফজলগঞ্জে গুলি চলার সময় রায়পুর হয়ে লুঠের টাকা নিয়ে বিদারে ফিরে যাবে বলে মনে করা হচ্ছে ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই দলটি অত্যন্ত সুগঠিত ৷ অপরাধের কোনও প্রমাণই প্রায় রাখে না ৷ বিদারে যেখানে তারা ডাকাতি করে সেখানে লোকদের ভয় দেখানোর জন্য তারা গুলি চালিয়েছিল ৷ পরে আফজলগঞ্জে একই পদ্ধতি ব্যবহার করে ৷
তদন্তকারী আরেক আধিকারিক জানান, এই চক্রের অপরাধের ইতিহাস একাধিক রাজ্যজুড়ে ছড়িয়ে রয়েছে ৷ যার জন্য তারা কোন পথে যাচ্ছে আসছে তা বোঝা খুব কঠিন ৷ কারণ প্রায় প্রতিটি রাজ্যেই তাদের স্থানীয় সহায়তা রয়েছে ৷ আশা করব উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের ধরা সক্ষম হবে ৷ দুষ্কৃতীদের ধরতে অন্যান্য রাজ্য পুলিশের সঙ্গেও সমন্বয় সাধন করা হচ্ছে ৷
কর্ণাটক ও হায়দরাবাদে গুলি চালানোর পিছনে মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহ করা হচ্ছে অমিত কুমারকে ৷ যে বিহারের অনেক ফৌজদারি মামলায় ফেরার ৷ সেখানে বেশ কয়েকটি হাই প্রোফাইল ডাকাতি ও চুরির মামলায় জড়িত ছিলেন ৷ পুলিশ সম্ভাব্য স্থানীয় সংযোগগুলিতেও তদন্ত করছে যদি সেখান থেকে দৃষ্কৃতীদের শহর ছাড়ার কোনও তথ্য পাওয়া যায় ৷
আফজলগঞ্জে গুলির ঘটনায় আহতরা জানায়, রুটিনমাফিক লাগেজ চেক করার সময় দৃষ্কৃতীদের বিশাল ব্যাগে নোটের বান্ডিল দেখা গিয়েছিল ৷ গাড়িটি যখন ট্রাভেল অপারেটরের আফজলগঞ্জ অফিস থেকে বেরোচ্ছিল তখন অপারেটরকে শান্ত করার জন্য দুষ্কৃতীরা তার হাতে কয়েক বান্ডিল নোট দেয় ৷ সেই সময় ভ্যানের ভিতরে থাকা দুজন পুলিশ কী হচ্ছে জানতে চান ৷ কিন্তু পুলিশ হস্তক্ষেপ করার আগেই পরিবহণ ফার্মের ম্যানেজার জাহাঙ্গীরকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় ৷ এরপর সেখান থেকে নিজেদের লাগেজ নিয়ে পালিয়ে যায় তারা ৷ পেটে ও পায়ে গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে চিকিৎসার জন্য ওসমানিয়া হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে জোনাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করে তদন্ত শুরু করেছে এবং বিশেষ টিম গঠন করেছে ৷
রওশন ট্রাভেলসের মালিকের আত্মীয় আহমেদ জানান যে, দু'জন দুপুর 3টের দিকে তাদের অফিসে এসে ছত্তিশগড়ের রায়পুরের টিকিট বুক করেছিলেন । তারা সন্ধ্যা 7টায় ফিরে আসে এবং একটি ভ্যানে করে মূল বাস পয়েন্টে নিয়ে যাওয়া হয় । আমাদের কর্মীরা জানতে পারেন যে তারা নগদ টাকা নিয়ে যাচ্ছে ৷ তখন কর্মীরা আপত্তি জানালে তাদের ঘুষ দেওয়ার চেষ্টা করে দুই দুষ্কৃতী । জাহাঙ্গীর ঘুষ প্রত্যাখ্যান করায় তারা গুলি চালায় ৷ সেই সময় ভ্যানে কর্ণাটকের দুই পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।
তদন্তকারী সিনিয়র আধিকারিক জানান, হায়দরাবাদ পুলিশ তদন্তকারী দল গঠন করেছে এবং গোলাগুলির সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খোঁজ করছে । এই চক্রের বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে । ঘটনাস্থল থেকে দুটি বুলেটের খোল উদ্ধার করা হয়েছে এবং ব্যালিস্টিক বিশ্লেষণের জন্য পাঠানো হচ্ছে ৷
পুলিশ আফজলগঞ্জের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে । সেখানে দেখা গিয়েছে যে সন্দেহভাজনরা একটি অটোরিকশায় চড়ছে ৷ শেষবার তাদের ট্র্যাক করা গিয়েছে ট্যাঙ্কবান্দ এলাকায় ৷ মনে করা হচ্ছে, কর্ণাটক ও হায়দরাবাদে গুলি চালিয়েছে একই দুষ্কৃতী দল ৷