হায়দরাবাদ, 17 জানুয়ারি: হামলার পর অভিনেতা সইফ আলি খানের সুস্থতা কামনা করছে অনুরাগী তথা গোটা দেশ ৷ এই হামলার পর তিনি কি বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে অন্য কোথাও থাকবেন নাকি কিছুদিন কাটিয়ে আসবেন পতৌদি হাউসে ?
আসলে সইফ আলি খানের পতৌদি প্যালেস রয়েছে হরিয়ানার গুরগাঁওতে ৷ সেই প্যালেস ইব্রাহিম কোঠি নামেও পরিচিত ৷ অসুস্থ সইফ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বান্দ্রার ফ্ল্যাটেই থাকবেন নাকি অন্য কোথাও গিয়ে বিশ্রাম নেবেন তা সময় বলবে, তবে পতৌদি প্যালেস কিন্তু বেশ পরিচিত সিনেমা-ওয়েব সিরিজের শুটিংয়ের জন্যও ৷ কারণ বলিউডের বেশ কিছু সিরিজ ও সিনেমার শুটিং হয়েছে এই প্যালেসেই ৷ যার মধ্যে খোদ একটা রয়েছে সইফ অভিনীত সিরিজ ৷ কোন কোন সিনেমা-সিরিজের শুটিং হয়েছে পতৌদি প্যালেসে দেখা যাক এক নজরে ৷
অ্যানিম্যাল- রণবীর কাপুর অভিনীত এই ছবি অভিনেতার কেরিয়ারের চাকা ঘুরিয়ে দিয়েছে ৷ বক্সঅফিসে সুপারহিট এই সিনেমা ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে রণবীর কাপুরের যে বাড়ি দেখানো হয়েছে তা আসলে ছিল পতৌদি প্যালেস ৷
মেরে ব্রাদার কি দুলহন- 2011 সালে মুক্তি পায় এই ছবি ৷ ক্যাটরিনা কাইফ, ইমরান খান, আলি জফর অভিনীত সিনেমার গান ও গল্প দর্শকদের মন কাড়ে ৷ সেই ছবির বেশ কিছু শুট হয়েছে দৃশ্য পতৌদি প্যালেসে ৷
তান্ডব- শোনা যায়, সইফ আলি খানের পলিটিক্যাল ড্রামা এই সিরিজ শুট ওয়েছে তাঁর নিজের বাড়ি অর্থাৎ পতৌদি প্যালেস বা ইব্রাহিম কোঠিতে ৷ 2011 সালে এই সিরিজ মুক্তি পায় ৷ তিমাংশু দুলিয়া, ডিম্পল কাপাডিয়া, ডিনো মোরিয়া, অনুপ সোনি অভিনীত সিরিজের একাধিক দৃশ্য শুট হয়েছে পতৌদি প্যালেসে ৷
বীর-জারা- শাহরুখ খান ও প্রীতি জিন্টা অভিনীত ব্লকব্লাস্টার হিট সিনেমা বীরজারা ৷ যশ চোপড়া পরিচালিত রোমান্টিক ড্রামা এই ছবিতে জারা হায়ত খানের যে বাড়ি দেখানো হয়েছে পাকিস্তানে আসলে তা শুট হয়েছে পতৌদি প্যালেসে ৷ এমনকী, ম্যায় ইয়া হু গানটিও এই বাড়ির ভিতরই শুট করা হয়েছে ৷
মঙ্গল পাণ্ডে-2005 সালে মুক্তি পায়মির খান অভিনীত মঙ্গল পাণ্ডে ৷ দেশপ্রেমীকের চরিত্রে অনবদ্য ছিলেন আমির ৷ ছবির বেশ কিছু দৃশ্য এই প্যালেসে শুট হয় ৷
রং দে বসন্তী- আমির খান, আর মাধবন, শরমন জোশি, সোহা আলি খান, কুণাল কাপুর অভিনীত রং দে বসন্তী ছবির গুরুত্বপূর্ণ বেশ কিছু দৃশ্য ইব্রাহিম কোঠিতে শুট হয়েছে ৷
এছাড়াও তালিকায় রয়েছে অক্ষয় খান্নার চর্চিত সিনেমা 'গান্ধি মাই ফাদার' ও জুলিয়া রবার্টসের পপুলার রোমান্টিক ড্রামা 'ইট প্রে লাভ'- ছবির শুটিং হয়েছে পতৌদি প্যালেসে ৷