ETV Bharat / entertainment

সইফের আগে শাহরুখ ছিলেন টার্গেট ? হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন অভিনেতা ? - SAIF ALI KHAN ATTACK CASE

খুব তাড়াতাড়ি সইফ আলি খানকে ছা়ড়া হবে হাসপাতাল থেকে ৷ সইফের আগে শাহরুখ ছিলেন টার্গেট ? হামলার ঘটনায় দুষ্কৃতিদের গ্যাং জড়িত নয়, জানালেন মন্ত্রী ৷

Etv Bharat
সইফের আগে শাহরুখ ছিলেন টার্গেট ? (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 17, 2025, 5:25 PM IST

হায়দরাবাদ, 17 জানুয়ারি: লীলাবতী হাসপাতালে আইসিইউ থেকে আলাদা কেবিনে সরানো হয়েছে সইফ আলি খানকে ৷ দুষ্কৃতী হামলায় ছুরির কোপে তিনি গুরুতর জখম হন ৷ এখন কেমন আছেন অভিনেতা , কবেই বা তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে, জানালেন চিকিৎসক ৷ অন্যদিকে, মহারাষ্ট্রের মন্ত্রী এই ঘটনায় কোনও দুষ্কৃতী গ্যাংয়ের হাত নেই বলে মনে করছেন ৷

পিটিআই সূত্রে খবর, এদিন চিকিৎসকের তরফে জানানো হয়েছে, আগের থেকে শারীরিক উন্নতি হয়েছে অভিনেতার ৷ তিনি ভালো আছেন ৷ আগামী দুদিন বা তিনদিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ অন্যদিকে, পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ কদম এই ঘটনায় কোনও আন্ডারওয়ার্ল্ডের ব্যক্তি জড়িয়ে থাকার অনুমান উড়িয়ে দিয়েছেন ৷

54 বছর বয়সী অভিনেতার ওপর বাড়িতেই হামলা হয় ৷ গলায়, ঘাড়ে ও পিঠের কাছে ছুরির কোপে জখম হন 'হামতুম' অভিনেতা ৷ শিরদাঁড়ার কাছে আটকে থাকা ছুরির ফলা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা বের করেন ৷ সেই ছবিও ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

চিকিৎসক-নিউরোসার্জন নীতিন ডাঙ্গে বলেন, "অভিনেতা আগের থেকে অনেকটাই ভালো আছেন ৷ আমরা তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছি ৷ তিনি একটু হাঁটাহাঁটিও করেছেন ৷ খাবারে রেগুলার ডায়েট অনুসরণ করা হয়েছে ৷ তাঁকে আইসিইউ থেকে বের করে স্পেশাল রুমে রাখা হয়েছে ৷ চিকিৎসকরা সর্বক্ষণ অভিনেতার পাশে রয়েছেন ৷ বাড়ির লোক ছাড়া আর কারোর সঙ্গে এই মুহূর্তে অভিনেতাকে দেখা করতে দেওয়া হচ্ছে না ৷"

অন্যদিকে জানা গিয়েছে, সইফ আলি খানের বাড়িতে আততায়ী প্রবেশের আগে শাহরুখ খানের মন্নতের বাড়িতে রেকি করেছে ৷ পুলিশ সূত্রে খবর, প্রথমে ওই ব্যক্তি ঠিক করে মন্নত থেকে চুরি করবেন ৷ কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য দুষ্কৃতি তা পারে না ৷ এরপরেই সইফ আলি খানের বাড়িতে চুরি করার পরিকল্পনা নিয়ে ঢোকে আততায়ী ৷ পরিচারিকার হাতে ধরা পড়ে যাওয়ায় শুরু হয় বচসা ৷ ঘুম ভাঙে সইফের ৷ তিনি আসতেই দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতি হয় বলে জানা গিয়েছে ৷ তখনই ছুরির কোপে আহত হন অভিনেতা ৷ বাড়ির লোক তড়িঘড়ি ডেকে পাঠায় বড় ছেলে ইব্রাহিম আলি খানকে ৷

সেই সময় বাড়িতে গাড়ির চালক না থাকায় অটোতে করে লীলাবতী হাসপাতালে রক্তাক্ত সইফকে নিয়ে যান ইব্রাহিম ৷ সেখানে অভিনেতার পিঠ থেকে ছুরির ফলা উদ্ধার করেন চিকিৎসকরা ৷ ফলার আঘাত একটু এদিক-এধিক হলেও তা সরাসরি মেরুদণ্ডে আঘাত করত ৷ যার ফলে আরও বড় বিপদের সম্মুখীন হতেন অভিনেতা ৷ ঘাড়ে ও গলায় প্লাস্টিক সার্জারি করা হয়েছে ৷ শরীর ঠিক থাকলে অভিনেতাকে তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷

হায়দরাবাদ, 17 জানুয়ারি: লীলাবতী হাসপাতালে আইসিইউ থেকে আলাদা কেবিনে সরানো হয়েছে সইফ আলি খানকে ৷ দুষ্কৃতী হামলায় ছুরির কোপে তিনি গুরুতর জখম হন ৷ এখন কেমন আছেন অভিনেতা , কবেই বা তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে, জানালেন চিকিৎসক ৷ অন্যদিকে, মহারাষ্ট্রের মন্ত্রী এই ঘটনায় কোনও দুষ্কৃতী গ্যাংয়ের হাত নেই বলে মনে করছেন ৷

পিটিআই সূত্রে খবর, এদিন চিকিৎসকের তরফে জানানো হয়েছে, আগের থেকে শারীরিক উন্নতি হয়েছে অভিনেতার ৷ তিনি ভালো আছেন ৷ আগামী দুদিন বা তিনদিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ অন্যদিকে, পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে ৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যোগেশ কদম এই ঘটনায় কোনও আন্ডারওয়ার্ল্ডের ব্যক্তি জড়িয়ে থাকার অনুমান উড়িয়ে দিয়েছেন ৷

54 বছর বয়সী অভিনেতার ওপর বাড়িতেই হামলা হয় ৷ গলায়, ঘাড়ে ও পিঠের কাছে ছুরির কোপে জখম হন 'হামতুম' অভিনেতা ৷ শিরদাঁড়ার কাছে আটকে থাকা ছুরির ফলা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা বের করেন ৷ সেই ছবিও ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

চিকিৎসক-নিউরোসার্জন নীতিন ডাঙ্গে বলেন, "অভিনেতা আগের থেকে অনেকটাই ভালো আছেন ৷ আমরা তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছি ৷ তিনি একটু হাঁটাহাঁটিও করেছেন ৷ খাবারে রেগুলার ডায়েট অনুসরণ করা হয়েছে ৷ তাঁকে আইসিইউ থেকে বের করে স্পেশাল রুমে রাখা হয়েছে ৷ চিকিৎসকরা সর্বক্ষণ অভিনেতার পাশে রয়েছেন ৷ বাড়ির লোক ছাড়া আর কারোর সঙ্গে এই মুহূর্তে অভিনেতাকে দেখা করতে দেওয়া হচ্ছে না ৷"

অন্যদিকে জানা গিয়েছে, সইফ আলি খানের বাড়িতে আততায়ী প্রবেশের আগে শাহরুখ খানের মন্নতের বাড়িতে রেকি করেছে ৷ পুলিশ সূত্রে খবর, প্রথমে ওই ব্যক্তি ঠিক করে মন্নত থেকে চুরি করবেন ৷ কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য দুষ্কৃতি তা পারে না ৷ এরপরেই সইফ আলি খানের বাড়িতে চুরি করার পরিকল্পনা নিয়ে ঢোকে আততায়ী ৷ পরিচারিকার হাতে ধরা পড়ে যাওয়ায় শুরু হয় বচসা ৷ ঘুম ভাঙে সইফের ৷ তিনি আসতেই দুষ্কৃতীর সঙ্গে হাতাহাতি হয় বলে জানা গিয়েছে ৷ তখনই ছুরির কোপে আহত হন অভিনেতা ৷ বাড়ির লোক তড়িঘড়ি ডেকে পাঠায় বড় ছেলে ইব্রাহিম আলি খানকে ৷

সেই সময় বাড়িতে গাড়ির চালক না থাকায় অটোতে করে লীলাবতী হাসপাতালে রক্তাক্ত সইফকে নিয়ে যান ইব্রাহিম ৷ সেখানে অভিনেতার পিঠ থেকে ছুরির ফলা উদ্ধার করেন চিকিৎসকরা ৷ ফলার আঘাত একটু এদিক-এধিক হলেও তা সরাসরি মেরুদণ্ডে আঘাত করত ৷ যার ফলে আরও বড় বিপদের সম্মুখীন হতেন অভিনেতা ৷ ঘাড়ে ও গলায় প্লাস্টিক সার্জারি করা হয়েছে ৷ শরীর ঠিক থাকলে অভিনেতাকে তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.