হায়দরাবাদ, 21 ডিসেম্বর:ক্যালেন্ডার পাতায় কেটে গিয়েছে 16টা দিন ৷ এখনও বক্সঅফিসে হুঙ্কার অব্যাহত আল্লু অর্জুনের ৷ শোনা যাচ্ছে খুব শীঘ্রই এবার ওটিটি-তে আসবে সুকুমারের অ্যাকশন ছবি ৷ একদিকে কিছু দর্শক ওটিটি-র পর্দায় 'পুষ্পা 2' দেখার অপেক্ষায় রয়েছেন ৷ অন্যদিকে প্রেক্ষাগৃহে ধুন্ধুমার আয় করেই চলেছে আল্লু অর্জুনের ছবি ৷ মাত্র 16 দিনে ভারতে ছবি ছুঁয়ে ফেলেছে 1000 কোটি টাকা ৷ ভারতীয় সিনেমার ইতিহাসে 'পুষ্পা'র রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলছেই ৷
ভারতের পাশাপাশি বিশ্বের বক্সঅফিসেও 'পুষ্পা 2 দ্য রুল' হাজার কোটির ক্লাবে প্রবেশ করে গিয়েছে ৷ যে তালিকায় রয়েছে 'বাহুবলি 2', 'দঙ্গল', 'পাঠান' ও 'আরআরআর'-এর মতো ছবি ৷ প্রথম সপ্তাহেই ছবির নেট আয় পৌঁছয় 425 কোটি টাকায় ৷ দ্বিতীয় সপ্তাহে সেই ছবির আয় দাঁড়ায় 200 কোটি টাকা নেট ৷ রেকর্ড ভাঙে 'বাহুবলি 2' (143.25 কোটি টাকা) ছবির ৷ পিছনে পড়ে 'স্ত্রী 2' (598 কোটি টাকা) ছবির বক্সঅফিস কালেকশন ৷
পুষ্পা 2 বক্সঅফিস কালেকশন 16তম দিন
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, 16তম দিনে 'পুষ্পা 2' আয় করেছে 13.75 কোটি টাকা ৷ আগের দিন হিসাবে ধরলে ছবির কালেকশন 22.10 শতাংশ কমেছে ৷ কিন্তু এই 16তম দিনের আয় যোগ করেই ভারতে 'পুষ্পা 2'র ঝুলিতে এসে গিয়েছে 1004 কোটি টাকা ৷ যার মধ্যে হিন্দি ছবির মার্কেট থেকেই উঠেছে 630 কোটি টাকা ৷
দিন/সপ্তাহ | ভারতে নেট কালেকশন |
প্রথম সপ্তাহ | 725.8 কোটি টাকা |
দ্বিতীয় সপ্তাহ | 264.8 কোটি টাকা |
16তম দিন | 13.75 কোটি টাকা (সম্ভাব্য আয়) |
মোট | 1004.35 কোটি টাকা |
(বক্সঅফিস ডেটা সোর্স- স্যাকনিল্ক, মাইথিরি মুভি মেকার্স)