পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বদলা নিতে ফিরছেন কালিন ভাইয়া! উত্তর দেবে মির্জাপুরের তৃতীয় কিস্তি, প্রিমিয়র কবে? - MIRZAPUR SEASON 3 - MIRZAPUR SEASON 3

Mirzapur on Prime Video: 'ঘায়েল শের লট আয়া হ্যায়...' চার বছর পর ফের ফিরছেন কালিন ভাইয়া ৷ মির্জাপুরের মসনদ তিনি কি নিজের দখলে রাখতে পারবেন, নাকি তা ছিনিয়ে নেবে অন্য কেউ? উত্তর জানা যাবে জুলাইয়ের প্রথম সপ্তাহেই ৷

Mirzapur on Prime Video
আসছেন কালিন ভাইয়া (ইটিভি ভারত)

By PTI

Published : Jun 11, 2024, 5:44 PM IST

নয়াদিল্লি, 11 জুন: দ্বিতীয় সিজনেৎ শেষে মারা গিয়েছিলেন ফুলচন্দ অখণ্ডানন্দ তথা 'মুন্না' ত্রিপাঠী ৷ নেপথ্যে কলকাঠি নেড়েছিলেন গোবিন্দ 'গুড্ডু' পণ্ডিত ও গজগামিনী 'গোলু' গুপ্তা ৷ ছেলে মুন্নার মৃত্যুর বদলা নিতেই কি ফিরছেন কালিন ভাইয়া তথা অখণ্ডানন্দ ত্রিপাঠী? তা জানা যাবে 5 জুলাই ৷ কারণ, ওইদিনই অ্যামাজন প্রাইমে আসছে মির্জাপুরের তৃতীয় কিস্তি ৷ মঙ্গলবার সামনে এল মির্জাপুর-3 টিজারও ৷

মঙ্গলবার সিরিজ মুক্তির দিন ঘোষণা করেছে প্রাইম ভিডিয়ো ৷ পাশাপাশি, সামনে আনা হয়েছে টিজারও ৷ যেখানে ফের একবার আহত বাঘ তথা কালিন ভাইয়াকে দেখা গেল পুরনো মেজাজেই ৷ নয়া এই সংস্করণে থাকবে 10টি পর্ব ৷ প্রযোজনা করছে এক্সেল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ৷ রোমহর্ষক ক্রাইম থ্রিলার পরিচালনার দায়িত্বে রয়েছেন গুরমিত সিং ও আনন্দ আইয়ার ৷ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "যাইহোক, নিয়ম একই থাকছে যখন মির্জাপুরের কাল্পনিক জগতে সকলের দৃষ্টি থাকবে সিংহাসনের দিকে। ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ে মির্জাপুরের সিংহাসন কেউ অর্জন করবেন নাকি ছিনিয়ে নেওয়া হবে, তা নিয়েই নানা প্রশ্ন ৷ বিশ্বাস আর বিলাসিতার অন্তরালে মির্জাপুর কোন বাস্তবকে সামনে আনবে, তা সময় বলবে ৷"

'মির্জাপুর'-এর তৃতীয় সিজনে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠি শর্মা, রসিকা দুগল, বিজয় বর্মা, ইশা তালওয়ার, আনজুম্ম শর্মা, প্রিয়াংশু পাইনুলি, হর্ষিতা শেখর গৌর, রাজেশ তাইলাং, শীবা চাড্ডা, মনু ঋষি চাদা এবং মেঘনা-সহ বিভিন্ন তারকাদের দেখা যাবে । প্রাইম ভিডিয়ো ইন্ডিয়ার হিন্দি অরজিনালসের প্রধান নিখিল ম্যাডহক জানিয়েছেন, আগের দু'টি সিজনের মতোই এই তৃতীয় সিজনের জন্য দর্শকরা অধীর আগ্রহে রয়েছেন ৷ বিশ্বব্যাপী এর গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে, ঘোষণার পর থেকে অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন ৷

এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজক রীতেশ সিধওয়ানি জানিয়েছেন, মির্জাপুরের আগের দু'টো সিজন অসাধারণ ভালোবাসা পেয়েছে দর্শকদের ৷ ভারত ও দেশের বাইরে দর্শকরা দু'হাত ভরে এই সিরিজের প্রতি নিজেদের ভালোবাসা জাহির করেছে ৷ যা উদ্বুদ্ধ করেছে গোটা টিমকে ৷ উল্লেখ্য, মির্জাপুর সিরিজের প্রথম সিজন মুক্তি পায় 2018 সালে ও দ্বিতীয় সিজন মুক্তি পায় 2020 সালে ৷ চারবছর পর মির্জাপুর কী ধামাকা নিয়ে আসছে, তা জানা যাবে 5 জুলাই ৷

ABOUT THE AUTHOR

...view details