নয়াদিল্লি, 11 জুন: দ্বিতীয় সিজনেৎ শেষে মারা গিয়েছিলেন ফুলচন্দ অখণ্ডানন্দ তথা 'মুন্না' ত্রিপাঠী ৷ নেপথ্যে কলকাঠি নেড়েছিলেন গোবিন্দ 'গুড্ডু' পণ্ডিত ও গজগামিনী 'গোলু' গুপ্তা ৷ ছেলে মুন্নার মৃত্যুর বদলা নিতেই কি ফিরছেন কালিন ভাইয়া তথা অখণ্ডানন্দ ত্রিপাঠী? তা জানা যাবে 5 জুলাই ৷ কারণ, ওইদিনই অ্যামাজন প্রাইমে আসছে মির্জাপুরের তৃতীয় কিস্তি ৷ মঙ্গলবার সামনে এল মির্জাপুর-3 টিজারও ৷
মঙ্গলবার সিরিজ মুক্তির দিন ঘোষণা করেছে প্রাইম ভিডিয়ো ৷ পাশাপাশি, সামনে আনা হয়েছে টিজারও ৷ যেখানে ফের একবার আহত বাঘ তথা কালিন ভাইয়াকে দেখা গেল পুরনো মেজাজেই ৷ নয়া এই সংস্করণে থাকবে 10টি পর্ব ৷ প্রযোজনা করছে এক্সেল মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ৷ রোমহর্ষক ক্রাইম থ্রিলার পরিচালনার দায়িত্বে রয়েছেন গুরমিত সিং ও আনন্দ আইয়ার ৷ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "যাইহোক, নিয়ম একই থাকছে যখন মির্জাপুরের কাল্পনিক জগতে সকলের দৃষ্টি থাকবে সিংহাসনের দিকে। ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ে মির্জাপুরের সিংহাসন কেউ অর্জন করবেন নাকি ছিনিয়ে নেওয়া হবে, তা নিয়েই নানা প্রশ্ন ৷ বিশ্বাস আর বিলাসিতার অন্তরালে মির্জাপুর কোন বাস্তবকে সামনে আনবে, তা সময় বলবে ৷"