পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

ত্রিকোণ প্রেমের গল্পের মোড়কে অরুণিমা-অনিন্দ্য-মৈনাক, শুরু হচ্ছে 'কাজল নদীর জলে' - New Bengali Serial - NEW BENGALI SERIAL

Kajol Nodir Jole Serial: সন্ধ্যা হতে না-হতেই বিভিন্ন চ্যানেলে শুরু হয়ে যায় একের পর এক সিরিয়াল । তবে, এবার থেকে আর সন্ধ্যার অপেক্ষা করতে হবে না । দুপুরের স্লটেই শুরু হচ্ছে সিরিয়াল । সোমবার অর্থাৎ 12 অগস্ট থেকে নতুন ধারাবাহিক 'কাজল নদীর জলে' ৷ ত্রিকোণ প্রেমের গল্প জমবে কেমন ?

Kajol Nodir Jole Serial
শুরু হচ্ছে 'কাজল নদীর জলে' (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 12:47 PM IST

Updated : Aug 11, 2024, 1:53 PM IST

কলকাতা, 11 অগস্ট: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'কাজল নদীর জলে'। আগামিকাল, সোমবার থেকে শুরু হচ্ছে এই ধারাবাহিক ৷ পরিচালকদের কর্মবিরতির দিনই আসন্ন সিরিয়ালের প্রোমো শুটিং করেন অরুণিমা, মৈনাক এবং অনিন্দ্য। আগেই এসে গিয়েছে ধারাবাহিকের প্রোমো। আর সোমে শুরু হতে চলেছে কাজল নদীর জলে ৷

সিরিয়ালের প্রোমো শুটিং (ইটিভি ভারত)

'ইচ্ছেপুতুল'-এর পর এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়। ওদিকে 'গাঁটছড়া'র পর ফের অনিন্দ্য এই ধারাবাহিকে। একইভাবে 'মন দিতে চাই শেষ' হতে না-হতেই অরুণিমা ফের ব্যস্ত ধারাবাহিকের টাইট সিডিউলে। ধারাবাহিকের প্রোমো আভাস দেয় যে ত্রিকোণ প্রেমের কাহিনি হতে চলেছে এই ধারাবাহিক ৷ তবে, কেউ এই ব্যাপারে মুখ খুলতে নারাজ ৷ হাতে আর আজকের দিনটা ৷ সোম থেকেই টেলিভিশনের পর্দায় এই ধারাবাহিক আসছে। সময় দুপুর 2টো ৷

প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য পরিবেশন করছেন গল্পের নায়িকা কঙ্কা থুড়ি অরুণিমা ৷ গানে মৈনাক। অরুণিমার চোখের ভাষা বলে, সে মৈনাকের প্রতি আগ্রহী। তবে মৈনাকও কি তাই? সময় দেবে উত্তর ৷ এরপর কঙ্কার বিয়ে। সেখানে ফের দেখা দু'জনের। ভালোলাগার মানুষ সম্পর্কে কঙ্কার ভাসুরঠাকুর। তারপর...

প্রসঙ্গত, এই ধারাবাহিকের মধ্যে 'ফাগুন বউ'-এর আঁচ পাচ্ছে নেটিজেন। কেননা সেখানেও নায়িকার বিয়ের আগে প্রেম ছিল ভাসুরের সঙ্গে। এখন সময় বলবে গল্প কোনদিকে এগোবে। তবে, দর্শক একটা নতুন জুটিকে পেতে চলেছে তা বলাই বাহুল্য। এক্ষেত্রেও আছে প্রশ্ন। কার সঙ্গে শেষ পর্যন্ত সম্পর্ক টিকে থাকবে কঙ্কার? স্বামীই তাঁর সারা জীবনের সঙ্গী নাকি ঘটনার জল বইবে অন্যদিকে? এবার সেটাই দেখার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়, শুভিস্মিতা চৌধুরী-সহ আরও অনেকে।

Last Updated : Aug 11, 2024, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details