হায়দরাবাদ, 4 জানুয়ারি: জনপ্রিয় পরিচালক পায়েল কাপাডিয়া আন্তর্জাতিক মঞ্চে ঝড় তুলছেন ৷ তাঁর হাতে তুরুপের তাস 'অল উই ইমাজিন অ্যাজ লাইট' সিনেমা ৷ গোল্ডেন গ্লোব পুরস্কারে নমিনেশন পাওয়ার পর এবার ভারতীয় ছবি জায়গা করে নিল ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফতা) অ্যাওয়ার্ডে ৷
বাফতা (BAFTA) লংলিস্টের তরফে ঘোষণা করা হয়েছে পায়েলের ছবি তিনটি বিভাগে প্রতিযোগিতায় রয়েছে ৷ যার মধ্যে রয়েছে সেরা পরিচালক, বেস্ট অরজিনাল স্ক্রিনপ্লে ও বেস্ট ফিল্ম (নন-ইংলিশ) ৷ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (FFI) অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছিল কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ ছবিকে ৷ সেই প্রতিযোগিতাতেও ছিল পায়েলের ছবি ৷ কিন্তু ভারতীয় ফিল্ম ফেডারেশন পায়েলের ছবির পরিবর্তে বেছে নেয় কিরণের ছবি ৷
It's here ✨ Check out the EE BAFTA Film Awards 2025 longlist now!
— BAFTA (@BAFTA) January 3, 2025
👉 https://t.co/80b1rxNn2E
What would you like to see nominated on Wednesday 15 January?#EEBAFTAs pic.twitter.com/l9M223A0tg
পরবর্তী সময়ে অস্কারের নির্বাচিত তালিকা থেকে কিরণ রাওয়ের ছবি ছিটকে গেলে ফেডারেশনের ছবি বাছাই নিয়ে প্রশ্নও ওঠে ৷ তবে অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারার দুঃখকে সরিয়ে রেখেছেন পায়েল ৷ নতুন উদ্যোমে তিনি এখন গোল্ডেন গ্লোব ও বাফতা নিয়ে আশায় বুক বাঁধছেন ৷
বাফতা লংলিস্টে, অল উই ইমাজিন অ্যাজ লাইট-কে বেশ কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে ৷ কারণ নন-ইংলিশ ছবির তালিকায় রয়েছে ব্ল্যাক ডগ (গউ জেন), দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, এমিলিয়া পেরেজ, ফ্লো, দ্য গার্ল উইথ দ্য নিডল, আই অ্যাম স্টিল হিয়ার, নিক্যাপ, লা চিমেরা এবং দ্য সিড অফ দ্য সেক্রেড ফিগ-এর মতো ছবি ৷
সেরা পরিচালকের প্রতিযোগিতায় কিরণ রয়েছেন শন বেকার (আনোরা), ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট), এডওয়ার্ড বার্গার (কনক্লেভ), ডেনিস ভিলেনিউভ (ডুন: পার্ট টু), জ্যাক অডিয়ার্ড (এমিলিয়া পেরেজ), এবং অ্যালিস রোহরওয়াচার (লা চিমেরা)- মতো পরিচালকের সারিতে ৷
অল ইউ ইমাজিন অ্যাজ লাইট ছবিতে উঠে এসেছে দুই মালয়ালি নার্সের জীবন কথা ৷ প্রভু ও অনু, যাঁরা থাকেন মুম্বই শহরে ৷ প্রভার জীবন পাল্টে যায় যখন তাঁর স্বামী তাঁকে অবাক করে দিয়ে উপহার পাঠায় ৷ অন্যদিকে, অনু নিজের প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য বিশেষ সুযোগ ও জায়গা খোঁজে ৷ দুই নারীর জীবন যে আবর্তে ঘুরতে থাকে তা মুগ্ধ করেছে দর্শকদের ৷ কানি কুস্তরতি, দিব্যা প্রভা, ছায়া কদম ও হৃদু হারুণ অভিনীত ছবি আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল উপস্থিতি বজায় রাখতে পারে কি না, তা সময় বলবে ৷