কলকাতা, 4 জানুয়ারি: আগামী সপ্তাহে অর্থাৎ 10 জানুয়ারি মুক্তির পথে মৈনাক ভৌমিকের 'ভাগ্যলক্ষ্মী'। এক সাধারণ মধ্যবিত্ত গৃহবধূ কাবেরীর চরিত্রে শোলাঙ্কি রায়। বিপরীতে ঋত্বিক চক্রবর্তী সত্যর ভূমিকাতে। হঠাতই এই দম্পতি হাতে পায় অনেক টাকা। এই গল্প কেন্দ্রে রেখেই এগিয়েছে ছবি। নায়িকা শোলাঙ্কি রায়ের এই ছবি ঘিরে নানা কথা শুনে নিল ইটিভি ভারত। ব্যাগ ভর্তি টাকা সত্যিই কোনওদিন পেলে কী করবেন শোলাঙ্কি? অভিনেত্রী মনের ইচ্ছা জানালেন প্রতিনিধিকে।
ইটিভি ভারত: মৈনাকের সঙ্গে প্রথম কাজ। পরিচালকের মধ্যে স্পেশাল কী দেখলে?
শোলাঙ্কি: স্পেশাল তো এটাই যে মৈনাক দা'র সঙ্গে প্রথম কাজ করলাম আমি। ওঁর সঙ্গে কাজ করা মানে মজাই মজা। দারুণ লেগেছে।
ইটিভি ভারত: বাস্তবেও যদি এরকম কোনওদিন ব্যাগভর্তি টাকা পেয়ে যাও, কী করবে? মানে ধরো যদি পুলিশকে দিলে সততার সঙ্গে। আর তাঁরা ব্যাগের মালিকের খোঁজ না পেয়ে তোমাকেই সেটা সততার জন্য পুরস্কার হিসেবে দিয়ে দিল। কী করবে?
শোলাঙ্কি: আমার তো ব্যাগও নয়, টাকাও নয়। তাই দান করে দেব কোথাও। যা আমার নয় তা কেন নেব?
ইটিভি ভারত: ঋত্বিক দা'র সঙ্গে জুটি তোমার নিজের কতটা পছন্দ হয়েছে?
শোলাঙ্কি: খুবই পছন্দ হয়েছে। আমার মনে হয় অনস্ক্রিনে আমাদের দেখতে বেশ ভালোই লাগছে। বাকিটা দর্শক বলবেন।
ইটিভি ভারত: এই ছবিটার জন্য কোনও হোমওয়ার্ক করতে হয়েছে?
শোলাঙ্কি: হোমওয়ার্ক বলতে যত্ন করে কাবেরীকে তৈরি করাই আমার কাজ ছিল। বাকিটা মৈনাক দা সেটে এসে গাইড করেছেন আমাকে। সেই অনুযায়ী কাজটা করেছি।
ইটিভি ভারত: তোমার জীবনের ভাগ্যলক্ষ্মী কে?
শোলাঙ্কি: নাঃ সেরকম কেউ নেই।
ইটিভি ভারত: মৈনাক কাজে কতটা স্বাধীনতা দেয়?
শোলাঙ্কি: স্বাধীনতা পুরোটাই দেয়। শুধু টিউনিং-এ কোনও দরকার পড়লে বলে দেয় বা বুঝিয়ে দেয়। ব্যস এটুকুই। তাই মন প্রাণ খুলে কাজ করতে পেরেছি আমি।
ইটিভি ভারত: এই মুহূর্তে দাঁড়িয়ে কোন পরিচালকের কাজ বেশি ভালো লাগছে?
শোলাঙ্কি: শিবু দা, নন্দিতা দি, প্রতীম ডি. গুপ্ত, অঞ্জন দত্ত, মৈনাক ভৌমিক। অনেকদিন পর এবার শুভঙ্কর দা'কে (চট্টোপাধ্যায়) দেখব সিনেমার পরিচালক হিসেবে। তবে, আরও অনেকেই আছেন, যাঁদের কাজ ভালো লাগে আজকাল। এক্ষুণি মনে পড়ছে না।
ইটিভি ভারত: গত বছরের শেষে চারটে বড় মাপের বাংলা সিনেমা একইদিনে রিলিজ করেছে। দেখেছো? 10-এ কাকে কত দেবে?
শোলাঙ্কি: নাঃ সব দেখা হয়নি আমার। আর আমি এই নম্বর ব্যাপারটাতে বিশ্বাসী নই। সিনেমা তো স্কোরশিট নয়। এটা একটা আর্টফর্ম। যেটা এক্সপ্রেশনের মাধ্যম। যার যেটা ভালো লাগে তার নিজস্ব পছন্দ ৷ সিনেমা হল আসলে পার্সোনাল এক্সপেরিয়েন্স। একে নম্বরে বাঁধা যায় না।
ইটিভি ভারত: কার সঙ্গে জুটি বাঁধার স্বপ্ন আছে। টলিউড, বলিউড দুদিকেই৷
শোলাঙ্কি: সবা....ই।
ইটিভি ভারত: শীতে সুস্থ থাকতে, নিজেকে সুন্দর রাখতে কী করো।
শোলাঙ্কি: মরশুমি ফল আর সবজি খাই। যোগা, হাইড্রেশন করি। আর অনেকটা সময় ধরে আমার পোষ্যকে আদর করি ঘুম থেকে উঠেই। তারপর মনটা ভালো হয়ে যায় ৷ মনটাকে ভালো রাখা খুব জরুরি।