পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'নোবেল পেতে হলে বিজ্ঞানী হতে হয় নাকি', মহানায়ক পুরস্কার নিয়ে ট্রলের জবাব নচিকেতার - Nachiketa Chakraborty - NACHIKETA CHAKRABORTY

Nachiketa on Mahanayak Samman Controversy: মহানায়ক সম্মান পাওয়ার পরেই সমালোচনার মুখে পড়েছেন 'নীলাঞ্জনা' গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী ৷ ইটিভি ভারতের কাছে একান্ত সাক্ষাৎকারে সমালোচকদের দিলেন কড়া জবাব ৷

Nachiketa Chakraborty
শিল্পী নচিকেতা চক্রবর্তী (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 8:03 PM IST

আসানসোল, 27 জুলাই: বিশিষ্ট গায়ক, ও কম্পোজার নচিকেতা চক্রবর্তীকে 'মহানায়ক' সম্মানে ভূষিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলা চলচ্চিত্রে তাঁর সৃষ্ট সঙ্গীত, তাঁর গান এবং লেখা গল্প নিয়ে একটি পূর্ণ দৈর্ঘের সিনেমাও হয়েছে। চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্যই শিল্পী নচিকেতাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে ৷ যার পরেই ট্রলের শিকার শিল্পী ৷ অনেক নেটিজেন প্রশ্ন তুলছেন নচিকেতা অভিনেতা নয় ৷ তা সত্ত্বেও কেন তাঁকে দেওয়া হল 'মহানায়ক' সম্মান ? এই বিতর্ক নিয়ে ইটিভি ভারতের কাছে মুখ খুললেন 'আগুন পাখি' শিল্পী নচিকেতা ৷

নচিকেতা পালটা প্রশ্ন করে বলেন, "নোবেল পুরস্কার পেতে গেলে সবাইকেই কি বিজ্ঞানী হতে হয় ? আমাকে যে পুরস্কার দেওয়া হয়েছে, তা মহানায়কের নামে নামাঙ্কিত। নায়ককে দেওয়ার জন্য নয়। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। আমি 12টি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার কাজ করেছি। বহু চলচ্চিত্রে গান গেয়েছি । গত কয়েক বছরে সিনেমায় গাওয়া আমার সব গানই বিরাট জনপ্রিয় হয়েছে। আমার লেখা গল্প 'শর্টকার্ট' নিয়ে একটি ছবি নির্মিত হয়েছে ৷ শুধু তাই নয়, আমি 70টি টিভি সিরিয়ালের টাইটাল ট্র‍্যাক গেয়েছি ৷ সবগুলিই হিট ৷ সিনেমা ও টেলি জগতে তাহলে আমার অবদান নেই ?"

অন্যদিকে 'মহানায়ক' সম্মান প্রদানের মঞ্চে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী রশিদ খানের মৃত্যু হয়েছে। সেই স্থান যেন নচিকেতা নেন। তা নিয়েও সোশাল মিডিয়ায় ট্রল হয়েছেন শিল্পী ৷

এই বিষয়ে নচিকেতার জবাব, "আসলে কেউ কারও জায়গা নিতে পারেন না। মুখ্যমন্ত্রী সেইভাবে বলতেও চাননি। আসলে ওই না বোঝার আনন্দে সবাই আছেন। রশিদজির সঙ্গে আমার অ্যালবাম 'যাত্রা' বিরাট হিট হয়েছিল ৷ তাতে হিন্দুস্থানি ধ্রুপদী বন্দিশের সঙ্গে রবি ঠাকুরের গানের একটি এক্সপেরিমেন্টাল কাজ করা হয়েছিল ৷ এরকম কাজ বাংলায় কতটুকু হয়েছে ?"

নচিকেতার বহু বহু গানই রাগের উপর আধারিত ৷ প্রথম অ্যালবামে 'শুধু বিষ দাও' রাগ যোগের উপর আধারিত ৷ 'শ্রাবণ ঘনায়' মল্লারে, 'অনির্বাণ' কিরমানি রাগের উপর আধারিত, এইরকম উদাহরণ আরও রয়েছে ৷ লাইভ অনুষ্ঠানে কখনও রশিদ খান, কখনও হরিহরণ থেকে শুরু করে বিভিন্ন শিল্পীর সঙ্গে দ্বৈত গান গাইতে গিয়েও ধ্রুপদী সঙ্গীতে নচিকেতা তাঁর ক্ল্যাসিকাল মিউজিকে মুনশিয়ানা বহুবার দেখিয়েছেন ৷

নচিকেতার কথায়, "রাগ সঙ্গীত আগে রাজা-মহারাজাদের বাড়িতে পরিবেশিত হত। আর লোকগান, জীবনের গান যা গরিব দুঃস্থ মানুষেরা গাইতেন, বাউলরা গাইতেন, সেগুলিকে লঘু সঙ্গীত বলা হত। সেই ছোট থেকে পড়েছি, অন্ধ কানাই পথের ধারে, গান শুনিয়ে ভিক্ষে করে। তার মানে গান নয়, মানুষগুলিকেই লঘু চিহ্নিত করা হয়েছে। সেই শ্রেণি বিভাজন! গানের লঘু-গুরু হয় না।"

প্রসঙ্গত, নচিকেতাকে নিয়ে ট্রল করায় ক্ষুব্ধ হন নচিকেতার অফিসিয়াল ফ্যান ক্লাব 'আগুনপাখি'-র সদস্যরা ৷ পালটা সোশাল মিডিয়ায় অনুরাগীদের তরফে প্রশ্ন তোলা হয়, বিনোদন ক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান 'দাদা সাহেব ফালকে' পুরস্কার নিয়ে।

সেই পুরস্কার স্বনামধন্য গায়িকা প্রয়াত লতা মঙ্গেশকর পেয়েছেন, গায়িকা আশা ভোঁসলে পেয়েছেন। অথচ, দাদা সাহেব ফালকে সঙ্গীত শিল্পী ছিলেন না। তিনি একজন পরিচালক ও প্রযোজক ছিলেন। বহু অভিনেতা অভিনেত্রী সেই পুরস্কার পেয়েছেন। আবার শিল্পী লতা মঙ্গেশকর বা আশা ভোঁসলে অভিনেত্রী ছিলেন না। কিন্তু তাঁরা এই পুরস্কার পেয়েছেন ৷ কিন্তু তা নিয়ে যখন কোনও বিতর্ক হয়নি তাহলে নচিকেতার মহানায়ক সম্মান পাওয়া নিয়ে বিতর্ক কেন হচ্ছে বলে প্রশ্ন তোলেন অনুরাগীরা ৷

ABOUT THE AUTHOR

...view details