আসানসোল, 27 জুলাই: বিশিষ্ট গায়ক, ও কম্পোজার নচিকেতা চক্রবর্তীকে 'মহানায়ক' সম্মানে ভূষিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলা চলচ্চিত্রে তাঁর সৃষ্ট সঙ্গীত, তাঁর গান এবং লেখা গল্প নিয়ে একটি পূর্ণ দৈর্ঘের সিনেমাও হয়েছে। চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্যই শিল্পী নচিকেতাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে ৷ যার পরেই ট্রলের শিকার শিল্পী ৷ অনেক নেটিজেন প্রশ্ন তুলছেন নচিকেতা অভিনেতা নয় ৷ তা সত্ত্বেও কেন তাঁকে দেওয়া হল 'মহানায়ক' সম্মান ? এই বিতর্ক নিয়ে ইটিভি ভারতের কাছে মুখ খুললেন 'আগুন পাখি' শিল্পী নচিকেতা ৷
নচিকেতা পালটা প্রশ্ন করে বলেন, "নোবেল পুরস্কার পেতে গেলে সবাইকেই কি বিজ্ঞানী হতে হয় ? আমাকে যে পুরস্কার দেওয়া হয়েছে, তা মহানায়কের নামে নামাঙ্কিত। নায়ককে দেওয়ার জন্য নয়। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। আমি 12টি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার কাজ করেছি। বহু চলচ্চিত্রে গান গেয়েছি । গত কয়েক বছরে সিনেমায় গাওয়া আমার সব গানই বিরাট জনপ্রিয় হয়েছে। আমার লেখা গল্প 'শর্টকার্ট' নিয়ে একটি ছবি নির্মিত হয়েছে ৷ শুধু তাই নয়, আমি 70টি টিভি সিরিয়ালের টাইটাল ট্র্যাক গেয়েছি ৷ সবগুলিই হিট ৷ সিনেমা ও টেলি জগতে তাহলে আমার অবদান নেই ?"
অন্যদিকে 'মহানায়ক' সম্মান প্রদানের মঞ্চে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী রশিদ খানের মৃত্যু হয়েছে। সেই স্থান যেন নচিকেতা নেন। তা নিয়েও সোশাল মিডিয়ায় ট্রল হয়েছেন শিল্পী ৷
এই বিষয়ে নচিকেতার জবাব, "আসলে কেউ কারও জায়গা নিতে পারেন না। মুখ্যমন্ত্রী সেইভাবে বলতেও চাননি। আসলে ওই না বোঝার আনন্দে সবাই আছেন। রশিদজির সঙ্গে আমার অ্যালবাম 'যাত্রা' বিরাট হিট হয়েছিল ৷ তাতে হিন্দুস্থানি ধ্রুপদী বন্দিশের সঙ্গে রবি ঠাকুরের গানের একটি এক্সপেরিমেন্টাল কাজ করা হয়েছিল ৷ এরকম কাজ বাংলায় কতটুকু হয়েছে ?"