কলকাতা, 11 ডিসেম্বর: একসপ্তাহ ধরে সিনেমার উৎসবে পড়ল পর্দা ৷ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ ডোনা গঙ্গোপাধ্যায়ের 'দীক্ষামঞ্জরী'র নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হয় সিনে উৎসবের সমাপ্তি অনুষ্ঠান ৷ হাজির ছিলেন শান্তনু বসু, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, গৌতম ঘোষ, সোহম চক্রবর্তী, পাওলি দাম, ঋতাভরী চক্রবর্তী, নিকোলাস ফ্যাসিনো, রিকার্ডো কস্টা-সহ আরও অনেকে । চলতি বছর চলচ্চিত্র উৎসবে যে সকল ছবি প্রতিযোগিতায় ছিল তার মধ্যে সেরার সেরাদের নাম ঘোষণা করা হয় ৷ হাতে তুলে দেওয়া হয় ট্রফি, সার্টিফিকেট ও নগদ পুরস্কার ৷
একনজের দেখে নেওয়া যাক এই বছরের বিজয়ীদের তালিকা
গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড
বেস্ট ইন্ডিয়ান ডকুমেন্টারি- ভবতোষের কারখানা (বাংলা) ৷ পরিচালক দীপাঞ্জন চৌধুরীর হাতে 3 লাখ টাকা নগদ পুরস্কার ও সার্টিফিকেটের সঙ্গে ট্রফি তুলে দেওয়া হয় ৷
বেস্ট ইন্ডিয়ান শর্ট ফিল্ম - গুলারকে ফুল (হিন্দি) ৷ পরিচালক অরণ মৈত্রের হাতে ট্রফি ও সার্টিফিকেটের পাশাপাশি তুলে দেওয়া হয় 5 লাখ টাকা নগদ পুরস্কার ৷
বেস্ট বেঙ্গলি প্যানোরমা ফিল্ম- ধ্রুবর আশ্চর্য জীবন (বাংলা) ৷ অভিজিৎ চৌধুরী পরিচালিত এই ছবি সার্টিফিকেট ও ট্রফির পাশাপাশি পায় 7.5 লাখ টাকা নগদ পুরস্কার ৷
হীরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড
সেরা পরিচালক(ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি) - আরিয়ান চন্দ্র প্রকাশ (সিনেমা-আজুর) ৷ ট্রফির সঙ্গে হাতে তুলে দেওয়া হয় 5 লাখ টাকা নগদ পুরস্কার ৷
সেরা সিনেমা (ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্ম ক্যাটাগরি)- লাচ্ছি (কন্নড়) ট্রফির পাশাপাশি মেলে 10 লাখ টাকা নগদ পুরস্কার ৷ পরিচালক ও প্রযোজকের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ৷