ETV Bharat / entertainment

শুরু হচ্ছে 'বিশ্ব ডুয়ার্স উৎসব', থাকছে চমক জানালেন উদ্যোক্তা

2 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত চলবে 19তম 'বিশ্ব ডুয়ার্স উৎসব' ৷ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এই উৎসব চলবে ৷

Etv Bharat
শুরু হচ্ছে 'বিশ্ব ডুয়ার্স উৎসব' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 4 hours ago

কলকাতা, 11 ডিসেম্বর: সিনেমার উৎসবে ঘোষণা করা হল আরও এক উৎসবের ৷ মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে 19তম 'বিশ্ব ডুয়ার্স উৎসব'-এর। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এই উৎসব চলবে আগামী 2 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত। আয়োজনে 'বিশ্ব ডুয়ার্স উৎসব সমিতি'।

'বিশ্ব ডুয়ার্স উৎসব সমিতি'র সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী 10 ডিসেম্বর হাজির হন কলকাতা চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে। সেখানেই আসন্ন 'বিশ্ব ডুয়ার্স উৎসব'-এর দিনক্ষণ ঘোষণা করেন তিনি। পরিচালক রাজা সেন, হরনাথ চক্রবর্তী এবং গৌতম ঘোষ হাজির ছিলেন সেই অনুষ্ঠানে ৷

শুরু হচ্ছে 19তম 'বিশ্ব ডুয়ার্স উৎসব' (ইটিভি ভারত)

আলোচনায় বক্তারা জানান, ডুয়ার্সকে জানতে, জানাতে ও সততই মিলনের জন্য এই আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর। মেলায় ফুল, রং বেরঙের দোকানের পসরা ছাড়াও থাকবে আলোচনা সভা। এ ছাড়া প্রতিদিনই নাচ ও গানের অনুষ্ঠান থাকে। স্থানীয় শিল্পীরা ছাড়াও অনুষ্ঠান পরিবেশন করেন প্রতিষ্ঠিত শিল্পীরা।

সৌরভ চক্রবর্তী বলেন, "2005 সালে শুরু হয় এই উৎসব ৷ বর্তমানে এই উৎসব বিশ্বের আঙিনায় পৌঁছে গিয়েছে। কারণ 21টি জনজাতি এর সঙ্গে জড়িত থাকে ৷ প্রায় আড়াই কিলোমিটার জুড়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। 2 হাজার স্টল থাকে। প্রায় 10-12 লক্ষ লোক এই উৎসবে সামিল হয়। পাঁচ হাজার শিশু শিল্পী, আড়াই হাজার লোকশিল্পী এবং দশ হাজার শিল্পী এতে অংশগ্রহণ করেন।"

তিনি আরও বলেন, "দেশ বিদেশ থেকে শিল্পীরা আসেন এই উৎসবে যোগ দিতে । ডুয়ার্সকে বিশ্বের পর্যটনের মানচিত্রে তুলে আনতেই আমাদের এই আয়োজন। এই সময়ে পর্যটকদের জন্য হোটেলগুলিতে অনেক ছাড়ের ব্যবস্থা থাকে। এমনকী পিক আপের ব্যবস্থা থাকে বিনামূল্যে। বন্যজন্তু দেখার জন্য অরণ্য ভ্রমণের সুযোগ করে দেওয়া হয় এই সময়। এ ছাড়াও আছে আরও নানা চমক। দিনদিন এই উৎসবটা একটা কার্নিভালে পরিণত হচ্ছে এটুকু বলতেই পারি।" বিশ্ব ডুয়ার্স উৎসবের ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন গৌতম ঘোষ, রাজা সেন এবং হরনাথ চক্রবর্তী।

কলকাতা, 11 ডিসেম্বর: সিনেমার উৎসবে ঘোষণা করা হল আরও এক উৎসবের ৷ মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে 19তম 'বিশ্ব ডুয়ার্স উৎসব'-এর। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এই উৎসব চলবে আগামী 2 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত। আয়োজনে 'বিশ্ব ডুয়ার্স উৎসব সমিতি'।

'বিশ্ব ডুয়ার্স উৎসব সমিতি'র সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী 10 ডিসেম্বর হাজির হন কলকাতা চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে। সেখানেই আসন্ন 'বিশ্ব ডুয়ার্স উৎসব'-এর দিনক্ষণ ঘোষণা করেন তিনি। পরিচালক রাজা সেন, হরনাথ চক্রবর্তী এবং গৌতম ঘোষ হাজির ছিলেন সেই অনুষ্ঠানে ৷

শুরু হচ্ছে 19তম 'বিশ্ব ডুয়ার্স উৎসব' (ইটিভি ভারত)

আলোচনায় বক্তারা জানান, ডুয়ার্সকে জানতে, জানাতে ও সততই মিলনের জন্য এই আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর। মেলায় ফুল, রং বেরঙের দোকানের পসরা ছাড়াও থাকবে আলোচনা সভা। এ ছাড়া প্রতিদিনই নাচ ও গানের অনুষ্ঠান থাকে। স্থানীয় শিল্পীরা ছাড়াও অনুষ্ঠান পরিবেশন করেন প্রতিষ্ঠিত শিল্পীরা।

সৌরভ চক্রবর্তী বলেন, "2005 সালে শুরু হয় এই উৎসব ৷ বর্তমানে এই উৎসব বিশ্বের আঙিনায় পৌঁছে গিয়েছে। কারণ 21টি জনজাতি এর সঙ্গে জড়িত থাকে ৷ প্রায় আড়াই কিলোমিটার জুড়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। 2 হাজার স্টল থাকে। প্রায় 10-12 লক্ষ লোক এই উৎসবে সামিল হয়। পাঁচ হাজার শিশু শিল্পী, আড়াই হাজার লোকশিল্পী এবং দশ হাজার শিল্পী এতে অংশগ্রহণ করেন।"

তিনি আরও বলেন, "দেশ বিদেশ থেকে শিল্পীরা আসেন এই উৎসবে যোগ দিতে । ডুয়ার্সকে বিশ্বের পর্যটনের মানচিত্রে তুলে আনতেই আমাদের এই আয়োজন। এই সময়ে পর্যটকদের জন্য হোটেলগুলিতে অনেক ছাড়ের ব্যবস্থা থাকে। এমনকী পিক আপের ব্যবস্থা থাকে বিনামূল্যে। বন্যজন্তু দেখার জন্য অরণ্য ভ্রমণের সুযোগ করে দেওয়া হয় এই সময়। এ ছাড়াও আছে আরও নানা চমক। দিনদিন এই উৎসবটা একটা কার্নিভালে পরিণত হচ্ছে এটুকু বলতেই পারি।" বিশ্ব ডুয়ার্স উৎসবের ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা জানিয়েছেন গৌতম ঘোষ, রাজা সেন এবং হরনাথ চক্রবর্তী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.