ETV Bharat / bharat

বন্দর শহরে নোঙর করছে গুগল, এআই নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর

বিশাখাপত্তনমে পা রাখছে টেক জায়ান্ট গুগল ৷ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বড় উদ্যোগ নিতে চলেছে সংস্থা। বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷

Google delegation led by VP, Mr Bikash Koley in Amaravati
গুগলের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু (ছবি সৌজন্য: মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : 2 hours ago

অমরাবতী, 11 ডিসেম্বর: রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনার কথা জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ বুধবার এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ সরকার এবং গুগলের মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ বিশ্বের টেক জায়ান্ট গুগল বন্দর শহর বিশাখাপত্তনমে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বড় উদ্যোগ নিতে চলেছে ৷

গুগল-এর তরফে একটি প্রতিনিধিদল এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ৷ প্রতিনিধি দলের সদস্যরা গুগলের পরিকল্পনার একটি রূপরেখা তাঁকে জানিয়েছেন ৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, "আজ অমরাবতীতে গুগলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ হল ৷ এই দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট বিকাশ কোলে ৷ আমি গর্বিত যে অন্ধ্রপ্রদেশকে একটি গুরুত্বপূর্ণ পার্টনার হিসাবে চিহ্নিত করেছে গুগল ৷ এই বৈঠকে আমরা সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে কথা বলেছি ৷ আমি আত্মবিশ্বাসী, গুগলের মতো আন্তর্জাতিক সংস্থা আমাদের রাজ্যের ক্ষমতায়ন করবে ৷ সর্বোপরি এটা ভারতের ডিজিটাল উন্নয়ন ৷ এই উদ্যোগগুলির বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে, এর জন্য মুখিয়ে আছি ৷ "

এদিন সেক্রেটারিয়েটে জেলা কালেক্টরের কার্যালয়ে একটি বৈঠকেও গুগলের সঙ্গে অন্ধ্র সরকারের মৌ চুক্তির কথা উল্লেখ করেন টিডিপি প্রধান তথা মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "সম্প্রতি রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রী (চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশ) আমেরিকায় গিয়েছিলেন ৷ সেখানে তিনি গুগলের ক্যাম্পাসে যান এবং তাঁদের রাজ্যে আসার জন্য অনুরোধ করেন ৷ এর ফলে আজ গুগল ভাইজ্যাগে আসতে সম্মত হয়েছে ৷ আমরা একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছি ৷ এআই নিয়ে বড়সড় সুযোগের অপেক্ষায় রয়েছি ৷"

বন্দর শহর বিশাখাপত্তনম ওরফে ভাইজ্যাগ কেন ? এই প্রসঙ্গে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জানান, গুগলের আধিকারিকরা অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় শহর বিশাখাপত্তনমে এসে সবকিছু ঘুরে দেখেছেন ৷ তাঁদের এই শহর ভালো লেগেছে ৷ যদি গুগলের মতো এত বড় কোম্পানি বিশাখাপত্তনমে কৌশলী বিনিয়োগ করে, তাহলে সেটা হবে গেম চেঞ্জার ৷ এতে উপকূলের শহরটি বিশ্বের কাছে একটি সার্ভিস হাব হয়ে উঠবে ৷ এরই সঙ্গে এটি জায়গা হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ৷

অমরাবতী, 11 ডিসেম্বর: রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনার কথা জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ বুধবার এক্স হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ সরকার এবং গুগলের মধ্যে একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ বিশ্বের টেক জায়ান্ট গুগল বন্দর শহর বিশাখাপত্তনমে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বড় উদ্যোগ নিতে চলেছে ৷

গুগল-এর তরফে একটি প্রতিনিধিদল এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ৷ প্রতিনিধি দলের সদস্যরা গুগলের পরিকল্পনার একটি রূপরেখা তাঁকে জানিয়েছেন ৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, "আজ অমরাবতীতে গুগলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ হল ৷ এই দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট বিকাশ কোলে ৷ আমি গর্বিত যে অন্ধ্রপ্রদেশকে একটি গুরুত্বপূর্ণ পার্টনার হিসাবে চিহ্নিত করেছে গুগল ৷ এই বৈঠকে আমরা সহযোগিতার বিভিন্ন সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে কথা বলেছি ৷ আমি আত্মবিশ্বাসী, গুগলের মতো আন্তর্জাতিক সংস্থা আমাদের রাজ্যের ক্ষমতায়ন করবে ৷ সর্বোপরি এটা ভারতের ডিজিটাল উন্নয়ন ৷ এই উদ্যোগগুলির বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে, এর জন্য মুখিয়ে আছি ৷ "

এদিন সেক্রেটারিয়েটে জেলা কালেক্টরের কার্যালয়ে একটি বৈঠকেও গুগলের সঙ্গে অন্ধ্র সরকারের মৌ চুক্তির কথা উল্লেখ করেন টিডিপি প্রধান তথা মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "সম্প্রতি রাজ্যের তথ্য-প্রযুক্তি মন্ত্রী (চন্দ্রবাবুর পুত্র নারা লোকেশ) আমেরিকায় গিয়েছিলেন ৷ সেখানে তিনি গুগলের ক্যাম্পাসে যান এবং তাঁদের রাজ্যে আসার জন্য অনুরোধ করেন ৷ এর ফলে আজ গুগল ভাইজ্যাগে আসতে সম্মত হয়েছে ৷ আমরা একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছি ৷ এআই নিয়ে বড়সড় সুযোগের অপেক্ষায় রয়েছি ৷"

বন্দর শহর বিশাখাপত্তনম ওরফে ভাইজ্যাগ কেন ? এই প্রসঙ্গে অন্ধ্রের মুখ্যমন্ত্রী জানান, গুগলের আধিকারিকরা অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় শহর বিশাখাপত্তনমে এসে সবকিছু ঘুরে দেখেছেন ৷ তাঁদের এই শহর ভালো লেগেছে ৷ যদি গুগলের মতো এত বড় কোম্পানি বিশাখাপত্তনমে কৌশলী বিনিয়োগ করে, তাহলে সেটা হবে গেম চেঞ্জার ৷ এতে উপকূলের শহরটি বিশ্বের কাছে একটি সার্ভিস হাব হয়ে উঠবে ৷ এরই সঙ্গে এটি জায়গা হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.