ETV Bharat / entertainment

KIFF 2024: ট্যাবু ভাঙতে পুরুষতান্ত্রিক সমাজে আজও 'অহনা'রা প্রাসঙ্গিক - KIFF 2024

বেঙ্গলি প্যানোরমা বিভাগে প্রমিতা ভৌমিকের 'অহনা' ৷ পরিচালক ও জয় সেনগুপ্তর সঙ্গে আড্ডায় উঠে এল বর্তমান পরিস্থিতি মেয়েদের অবস্থার কথাও ৷

Ahana movie
প্রমিতা ভৌমিক-জয় সেনগুপ্ত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 11, 2024, 5:19 PM IST

Updated : Dec 11, 2024, 8:15 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর: 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'বেঙ্গলি প্যানোরমা' বিভাগে প্রতিযোগিতায় প্রমিতা ভৌমিক পরিচালিত বাংলা ছবি 'অহনা'। এই ছবি একজন স্বাধীনচেতা মেয়ের। যাকে পুরুষতান্ত্রিক সমাজের তথাকথিত ট্যাবুগুলি ভাঙার চেষ্টা করতে দেখা যায়।

এক লেখিকার জীবন এই ছবির কেন্দ্রে। যে চরিত্রে দেখা গিয়েছে সুদীপ্তা চক্রবর্তীকে। তাঁর স্বামীর চরিত্রে জয় সেনগুপ্ত। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন প্রমিতা স্বয়ং।

পুরুষতান্ত্রিক সমাজে আজও অহনারা প্রাসঙ্গিক (ইটিভি ভারত)

ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে ছবিটি প্রযোজনাও করেছেন তিনি-ই। নিজের প্রযোজনা সংস্থা স্মাইলিং আর্থ ফিল্মসের মাধ্যমে। নন্দন চত্বরে তাঁদের সঙ্গে দেখা হতেই আড্ডা দিল ইটিভি ভারত। জয় সেনগুপ্ত জানালেন যে তিনি নিজেই পুরুষতান্ত্রিক সমাজের তথাকথিত নিয়ম নীতিতে বিশ্বাসী নন। আর এই ছবিতে তিনি ঠিক তার বিপরীত মেরুর বাসিন্দা।

এই প্রথম প্রমিতার কোনও পূর্ণ দৈর্ঘের ছবি দেখানো হল ফেস্টিভ্যাল। তাই স্বাভাবিকভাবেই আবেগে আপ্লুত। সেরা হয়ে পুরস্কার পাওয়া তাঁর স্বপ্ন নয়, তাঁর ছবি হাউজফুল এবং নজরুল তীর্থতে লোক টিকিট পায়নি-এটাকেই পুরস্কার মনে করছেন তিনি। ওদিকে আগের তুলনায় এবার ফেস্টিভ্যালে শোরগোল বেশি দেখছেন জয় সেনগুপ্ত। তাঁর মতে, "মেলা, দুর্গাপুজোর সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যালের পার্থক্য আছে সেটা বুঝতে হবে ৷ এখানে সবাই মেলার মতো ঘুরে বেড়াচ্ছে। আগে সিনেমার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকত। এখন বেশি আগহ ঘুরে বেড়ানো, খাওয়াদাওয়ার প্রতি।"

পরিচালক ও প্রযোজকের দায়িত্ব সামলানোর পাশাপাশি ‘অহনা’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন এবং শিল্প নির্দেশনার সবটুকু দায়িত্ব একা হাতে সামলেছেন খোদ প্রমিতা ভৌমিক।

কলকাতা, 11 ডিসেম্বর: 30 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'বেঙ্গলি প্যানোরমা' বিভাগে প্রতিযোগিতায় প্রমিতা ভৌমিক পরিচালিত বাংলা ছবি 'অহনা'। এই ছবি একজন স্বাধীনচেতা মেয়ের। যাকে পুরুষতান্ত্রিক সমাজের তথাকথিত ট্যাবুগুলি ভাঙার চেষ্টা করতে দেখা যায়।

এক লেখিকার জীবন এই ছবির কেন্দ্রে। যে চরিত্রে দেখা গিয়েছে সুদীপ্তা চক্রবর্তীকে। তাঁর স্বামীর চরিত্রে জয় সেনগুপ্ত। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন প্রমিতা স্বয়ং।

পুরুষতান্ত্রিক সমাজে আজও অহনারা প্রাসঙ্গিক (ইটিভি ভারত)

ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে ছবিটি প্রযোজনাও করেছেন তিনি-ই। নিজের প্রযোজনা সংস্থা স্মাইলিং আর্থ ফিল্মসের মাধ্যমে। নন্দন চত্বরে তাঁদের সঙ্গে দেখা হতেই আড্ডা দিল ইটিভি ভারত। জয় সেনগুপ্ত জানালেন যে তিনি নিজেই পুরুষতান্ত্রিক সমাজের তথাকথিত নিয়ম নীতিতে বিশ্বাসী নন। আর এই ছবিতে তিনি ঠিক তার বিপরীত মেরুর বাসিন্দা।

এই প্রথম প্রমিতার কোনও পূর্ণ দৈর্ঘের ছবি দেখানো হল ফেস্টিভ্যাল। তাই স্বাভাবিকভাবেই আবেগে আপ্লুত। সেরা হয়ে পুরস্কার পাওয়া তাঁর স্বপ্ন নয়, তাঁর ছবি হাউজফুল এবং নজরুল তীর্থতে লোক টিকিট পায়নি-এটাকেই পুরস্কার মনে করছেন তিনি। ওদিকে আগের তুলনায় এবার ফেস্টিভ্যালে শোরগোল বেশি দেখছেন জয় সেনগুপ্ত। তাঁর মতে, "মেলা, দুর্গাপুজোর সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যালের পার্থক্য আছে সেটা বুঝতে হবে ৷ এখানে সবাই মেলার মতো ঘুরে বেড়াচ্ছে। আগে সিনেমার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকত। এখন বেশি আগহ ঘুরে বেড়ানো, খাওয়াদাওয়ার প্রতি।"

পরিচালক ও প্রযোজকের দায়িত্ব সামলানোর পাশাপাশি ‘অহনা’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, প্রোডাকশন ডিজাইন এবং শিল্প নির্দেশনার সবটুকু দায়িত্ব একা হাতে সামলেছেন খোদ প্রমিতা ভৌমিক।

Last Updated : Dec 11, 2024, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.