হায়দরাবাদ, 17 জুন: কবীর খান পরিচালিত স্পোর্টস ড্রামা 'চান্দু চ্যাম্পিয়ন' মুক্তির প্রথম দিনে অর্থাৎ শুক্রবার আয় করে 5.40 কোটি টাকা ৷ শনিবার তার ঝুলিতে আসে 7.70 কোটি টাকা ৷ পড়ে থাকে শুধু রবিবার ৷ এই ছবি রবিবার ভালো ফল করবে আশা ছিল নির্মাতাদের ৷ সেই আশা কিছুটা হলেও বাস্তবায়িত হয়েছে ৷ সোমবার নির্মাতাদের তরফে জানানো হয়েছে চান্দু চ্যাম্পিয়ন প্রথম সপ্তাহে বক্সঅফিসে আয় করেছে 24.11 কোটি টাকা ৷
ভারতের প্রথম প্যারালিম্পিকে সোনাজয়ী মুরলীকান্ত মেটকারের জীবনী পরিচালক কবীর খান ফুটিয়ে তুলেছেন সেলুলয়েডের পর্দায় ৷ নাম ভূমিকায় কার্তিক আরিয়ান ৷ প্রথমবার রোমান্টিক জোন ছেড়ে অন্যরকম চরিত্রে দর্শক দেখতে পান কার্তিককে ৷ ফলে নতুন ভূমিকায় কেমন লাগবে তাঁকে, তা নিয়ে দর্শক ও অনুরাগীদের মধ্যে একটা আগ্রহ ছিলই ৷
কিন্তু মুক্তির প্রথম দিনে সমালোচক ও নেটিজেনদের প্রশংসার পরেও সুখের ছিল না বক্সঅফিস কালেকশন ৷ পাশাপাশি, পরিচালক হিসাবে কবীর খানও ছিলেন বড় চ্যালেঞ্জের মুখে ৷ কারণ তাঁর আগের দুটি ছবি টিউবলাইট ও 83 বক্সঅফিসে সাড়া জাগাতে পারেনি ৷ তাই এই ছবি নিয়ে সাফল্যের আশা বুকে বেঁধে রাখেন কবীর ৷ শুক্র-শনিবার ছবির আয় তুলনামূলক কম হলেও রবিবার সিনেমার আয় বেশ ভালো হয় ৷ তৃতীয় দিনে ছবি ঘরে তোলে 11.01 কোটি টাকা ৷ ফলে তিনদিনে ছবির আয় গিয়ে দাঁড়ায় 24.11 কোটি অর্থাৎ প্রায় 25 কোটি টাকায় ৷
মূলত, 'চান্দু চ্যাম্পিয়ন' ছবির হাত ধরে পরিচালক হিসাবে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল কবীর খানের ৷ এর আগে, বজরঙ্গী ভাইজান, এক থা টাইগার ব্লকব্লাস্টার হিট হলেও টিউবলাইট ও 83 মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে ৷ এখন দেখার চান্দু চ্যাম্পিয়ন বক্সঅফিস দখলের লড়াইয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না !