পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

শিশু খুনের রহস্য সমাধানে করিনা, দোষী কে? প্রেক্ষাগৃহে উত্তর দেবে 'দ্য বাকিংহাম মার্ডার্স' - Buckingham Murders Teaser - BUCKINGHAM MURDERS TEASER

Buckingham Murders Teaser out: সন্তানের খুনের রহস্য সমাধান করবেন করিনা কাপুর খান ৷ প্রকাশ্যে এল 'দ্য বাকিংহাম মার্ডার্স' ছবির টিজার ৷ পরিচালক হনশল মেহেতার ছবিতে নো-মেকআপ লুকে করিনা তাক লাগিয়েছেন ৷ প্রযোজক হিসাবেও জার্নি শুরু করলেন নবাব পত্নী ৷

Buckingham Murders Teaser out
শিশু খুনের রহস্য সন্ধানে করিনা (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 20, 2024, 5:45 PM IST

হায়দরাবাদ, 20 অগস্ট:নাম ঘোষণার পর থেকেই চর্চায় রয়েছে 'দ্য বাকিংহাম মার্ডার্স' ছবি ৷ হানশল মেহতা পরিচালিত ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে করিনা কাপুর খানকে ৷ মঙ্গলবার সামনে এল ছবির টিজার ৷ সাসপেন্স-থ্রিলার ছবিতে আরও একবার সইফ পত্নী ৷ এর আগে 'জানে জা' ছবিতে করিনার অনবদ্য অভিনয়ের সাক্ষী থেকেছেন দর্শক ৷ এবার অভিনেত্রীর অভিনয়ের মান যেন আরও বাড়ল ৷ এমনটাই টিজার দেখে মত অনুরাগীদের ৷

ছবিতে করিনা কাপুরকে একদিকে মা অন্যদিকে একজন গোয়েন্দা ৷ যিনি তার নিজের সন্তানকে হারানোর পরে, বাকিংহাম শায়ারে 10 বছর বয়সী শিশুর হত্যার তদন্ত শুরু করেন ৷ ছবির টিজারে একদিকে যেমন ইমোশন ধরা পড়েছে তেমনই ধরা পড়েছে সাইকোলজিক্যাল ট্রমা ৷ শুধু তাই নয়, একজন মা যে, নিজের সন্তানকে হারিয়েছেন আবার একটা খুনের কিনারা করার চেষ্টা করছেন ৷ দুই ক্ষেত্রে এই যে ব্যালেন্স তা ধরে রাখার চেষ্টা করেছেন অভিনেত্রী ৷

ছবির চিত্রনাট্য লিখেছেন আসিম অরোরা, কাশ্যপ কাপুর ও রাঘব রাজ কক্কর ৷ প্রযোজনার দায়িত্বে রয়েছে বালাজি টেলিফিল্মস ও টিবিএম ফিল্মস ৷ অর্থাৎ ছবিতে তিন প্রযোজক শোভা কাপুর, একতা কাপুরের পাশাপাশি রয়েছেন করিনা কাপুর খানও ৷ মূলত, এই ছবির হাত ধরেই প্রযোজক হিসাবে খাতা খুললেন করিনা ৷

2023 সালে এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, তাঁর গোয়েন্দা চরিত্রটি অনুপ্রাণিত হয়েছে কেট উইনলেটের লেখা মেয়ার অফ ইস্টটাউন দেখে ৷ তিনি বলেন, "মেয়ার অফ ইস্টটাউন আমার ভীষণ ভালোলেগেছে ৷ যখন হানশল মেহতা আমাকে এই ছবির কথা বলেন আমি ভীষণ উত্তেজিত হয়ে যাই ৷ এই চরিত্র করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ ৷" করিনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অ্যাশ টন্ডন, রণবীর ব্রার, কেইথ অ্যালেনকে ৷

অন্যদিকে, করিনাকে দেখা যাবে রোহিত শেট্টির 'কপ' সিনেমা 'সিংঘম এগেইন' ছবিতেও ৷ সেই ছবিতে অজয় দেবগণের পাশাপাশি দেখা যাবে অর্জুন কাপুর, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও রণবীর সিংকে ৷ 'সিংঘম' ফ্রাঞ্চাইজের এই ছবি মুক্তি পাবে সেপ্টেম্বরের 13 তারিখ ৷

ABOUT THE AUTHOR

...view details