পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

স্বাধীনতার আবহে দেশের 'কালো অধ্যায়' তুলে ধরলেন অভিনেত্রী কঙ্গনা - Emergency Trailer Out

Trailer of Emergency Movie: স্বাধীনতার আগের দিন প্রকাশ্যে এল কঙ্গনা রানাওয়াত অভিনীত ও পরিচালিত 'এমারজেন্সি' ছবির ট্রেলার ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে তাক লাগালেন অভিনেত্রী ৷

Trailer of Emergency Movie
মুক্তি পেল 'এমারজেন্সি' ট্রেলার (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 14, 2024, 7:28 PM IST

হায়দরাবাদ, 14 অগস্ট:78তম স্বাধীনতার প্রাককালে দেশে এমারজেন্সি ব্যবস্থার স্মৃতি উসকে দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ৷ বুধবার প্রকাশ্যে এল কঙ্গনা অভিনীত ও পরিচালিত 'এমারজেন্সি' ছবির ট্রেলার ৷ 1975 সালে দেশের এমারজেন্সি পিরিয়ডকে ছবির প্রেক্ষাপট হিসাবে তুলে ধরা হয়েছে ৷ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে নজর কাড়লেন কঙ্গনা ৷

সোশাল মিডিয়ায় কঙ্গনা ট্রেলার শেয়ার করেছেন ৷ তারপর ক্যাপশনে লিখেছেন, " ইন্ডিয়া ইজ ইন্দিরা অ্যান্ড ইন্দিরা ইজ ইন্ডিয়া ৷ ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী একজন মহিলা ৷ ইতিহাসের পাতায় সবচেয়ে কালো অধ্যায় তিনি লিখেছেন ৷ স্বৈরাচারের সঙ্গে সাক্ষী উচ্চাকাঙ্খার সংঘর্ষ ৷ মুক্তি পেল এমারজেন্সি ট্রেলার ৷ 6 সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পাবে এই ছবি ৷" ছবির প্রেক্ষাপট 1975 সালের অস্থির সময়ে এমারজেন্সি ঘোষণা ৷ পুরো দেশে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি এমারজেন্সি ঘোষণা করেন ৷ 21 মাস এই এমারজেন্সি চলেছিল ৷ ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে যাকে কালো অধ্যায় বলে উল্লেখ করা হয়েছে ৷

এর আগে কঙ্গনা আরও একটি পোস্ট করেন ৷ যেখানে তিনি লেখেন, "একটা ছোট্ট ধারণা থেকে ছবিটাকে বড় পর্দায় দেখা একজন পরিচালক হিসাবে সত্যিই অসাধারণ অনুভূতি ৷ আজকের দিনটা ভীষণ স্পেশাল আমার কাছে ৷ এই ট্রেলার লঞ্চের মধ্য দিয়ে পরিচালক হিসাবে এক নতুন জার্নি শুরু হল আমার ৷ দর্শকদের গল্প বলার মধ্যে যে আনন্দ রয়েছে তা বলে বোঝাতে পারব না ৷ আমার এই গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত ৷"

ছবিতে কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুপম খের (জয়প্রকাশ নারায়ণ), শ্রেয়স তলপড়ে (অটল বিহারী বাজপেয়ী), মিলন্দ সুমন, মহিমা চৌধুরীকে ৷ এছাড়াও দেখা যাবে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককে ৷ তাঁকে দেখা যাবে প্রাক্তন ডেপুটি প্রাইম মিনিস্টার জগজীবন রামের চরিত্রে ৷

ABOUT THE AUTHOR

...view details