হায়দরাবাদ, 17 জানুয়ারি: পঞ্জাবে 'এমারজেন্সি' ব্যান করা হোক ৷ ছবি মুক্তির একদিন আগেই পঞ্জাবে কঙ্গনা রানাওয়াতের ছবি ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে ৷ মুখ্যমন্ত্রী ভগবত মানের কাছে আবেদন করা হয়েছে, এই ছবি পঞ্জাবে নিষিদ্ধ করা হোক ৷ সিনেমা হলে এই ছবি দেখানো হলে 'অশান্তি লাগবে' বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷
শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি (SGPC) বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী ভগবতকে একটি চিঠি পাঠিয়েছে ৷ এসজিপিসি-র প্রেসিডেন্ট হরজিন্দর সিং ধামি জানিয়েছেন, এই ছবিতে শিখ সম্প্রদায়ের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে ৷ ইতিহাস বিকৃত করা হয়েছে ৷ এরপরেই সতর্কতাবাণী করা হয়েছে, এই ছবি পঞ্জাবে মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি করবে ৷ পাশাপাশি, সিনেমা হলের সামনে 'কঙ্গনা রানাওয়াত মুর্দাবাদ' স্লোগানও উঠেছে ৷
সিনেমা হলের সামনে 'কঙ্গনা রানাওয়াত মুর্দাবাদ' স্লোগান (ইটিভি ভারত) চণ্ডীগড়ের কংগ্রেস নেতা অমারিন্দ্রর সিং রাজা বলেন, "যখনই এই ধরনের সিনেমা তৈরি হয় তখন সত্যকে সঠিকভাবে পরিবেশন করা হয় না ৷ একটা সিনেমা সফল হতে পারে না যদি না তাতে মশালা থাকে ৷ বিনোদনের জন্য এই ধরনের সিনেমা তৈরি হওয়া উচিত নয় ৷ সরকার ও সেন্সর বোর্ডের এই বিষয়ে নজর দেওয়া উচিত ৷ যে ছবি দেশের ভ্রাতৃত্ব নষ্ট করে, তা সিনেমা ঘরে আসা ঠিক নয় ৷ এই ছবিতে যা দেখানো হয়েছে তা সত্য নয় ৷ পুরোটাই একটা কল্পনামূলক চিত্রনাট্য ৷"
শুক্রবার সকাল থেকেই এসজিপিসি সদস্যরা অমৃতসরের সিনেমা হলের সামনে প্রতিবাদ জানাতে শুরু করেছেন ৷ সরকারের কাছে অনুরোধ করা হয়েছে এই ছবি নিষিদ্ধ ঘোষণা করার জন্য ৷
অশান্তি রুখতে ইতিমধ্যেই বিভিন্ন সিনেমা হলের সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ অমৃতসর এসিপি (ক্রাইম) গগনদীপ সিং বলেন, "আমি সিনেমা হলের ম্যানেজারের সঙ্গে কথা বলেছি ৷ এই সিনেমা মুক্তি পায়নি এখানে ৷" কঙ্গনা রানাওয়াতের এমারজেন্সি ছবির মুক্তি ঘিরে অমৃতসরের এসএইচও (SHO) বালজিন্দর সিং অৌলখ বলেন, "সিনেমা হলের সামনে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে ৷ আমরা এখানে রয়েছিল 'ল অ্যান্ড অর্ডার' বজায় রাখতে ৷ "
সিনেমা হলের এক গার্ড রেখা শর্মা জানিয়েছেন, "কেন সিনেমা নিষিদ্ধ করার ঘোষণা করা হয়েছে আমি জানি না ৷ তবে এই সিনেমা হলে এমারজেন্সি ছবির স্ক্রিনিং হচ্ছে না ৷"
গত বছর 'এমারজেন্সি' ট্রেলার মুক্তির পর বেশ কিছু দৃশ্য নিয়ে বিতর্ক শুরু হয় ৷ এরপরেই এই ছবি ব্যান করার জন্য শিরোমণি অকালি দল ও শিখ সম্প্রদায়ের তরফে প্রতিবাদ শুরু হয় ৷ সেন্সর বোর্ডেও এই ছবি সার্টিফিকেট পায়না ৷ পরে এই সমস্যা গড়ায় হাইকোর্ট পর্যন্ত ৷ অবশেষে বেশ কিছু দৃশ্য কাটছাঁট করার কথা বলা হয় ৷ তা মেনেও নেন পরিচালক ও ছবির সহ-প্রযোজক কঙ্গনা ৷ এরপর 17 জানুয়ারি মুক্তির তারিখ ঘোষণা করা হয় ৷ কিন্তু ফের একবার বিতর্কের কাঁটায় জড়াল কঙ্গনা রানাওয়াতের 'এমারজেন্সি' ৷