নয়াদিল্লি, 24 মার্চ:বরাবারই স্পষ্টভাষী কঙ্গনা রানাওয়াত ৷ বিনো দুনিয়ার তারকা হয়েও তিনি নিজের জীবনকে কিংবা চিন্তাধারাকে রূপোলি পর্দায় সীমাবদ্ধ রাখেননি ৷ বলিউড কন্যে তাই বারংবার জড়িয়েছেন বিতর্কে ৷ কেউ কেউ তাঁর ছবির কথা মাথায় রেখে কঙ্গনাকে বলিউডের 'কন্ট্রোভার্সি ক্যুইন'ও আখ্যা দিয়েছেন ৷ আর রবিবার সরকারিভাবে রাজনীতির অন্দরে পা রাখলেন কঙ্গনা রানাওয়াত ৷ বেশকিছু দিন ধরে জল্পনা চলছিল তিনি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চলেছেন ৷ আর তাতেই এদিন সিলমোহর দিল গেরুয়া শিবির ৷
রবিবার বাংলার 19টি কেন্দ্র-সহ সারা দেশে মোট 111টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে গেরুয়া শিবির। তার মধ্যে অন্যতম চমক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ঘোষিত প্রার্থীতালিকায় জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে পদ্মফুল চিহ্নে লড়তে চলেছেন কঙ্গনা রানাওয়াত ৷ সেইসঙ্গে আরও এক জনপ্রিয় টেলি দুনিয়ার তারকাকে প্রার্থী করল বিজেপি ৷ ছোটপর্দায় 'রামায়ণ' ধারাবাহিকে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল লড়বেন যোগীরাজ্যের মেরঠ লোকসভা আসন থেকে ৷ প্রার্থী ঘোষণা হওয়ার পরই বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন কঙ্গনা।