কলম্বো, 16 ফেব্রুয়ারি: শ্রীলঙ্কার সঙ্গে রামভক্ত হনুমানের সম্পর্কটা কি সত্যিই আদায়-কাঁচকলায় ? সাম্প্রতিক এক ঘটনায় রসিকতার সুরে এমনটাই বলছেন নেটনাগরিকরা ৷ রামায়ণে দেখা গিয়েছে, লেজে আগুন ধরিয়ে দেওয়ায় লঙ্কাকাণ্ড বাঁধিয়েছিল 'বীর হনুমান' ৷ বিধ্বংসী অগ্নিকাণ্ডে সে চারিদিক লণ্ডভণ্ড করে দিয়েছিল ৷ আর এবার বাস্তবে শ্রীলঙ্কাকে নিকষ অন্ধকারে ডোবাল এক হনুমান ৷
ঠিক কী ঘটেছে ?
ঘটনাটা গত রবিবারের ৷ একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয়ের কারণে জেরবার হতে হয় শ্রীলঙ্কাবাসীকে ৷ দ্বীপরাষ্ট্রজুড়ে তিনদিন ধরে চলে বিদ্যুৎ বিভ্রাট ৷ হিমশিম খেতে হয় বিদ্যুৎ মন্ত্রক ও অন্যান্য আধিকারিকদের ৷ চরম দুর্ভোগ পোহাতে হয় আম আদমিকে ৷ আর এই সবকিছুর সৌজন্যে রয়েছে একটি হনুমান ৷
গত রবিবার সে দেশের বিদ্যুৎমন্ত্রী কুমারা জয়কোডি রাজধানী শহর কলম্বোর শহরতলি এলাকার একটি গ্রিড স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জন্য একটি হনুমানের ঘাড়েই দায় চাপিয়েছেন ৷ জানানো হয় যে, আপাত নিরীহ প্রাণীটি সেই গ্রিড স্টেশনের ট্রান্সফরমারের সংস্পর্শে এসেছিল, যার ফলে গোটা দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় । তবে ট্রান্সফরমারের সংস্পর্শে আসার পর সেই হনুমানটি আর বেঁচে আছে কি না, সে সম্পর্কে আপাতত কোনও তথ্য পাওয়া যায়নি ।
দ্বীপরাষ্ট্র পরিচালিত বিদ্যুৎ সংস্থা সিলন বিদ্যুৎ বোর্ড (সিইবি) এক বিবৃতিতে জানায়, এই ঘটনার জেরে রবিবার সন্ধ্যা 6টা (12:30 জিএমটি) থেকে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে ৷ রবিবারের এই বিপর্যয়ের ফলে শ্রীলঙ্কার একমাত্র 900 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রটিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে এটি সেফ মোডে পরিচালিত হচ্ছে ।
বিবৃতিতে আরও বলা হয়, "গ্রিডটি পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে ৷ তবে রাতে সর্বোচ্চ চাহিদার সময় সবদিক সামাল দিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে ৷" গ্রিডটি পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনার আগে পর্যন্ত বিদ্যুতের চাহিদার কথা মাথায় রেখে গত সোম ও মঙ্গলবারও নব্বই মিনিট করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে শ্রীলঙ্কার বিদ্যুৎ সংস্থা ৷ হনুমানের বদান্যতায়, নাকি অন্য কোনও কারণে এই বিরাট বড় বিপর্যয়ের সম্মুখীন হতে হল, তার তদন্ত শুরু করেছে সে দেশের জ্বালানি মন্ত্রক ৷
তবে এই ঘটনা সামনে আসার পর থেকেই এই নিয়ে চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে ৷ একটা হনুমান যেভাবে শ্রীলঙ্কার বিদ্যুৎ সরবরাহ সিস্টেমকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছে, তা নিয়ে রসিকতা করতে দেখা গিয়েছে নেটনাগরিকদের ৷ এই ঘটনার সঙ্গে রামায়ণের কাহিনির মিল খুঁজে পেয়েছেন অনেকে ৷ এক্স হ্যান্ডেলে এক নেট নাগরিক লিখেছেন, "একসময় হনুমান লঙ্কায় আগুন ধরিয়ে দিয়েছিল । এবার, একটি হনুমান বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়ে পুরো দেশকে অন্ধকারে ডুবিয়ে দিল ।"