মুম্বই, 16 ফেব্রুয়ারি: ঘোষণা হয়ে গেল 2025 আইপিএলের সূচি ৷ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মেতে উঠবে ক্রিকেটবিশ্ব ৷ আগামী 22 মার্চ শুরু ইন্ডিয়ান প্রিমিয়র লিগের অষ্টাদশ সংস্করণ ৷ নিয়ম মেনে প্রথম ম্য়াচে মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ৷ উদ্বোধনী ম্যাচে পার্পল ব্রিগেডের সামনে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷
22 মার্চ শুরু হতে চলা টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 25 মে ৷ যা খেলা হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে ৷ দু'মাসেরও বেশি সময় ধরে চলা আইপিএলের 74টি ম্য়াচ অনুষ্ঠিত হবে দেশের 13টি স্টেডিয়ামে ৷ 10টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের হোম গ্রাউন্ডে তো খেলবেই, অতিরিক্ত হিসেবে গুয়াহাটি, বিশাখাপত্তনম এবং ধরমশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্য়াচ ৷ গুয়াহাটি স্টেডিয়ামকে রাজস্থান রয়্য়ালস তাঁদের দ্বিতীয় হোমগ্রাউন্ড হিসেবে ব্যবহার করবে ৷ অন্যদিকে পঞ্জাব কিংস কয়েকটি হোম ম্য়াচ খেলবে ধরমশালায় ৷ আর বিশাখাপত্তনমে দু'টি হোম ম্য়াচের আয়োজন করবে দিল্লি ক্য়াপিটালস ৷
Kicking off #TATAIPL2025 in the OG Style - 𝐄𝐋 𝐏𝐑𝐈𝐌𝐄𝐑𝐎 💜🔥❤️ pic.twitter.com/80x2ksSl9D
— KolkataKnightRiders (@KKRiders) February 16, 2025
টুর্নামেন্টের সবচেয়ে সফল দুই ফ্র্য়াঞ্চাইজি চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের মুখোমুখি হচ্ছে দ্বিতীয়দিন অর্থাৎ 23 মার্চ ৷ ম্য়াচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ৷ একইদিনে আরেকটি ম্য়াচে গতবারের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ ঘরের মাঠে খেলবে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে ৷ টুর্নামেন্ট চলবে 65 দিন ধরে ৷ ফাইনাল ছাড়াও 23 মে দ্বিতীয় কোয়ালিফায়ার আয়োজিত হবে ইডেন গার্ডেন্সে ৷ 20 মে প্রথম কোয়ালিফায়ার এবং 21 মে এলিমিনেটর অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে ৷
নিয়ম মেনে দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে দশটি দলকে ৷ গ্রুপ এ'তে কেকেআর, আরসিবি ছাড়াও রয়েছে রাজস্থান রয়্য়ালস, চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংস ৷ গ্রুপ বি'তে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্য়াপিটালস, গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টস ৷ প্রত্যেকটি দল নিজেদের গ্রুপে বাকি চার দলের সঙ্গে দু'টি করে ম্য়াচ খেলবে ৷ পাশাপাশি অন্য গ্রুপের পাঁচটি দলের মধ্যে সমকক্ষ দলের সঙ্গেও দু'টি ম্যাচ খেলবে এবং বাকি চার দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে ৷ অর্থাৎ গ্রুপ পর্বে একেকটি দল 14টি করে ম্য়াচ খেলবে ৷ অষ্টাদশ সংস্করণে 12টি ডাবল-হেডার রাখা হয়েছে ৷ অর্থাৎ, একইদিনে অনুষ্ঠিত হবে জোড়া ম্যাচ ৷ সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে ম্য়াচ ৷ ডাবল-হেডারে দিনের প্রথম ম্য়াচ শুরু হবে বিকেল সাড়ে তিনটেয় ৷