হায়দরাবাদ, 16 ফেব্রুয়ারি: প্রাথমিকভাবে আগামী 21 মার্চ শুরু হওয়ার কথা থাকলেও দিনকয়েক আগে জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্টে প্রকাশিত হয়েছিল 21 নয়, 22 মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল ৷ সত্য়িই কি তাই ? সেই রিপোর্টে সিলমোহর পড়ে কি না, জানতে অপেক্ষা আর কিছুক্ষণের ৷ কারণ, রবিবারই প্রকাশিত হচ্ছে 2025 আইপিএলের সূচি ৷
গতবছর 24 এবং 25 নভেম্বর সৌদি আরবের জেডাহ শহরে অনুষ্ঠিত হয়েছিল 2025 আইপিএলের মেগা নিলাম ৷ যে নিলামে আইপিএল ইতিহাসে সর্বাধিক 27 কোটি টাকায় ঋষভ পন্তকে ঘরে তুলেছে লখনউ সুপার জায়ান্ট ৷ দ্বিতীয়স্থানে রয়েছেন শ্রেয়স আইয়ার ৷ 26.75 কোটিতে গতবার কেকেআরকে ট্রফি এনে দেওয়া অধিনায়ককে দলে নিয়েছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ৷ সংশ্লিষ্ট দুই ফ্র্য়াঞ্চাইজির তরফে ইতিমধ্যেই অধিনায়ক ঘোষণা করা হয়েছে দুই ক্রিকেটারকে ৷
দশ বছর পর গত মরশুমে আইপিএলে তৃতীয়বারের জন্য সেরার তাজ পরেছে কলকাতা নাইট রাইডার্স ৷ রীতি মেনে ঘরের মাঠে আসন্ন মরশুমে উদ্বোধনী ম্য়াচ খেলবে তাঁরা ৷ কিন্তু কাদের বিরুদ্ধে প্রথম ম্য়াচে নামবে 'পার্পল ব্রিগেড' ? তা জানার জন্য অপেক্ষা আর কিছুক্ষণের ৷ এখনও পর্যন্ত নতুন মরশুমের আগে অধিনায়কও ঘোষণা করেনি শাহরুখ খানের দল ৷ তার জন্য অবশ্য আরও কয়েকটাদিন প্রতীক্ষা করতে হবে অনুরাগীদের ৷ ইতিমধ্যেই আইপিএলের প্রথম দল হিসেবে ট্রফি ট্যুর শুরু করেছে কেকেআর ৷
কবে অনুষ্ঠিত হবে আইপিএলের সূচি ঘোষণা: ইন্ডিয়ান প্রিমিয়র লিগের অষ্টাদশ সংস্করণের সূচি ঘোষিত হবে রবিবার বিকেল সাড়ে 5টায় ৷
কোথায় দেখা যাবে বিনামূল্যে: আইপিএলের সূচি ঘোষণা বিনামূল্যে অনুরাগীরা দেখতে পারবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে ৷ স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস টু ছাড়াও সূচি ঘোষণার অনুষ্ঠান টেলিভিশনে দেখা যাবে স্পোর্টস 18 ওয়ান চ্যানেলেও ৷
BREAKING: TATA IPL 2025 SCHEDULE RELEASES TODAY ON STAR SPORTS & JIOHOTSTAR AT 5:30PM!
— Star Sports (@StarSportsIndia) February 16, 2025
Start watching free on @JioHotstar https://t.co/lNHQ7Bo4zp pic.twitter.com/ffUh3ykynW
লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে: আইপিএলের সূচি ঘোষণা অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং সরাসরি দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে ৷