ETV Bharat / bharat

দিল্লিতে বাতিল একাধিক ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা - DELHI RAILWAY STATION STAMPEDE

নয়াদিল্লি থেকে বিহার, বারাণসী এবং অন্যান্য কয়েকটি জায়গায় যাওয়ার ট্রেন আপাতত বাতিল করা হয়েছে ৷

passengers-worried-due-to-cancellation-of-trains-after-stampede-at-delhi-railway-station-
ভোগান্তিতে যাত্রীরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2025, 5:23 PM IST

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার ট্রেন ধরতে গিয়ে নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে মৃত হয় 18 জনের । এছাড়া আহত 20-25 জনকে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে দুর্ঘটনার পরই ভিড় নিয়ন্ত্রণের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ নয়াদিল্লি থেকে বিহার, বারাণসী এবং অন্যান্য কয়েকটি জায়গায় যাওয়ার ট্রেন আপাতত বাতিল করা হয়েছে ৷ ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ৷

হঠাৎ ট্রেন বাতিলের জেরে সমস্যা বেড়েছে ৷ নয়াদিল্লি-অমৃতসর এক্সপ্রেস নয়াদিল্লি রেল স্টেশন থেকে দুপুর 1:50 মিনিটে ছাড়ে। রবিবার একই সময়ে এটি পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে বলে জানানো হয়েছে। স্টেশনে পৌঁছনোর পর বিষয়টি জানতে পেরেছেন বহু যাত্রী। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব প্রায় 13 কিলোমিটার। স্বভাবতই যাত্রীরা সমস্যায় পড়েছেন। এদিকে, দুর্ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণে প্ল্যাটফর্ম, ফুটওভার ব্রিজ এবং স্টেশনের বাইরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । 16 নম্বর প্ল্যাটফর্মে দড়ি বেঁধে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে ভিড় ট্রেন পর্যন্ত পৌঁছতে না পারে।

passengers-worried-due-to-cancellation-of-trains-after-stampede-at-delhi-railway-station-
দিল্লি স্টেশনে পদপিষ্টে বাতিল একাধিক ট্রেন (ইটিভি ভারত)

ভিড় নিয়ন্ত্রণের জন্য আরপিএফ কর্মীদের মোতায়েন: রেলের কর্তারা জানিয়েছেন, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার করতে এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত আরপিএফ কর্মীদের ডিউটিতে মোতায়েন করা হয়েছে । 13, 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্ম নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের আজমেরী গেটের দিকে। পূর্বাঞ্চল এবং বিহারগামী বেশিরভাগ ট্রেন এই সমস্ত প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে । এই প্ল্যাটফর্মগুলিতেই সবচেয়ে বেশি ভিড় হয়।

কুম্ভমেলার সময় পূর্বাঞ্চলের ট্রেনগুলিতে ভিড় ছিল । কুম্ভগামী ট্রেনগুলিও 13, 14, 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে । এতে এই প্ল্যাটফর্মগুলিতে ভিড় আরও বেড়ে গিয়েছে । শনিবার রাতে 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে পূর্বাঞ্চলগামী যাত্রীদের ব্যাপক ভিড় ছিল । কুম্ভগামী যাত্রীরাও এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই ঘোষণা করা হয় যে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে কুম্ভে যাওয়ার জন্য একটি ট্রেন ছাড়ছে, তারপরই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় । শেষমেশ তার জেরেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি: শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার ট্রেন ধরতে গিয়ে নয়াদিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে মৃত হয় 18 জনের । এছাড়া আহত 20-25 জনকে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে দুর্ঘটনার পরই ভিড় নিয়ন্ত্রণের জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ নয়াদিল্লি থেকে বিহার, বারাণসী এবং অন্যান্য কয়েকটি জায়গায় যাওয়ার ট্রেন আপাতত বাতিল করা হয়েছে ৷ ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ৷

হঠাৎ ট্রেন বাতিলের জেরে সমস্যা বেড়েছে ৷ নয়াদিল্লি-অমৃতসর এক্সপ্রেস নয়াদিল্লি রেল স্টেশন থেকে দুপুর 1:50 মিনিটে ছাড়ে। রবিবার একই সময়ে এটি পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে বলে জানানো হয়েছে। স্টেশনে পৌঁছনোর পর বিষয়টি জানতে পেরেছেন বহু যাত্রী। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব প্রায় 13 কিলোমিটার। স্বভাবতই যাত্রীরা সমস্যায় পড়েছেন। এদিকে, দুর্ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণে প্ল্যাটফর্ম, ফুটওভার ব্রিজ এবং স্টেশনের বাইরে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । 16 নম্বর প্ল্যাটফর্মে দড়ি বেঁধে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে ভিড় ট্রেন পর্যন্ত পৌঁছতে না পারে।

passengers-worried-due-to-cancellation-of-trains-after-stampede-at-delhi-railway-station-
দিল্লি স্টেশনে পদপিষ্টে বাতিল একাধিক ট্রেন (ইটিভি ভারত)

ভিড় নিয়ন্ত্রণের জন্য আরপিএফ কর্মীদের মোতায়েন: রেলের কর্তারা জানিয়েছেন, নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে নিরাপত্তা জোরদার করতে এবং ভিড় নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত আরপিএফ কর্মীদের ডিউটিতে মোতায়েন করা হয়েছে । 13, 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্ম নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের আজমেরী গেটের দিকে। পূর্বাঞ্চল এবং বিহারগামী বেশিরভাগ ট্রেন এই সমস্ত প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে । এই প্ল্যাটফর্মগুলিতেই সবচেয়ে বেশি ভিড় হয়।

কুম্ভমেলার সময় পূর্বাঞ্চলের ট্রেনগুলিতে ভিড় ছিল । কুম্ভগামী ট্রেনগুলিও 13, 14, 15 এবং 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে । এতে এই প্ল্যাটফর্মগুলিতে ভিড় আরও বেড়ে গিয়েছে । শনিবার রাতে 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে পূর্বাঞ্চলগামী যাত্রীদের ব্যাপক ভিড় ছিল । কুম্ভগামী যাত্রীরাও এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎই ঘোষণা করা হয় যে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে কুম্ভে যাওয়ার জন্য একটি ট্রেন ছাড়ছে, তারপরই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয় । শেষমেশ তার জেরেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.