পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

স্নানের জায়গাটুকুও ছিল না- দেবের 'খাদান' নিয়ে অকপট 'মাখন' জন - JOHN BHATTACHARYA

'বোঝে না সে বোঝে না', 'মিঠাই'-এর মতো ধারাবাহিক থেকে সিনেপর্দায় রমরমা জন ভট্টাচার্যের ৷ দেবের সঙ্গে পরপর তিনটে ছবিতে কাজ ৷ অভিজ্ঞতা শেয়ার অভিনেতার ৷

John Bhattacharya
জন ভট্টাচার্য (ইটিভি ভারত)

By ETV Bharat Entertainment Team

Published : Dec 23, 2024, 5:19 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর: 'গোলন্দাজ', 'প্রধান'-এর পর 'খাদান'-এর দৌলতে দেবের সঙ্গে হ্যাটট্রিক করে ফেললেন অভিনেতা জন ভট্টাচার্য। 'খাদান'-এ দেবের সঙ্গে তালে তাল মিলিয়ে অ্যাকশন করেছেন জন। যা দেখে সিনেমা হলে সিটিও বাজিয়েছেন দর্শকরা।

টানা দশ বছর ধরে বাংলা ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ঝুলিতে রয়েছে 'রিমলি'। যেখানে 'খাদান'-এ দেবের নায়িকা ইধিকা পাল ছিলেন জনের বিপরীতে। এ ছাড়াও তালিকায় রয়েছে 'বোঝে না সে বোঝে না', 'নজর', 'ঠিক যেন লভ স্টোরি', 'নাগলীলা', 'বাঁধন', 'মিঠাই'-এর মতো জনপ্রিয় সব ধারাবাহিক। পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন জন। দেবের সঙ্গে 'খাদান'-এ অভিনয়ের অভিজ্ঞতা কেমন ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নিলেন জন।

জন বলেন, "দেব দা ভীষণ সাপোর্টিভ অভিনেতা। যে কোনও বিষয় খুব সুন্দরভাবে সামলে নিতে পারেন। আসলে এতদিনের অভিজ্ঞতা তাঁকে সেই ক্ষমতাটা দিয়ে দিয়েছে।"

জনের কথায়, "এখানে দেব দা'র সঙ্গে আমার অ্যাকশন সিন নিয়ে দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। লোকে আলাদা করে চিনেছে। অনেকে এগিয়ে এসে কথা বলেছেন। 'মাখন মাখন' বলে ডেকেছেন আর কী চাই। ছবিতে আমার এন্ট্রিটাও ছিল অন্যরকম। আমি বলব, মাখনের চরিত্রটার মধ্যে একিটা সোয়াগ (Swag) ছিল। আলাদা করে মনে রাখার মতো চরিত্র মাখন।"

জন আরও বলেন, "এখানে দেব দা'র সঙ্গে আমার অ্যাকশন দৃশ্য ছিল। অ্যাকশন করা তো সহজ কাজ নয়। একটা সময় অবধি ট্রেনার তোমাকে গাইড করবে। ফ্লোরে গিয়ে নিজেকেই সব করতে হবে অভিনেতাকে। এর সঙ্গে অনেককিছু জড়িয়ে থাকে। যেমন নিজের কন্ট্রিবিউশন, টিমের কন্ট্রিবিউশন, এক্সপ্রেশন, প্যাশন সব। আর সেই সবই ছিল। তাই আমার আর দেব দা'র অ্যাকশন সিকোয়েন্স এত নজর কেড়েছে। দেব দা ভীষণ দয়ালু মানুষ। আমি এবং দেব দা দুজনেই ব্যথা পেয়েছি। কিন্তু দেব দা কী সুন্দর সামলে নিয়েছেন। আমার জন্যই দেব দা ব্যথাটা পেয়েছিলেন। কিন্তু কোনও কথা বলেননি।"

অভিনেতার কথায়, "সিরিয়ালের অ্যাকশনের সঙ্গে সিনেমার অ্যাকশনে অনেক পার্থক্য। অনেক পারফেক্ট হতে হবে। সেখানেও দেব দা আমাকে সাপোর্ট করেছেন। ভরসা জুগিয়েছেন, যা অনেকটা পাওয়া আমার কাছে।" জন বলেন, "আমরা তিনদিন ধরে ওইটুকু অ্যাকশন সিকোয়েন্স করেছি। মার্চ-এপ্রিল মাসে দুর্গাপুরের ওই চাঁদিফাটা গরমে আমাদের কাজ হয়েছে। আর এমন জায়গায় অ্যাকশনের শুটিং হয়েছে যেখানে স্নানের জায়গাটুকুও নেই। একটা টেন্টে একজন আরেকজনের পিছন দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে জামা কাপড় চেঞ্জ করেছি। কাদামাটি মাখা অবস্থায় আমরা ছিলাম। যদিও ওটা মুলতানি মাটি। তবু তো পরিষ্কার হওয়ার দরকার ছিল। কিন্তু স্নানের জায়গা ছিল না। ওই পরিস্থিতিতেও হাসিমুখে সবটা মানিয়ে নিয়েছেন দেব দা।"

'খাদান' বক্সঅফিসে ও মানুষের মনে যেভাবে প্রভাব বিস্তার করছে তাতে অভিনেতা জনের আশা, তাঁর 'মাখন' চরিত্রও দাগ কাটবে দর্শক মনে ৷

ABOUT THE AUTHOR

...view details