পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

'আমি বাংলায় গান গাই' গাওয়ার লোকটা রইল না, গান স্যালুটে বিদায় প্রতুল মুখোপাধ্যায়কে - PRATUL MUKHOPADHYAY LAST RITE

প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাজির ছিলেন আরও অনেক শিল্পী ৷ তাঁদের উপস্থিতিতে গান স্যালুটে বিদায় শিল্পীকে ৷

gun salute to Pratul Mukhopadhyay
গান স্যালুটে শ্রদ্ধা কিংবদন্তি শিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে (নিজস্ব ছবি)

By ETV Bharat Entertainment Team

Published : Feb 15, 2025, 5:57 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: চিরদিনের মতো রুদ্ধ হল কণ্ঠ ৷ আর তাঁর গলায় শোনা যাবে না 'আমি বাংলায় গান গাই' ৷ রবীন্দ্র সদনে গান স্যালুটে শেষ বিদায় প্রতুল মুখোপাধ্যায়কে ৷ রবীন্দ্র সদন থেকে শিল্পীর দেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে । শিল্পীর দেহ দান করা রয়েছে সেখানেই ৷

প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা সুরকার, গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে আজ শোকস্তব্ধ বাংলার শিল্পী জগৎ, রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ । তাঁকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে হাজির ছিলেন চলচ্চিত্র পরিচালক তথা অভিনেত্রী সুদেষ্ণা রায়, গৌতম ঘোষ, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন ও দেবাশিস কুমার-সহ শিল্পীর গুণগ্রাহী অগণিত মানুষও ।

'আমি বাংলায় গান গাই' গাওয়ার লোকটা রইল না, গান স্যালুটে বিদায় প্রতুল মুখোপাধ্যায়কে (ইটিভি ভারত)

এদিন রবীন্দ্র সদনে যখন শিল্পীর দেহ শায়িত, রেকর্ডে তখন অনর্গল বেজে চলেছে তাঁর গাওয়া সেই বিখ্যাত গান 'আমি বাংলায় গান গাই' । যে গান তিনি হাসপাতালের বিছানায় শুয়েও চিকিৎসকদের শুনিয়েছেন । এই গানটি ঘিরে মানুষের উন্মাদনা অধিক হলেও প্রতুল মুখোপাধ্যায় সারা জীবন ধরে আরও অনেক গান গেয়েছেন । গান তৈরি করেছেন নিজের ছন্দে । আধুনিক গান থেকে জাপানি গান, আবার হিন্দি ছবির গান থেকেও উপাদান সংগ্রহ করেছেন । সৃষ্টি করেছেন একের পর এক গান । একেবারে স্বাধীনভাবে ।

তাঁর জীবনের প্রথম অ্যালবাম 'পাথরে পাথরে নাচে আগুন' (1988) । তবে, সেখানে তাঁর সঙ্গে ছিলেন আরও অনেক শিল্পী । এরপর 1994 সালে 'যেতে হবে' শিল্পীর প্রথম একক অ্যালবাম । শেষ অ্যালবাম 'ভোর' (2022) । সেখানে শিল্পীর অপ্রকাশিত গানগুলি প্রকাশ পায় ।

তাঁর জনপ্রিয় গানের মধ্যে 'আমি বাংলায় গান গাই' ছাড়াও 'আলু বেচো', 'ছোকরা চাঁদ', 'তোমার কি কোনও তুলনা হয়', 'সেই মেয়েটি', 'ফেব্রুয়ারির একুশ তারিখ'-এর মতো গানগুলি শ্রোতার মন জিতেছে বারবার । নিজের গানে কখনও বাদ্যযন্ত্র ব্যবহার পছন্দ করতেন না তিনি । বাঙালি যতদিন বাংলা গানের সমাদর করবে প্রাণ থেকে, ততদিন বেঁচে থাকবে তাঁর 'আমি বাংলায় গান গাই'।

প্রতুল মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা রবীন্দ্র সদনে (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, শিল্পীর মৃত্যুতে সোশাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন করেছেন অনেকে । শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী লিখেছেন, "সুরের জগতে ভালো থাকবেন ।" লেখক অমর মিত্র লিখেছেন, "গান নিয়ে রয়ে যাবেন প্রতুলদা । বিদায় ।"

প্রতুল মুখোপাধ্যায়ের পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (নিজস্ব ছবি)

হাসপাতালের তরফে জানা গিয়েছে, 4 ফেব্রুয়ারি তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল । 6 তারিখ অস্ত্রোপচার হয়েছিল তাঁর । শিল্পীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁকে গত সোমবার রাতে আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল । শুক্রবার রাতে ডায়ালিসিস নিতে পারেননি তিনি । এরপরেই সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রতুল মুখোপাধ্যায়ের ।

প্রতুল মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা রবীন্দ্র সদনে (নিজস্ব ছবি)

শনিবার সকাল 11টা 40 মিনিটে এসএসকেএম হাসপাতালে জীবনাবসান হয় তাঁর । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 83 । হাসপাতালের ডিরেক্টর মনিময় বন্দোপাধ্যায় বলেন, "ফুসফুস ও বিভিন্ন অর্গানে ইনফেকশন ছড়িয়ে পড়েছিল তাঁর । রেকটাম ক্যান্সার ছিল ।" বেলা 2টো 10 মিনিটে এসএসকেএম হাসপাতাল থেকে তাঁর দেহ বের করা হয় । এরপর সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনে ৷

অরূপ বিশ্বাস বলেন, "অত্যন্ত দুখ্যের সঙ্গে জানাচ্ছি প্রখ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আজ আর আমাদের মধ্যে নেই ৷ তিনি আজ সকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন ৷ উনি অসুস্থ হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখতেন ৷ হাসপাতালে ভর্তি করা থেকে যাবতীয় চিকিৎসার খোঁজ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমি ইন্দ্রনীল সেন বাকিরা তাঁর নির্দেশে এসএসকেএম হাসপাতালে আসি ৷"

ABOUT THE AUTHOR

...view details